প্রচ্ছদের ছবি আর শিরোনাম পড়েই নিশ্চয়ই বুঝতে পেরেছেন! টিস্যু পেপার দিয়ে খুব চমৎকার একটি ফ্লাওয়ার সটীক তৈরি করা দেখাব। কাজেই চলুন কথা আর না বাড়িয়ে দেখে নিই কীভাবে টিস্যু পেপার দিয়ে দারুণ এই ফ্লাওয়ার সটীক তৈরি করা যায়।
এটি তৈরি করতে যা যা লাগবে
- টিস্যু পেপার
- সুতা
- জি আই তার
- নেইল পলিশ
যেভাবে করবেন
- প্রথমে টিস্যু পেপার নিয়ে নিচের নিয়মে ভাজ করে নিন।
ভাঁজ করার পর উপরের নিয়মে কলম অথবা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দাগ বরাবর ভাঁজ করে নিন।এরপর এটি সুতা দিয়ে বেধে নিন।
এভাবে একটি ফুলের জন্য আমাদের পাঁচটি পাপরি দরকার হবে। এবার আমরা দেখব কীভাবে ফুলের মাঝখানের অংশ ও কলি তৈরি করতে হবে।
মাঝের অংশ
একটি টিস্যু পেপার গোল করে ভাঁজ করে নিয়ে অপর একটি টিস্যু দিয়ে মুরিয়ে সুতা দিয়ে বেধে নিন।
ফুল তৈরি
কলি তৈরি
কলি তৈরির জন্য নিচের নিয়মে ভাঁজ করুন।
এবার এটিকে একটি টিস্যু পেপার দিয়ে মুরিয়ে সুতা দিয়ে বেধে নিন। আপনি চাইলে কলিগুলো নেইল পলিশ দিয়ে কালার করতে পারেন। একটি জিআই তার নিয়ে প্রথমে কলিগুলো এরপর ফুলগুলো দিয়ে সটীক তৈরি করে নিন।
ছবি এবং লিখেছেন – পাপিয়া সুলতানা