পনির সাসলিক - Shajgoj

পনির সাসলিক

15193663_1154596631282699_4202358163770671527_n

চিকেন সাসলিক তো অনেক খাওয়া হল। এবার পনির সাসলিক হলে মন্দ হয় না। দেখে নিন পনির সাসলিক তৈরির পুরো প্রণালী।

উপকরণ

Sale • Creams, Lotions & Oils, Lotions & Creams
    • পনির- টুকরো করে কাটা ২৫ পিস
    • ক্যাপসিকাম কিউব করে কাটা-দেড় কাপ ( আমি লাল,সবুজ,কমলা রঙের নিয়েছি )
    • পেঁয়াজ কিউব কাটা- ১ কাপ
    • দই-আধা কাপ
    • মরিচ গুঁড়া -আধা চামচ
    • আদা-রসুন বাটা-৩/৪চামচ
    • কাবাব মসলা-আধা চামচ
    • হলুদ গুঁড়া -আধা চামচ
    • অলিভ অয়েল-২ টেবিল চামচ
    • লবন -পরিমাণ মতো
    • ধনেপাতা এবং কাচামরিচ বাটা-১ টেবিল চামচ
    • সয়াবিন তেল-ভাজার জন্য

    [picture]

    প্রণালী

    – প্রথমে সব মসলা ও অলিভ অয়েল এক সাথে মিশিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ  এবং পনির ৩০মিনিত মেরিনেট করে রাখতে হবে।

    – সাসলিক কাঠিতে পছন্দ মতো সাজিয়ে নিন।

    – এবার প্যানে সামান্য সয়াবিন তেল দিয়ে কাঠিগুলো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিন।

    – সামান্য পোড়াভাব ও সিদ্ধ হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।

    বিঃদ্রঃ চুলার আঁচ মৃদু  রাখতে হবে এবং ভাজার সময় প্রথমে ঢেকে ভাজতে হবে।

    ছবি ও রেসিপি – নুসাইবা নিঝুম

     

    1 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort