ফুল আমাদের সবার কাছে অতি প্রিয়। পৃথিবীতে কম মানুষই পাওয়া যাবে যারা ফুল পছন্দ করে না। অনেকে নিজের বাগান করতে না পারলেও বাজার থেকে ফুল কিনে এনে ঘর সাজায়। কিন্তু এ ফুল ক্ষণস্থায়ী। বেশিরভাগ ক্ষেত্রে ২ থেকে ৩ দিনের মধ্যে এ ফুলগুলো নষ্ট হয়ে যায়। অগত্যা আবার নতুন করে বাজার থেকে ফুল কিনে আনতে হয়। এভাবে বাজার থেকে ফুল কিনে আনা ব্যয়বহুলও বটে। আজকে আমারা আপনাদের দেখাব কীভাবে নিজেই ঘরে বসে কাগজের ফুল তৈরি করতে পারেন। এই ফুলগুলো বাজারের ফুলের চেয়েও দীর্ঘস্থায়ী। সুবাস নেই, তাতে কী? এর সৌন্দর্য বিমোহিত করবে আপনিসহ আপনার বাসায় আসা অতিথিকেও।
কাগজের ফুল বানানোর নিয়ম
উপকরণ
১) রঙ্গিন কাগজ
২) আঠা
৩) কাঁচি
৪) পেন্সিল
৫) জি আই তার
পদ্ধতি
প্রথমে কাগজটি গোল করে কেটে নিন। এরপর ছবিতে দেখানো নিয়ম অনুযায়ী পেন্সিল দিয়ে দাগ দিয়ে কেটে নিন।
জি আই তার টি তে আঠা নিয়ে ছবির নিয়ম অনুযায়ী পেঁচিয়ে নিন।
তৈরি হয়ে গেল সুন্দর কাগজের ফুল।