বারান্দা আমাদের প্রায় সবারই প্রিয় একটি জায়গা। অবসরে বারান্দায় বসতে কার না ভালো লাগে! এই বারান্দাকে সুন্দর করে ফেলা যায় ছোট্ট একটি বাগান করে। বাসায় থাকা টিনের ক্যান দিয়ে অত্যন্ত সুন্দর গাছের টব তৈরি ফেলা সম্ভব, এতে আপনি নিজের ইচ্ছে মত মজার কিছু আর্টও করতে পারেন।
[picture]
এই ধরনের ছোট্ট একটি বাগান করতে যা লাগবেঃ
- তার
- প্লাস (Pliers)
- বার্ণিশ
- এনামেল পেইন্ট
- মেটাল প্রাইমার
- তারকাটা ও হাতুরি
- চারাগাছ
- মাটি
- টিনের (গুঁড়ো দুধের) ক্যান
ধাপসমূহঃ
১। প্রথমে ক্যানটিকে পরিষ্কার করে, এতে কিছু ছিদ্র করে নিতে হবে পানি নিষ্কাসনের জন্য।
২। এবার এটি প্রাইমার দিয়ে পেইন্ট করার উপযোগী করে নিতে হবে।
এটি ভালো মত শুকিয়ে গেলে রঙ দিয়ে ইচ্ছেমত ডিজাইন করে নিতে হবে।
৩। এবার পাত্র শুকিয়ে গেলে নিচে অল্প কিছু পাথর দিয়ে উপরে মাটি দিতে হবে। এরপর এতে চারাগাছ লাগিয়ে নিতে হবে।
৪। বারান্দায় ঝুলিয়ে রাখতে হলে উপরে পাশে ছিদ্র করে নিতে হবে। এটিকে মোটা তারের সাহায্যে ঝুলিয়ে দিতে হবে।
লিখেছেনঃ সারাহ
ছবিঃ হোমডিট.কম,ফাবারটডীয়াইওয়াই.কম, ডেকোরেটিং সেন্টস