ফাউন্ডেশন অক্সিডাইজেশন | মেকআপ করার কিছুক্ষণ পরই ডার্ক দেখায় কেন?

ফাউন্ডেশন অক্সিডাইজেশন | মেকআপ করার কিছুক্ষণ পরই ডার্ক দেখায় কেন?

04

খুব সুন্দর করে সেজেগুজে বাইরে বের হলেন, কিছুক্ষণ পরই দেখলেন যে পুরো ফেইস অয়েলি দেখাচ্ছে আর ফাউন্ডেশন অক্সিডাইজ হয়ে অবস্থা একদম খারাপ! বাইরে এমনিতে গরম, এই ওয়েদারে মেকআপ পারফেক্টলি সেট রাখাটা একটু টাফ। কিন্তু স্কিন প্রিপারেশনের সময় কিছু স্টেপস ফলো করলে এই ধরনের প্রবলেম থেকে রিলিফ পেতে পারেন ইজিলি! মেকআপ করার কিছুক্ষণ পরই স্কিন অয়েলি আর কালো হয়ে যাওয়ার সমস্যা যদি আপনিও ফেইস করেন, তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্যই। ফাউন্ডেশন অক্সিডাইজেশন প্রিভেন্ট করার টিপস নিয়েই আজকের ফিচার।

কেন হয় ফাউন্ডেশন অক্সিডাইজেশন?

একটু সহজ করে বলি বিষয়টা। যখন ফাউন্ডেশনের পিগমেন্ট ও স্কিনের ন্যাচারাল অয়েল বাতাসের অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে তখনই ফেইস কালচে হয়ে যায়। আর এটাকে বলে ফাউন্ডেশন অক্সিডাইজেশন। এটার জন্য মূলত দায়ী হচ্ছে পিগমেন্ট ও অয়েল। স্কিনের টেক্সচার, সেবাম প্রোডাকশন, ফাউন্ডেশনের ফর্মুলা, মেকআপ অ্যাপ্লাইয়ের টেকনিক সবই আসলে এর সাথে রিলেটেড। মেকআপ করার কিছুক্ষণ পরই স্কিন অয়েলি আর কালো যাতে না হয়, সেই টিপস অ্যান্ড ট্রিকস শেয়ার করবো আজ।

ফাউন্ডেশন অক্সিডাইজেশন

মেকআপের আগে স্কিন প্রিপারেশন

ফাউন্ডেশন অক্সিডাইজেশন প্রিভেন্ট করতে প্রথমে স্কিনকে তৈরি করে নিতে হবে। দেখে নিন মেকআপের আগে বেসিক স্কিন কেয়ার কীভাবে করা যায়।

১) প্রথমে ক্লেনজার দিয়ে ফেইস ভালোভাবে ক্লিন করে নিন। অয়েলি স্কিনের জন্য এমন ক্লেনজার বা ফেইস ওয়াশ সিলেক্ট করতে হবে যা স্কিনের এক্সেস সেবাম প্রোডাকশন কন্ট্রোল করবে।

২) এবার স্কিনের কনসার্ন ও টাইপ বুঝে টোনার অ্যাপ্লাই করতে হবে। স্কিন ব্যারিয়ার স্মুথ রাখতে, হাইড্রেশন ধরে রাখতে ও ত্বকের পি এইচ লেভেল ব্যালেন্স করতে এই স্টেপটি খুবই জরুরি।

৩) এবার জেল বেইজড ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই না করে সরাসরি মেকআপ প্রোডাক্টস ইউজ করলে বেইজ স্মুথ হয় না, মেকআপের পর স্কিন রুক্ষ-শুষ্ক দেখায়।

ময়েশ্চারাইজার অ্যাপ্লাই

ফাউন্ডেশন অক্সিডাইজেশন প্রিভেন্ট করতে মেকআপ টেকনিক

ড্রাই স্কিনের তুলনায় অয়েলি স্কিনে এই সমস্যাটা বেশি হয়। স্কিনের অয়েলিনেস বা চিটচিটেভাব যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে এই প্রবলেমটা খুব সহজেই ফিক্স করতে পারবেন। এই জন্য রাইট মেকআপ প্রোডাক্ট সিলেক্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার স্কিন টাইপ যদি অয়েলি হয়, আর সেই সাথে আপনার ফাউন্ডেশনটি হাইলি পিগমেন্টেড, ডিউয়ি ও অয়েল বেইজড হলে গরমে সেটা অক্সিডাইজ করবেই। তাই ত্বকের ধরন বুঝে ঠিকঠাক প্রোডাক্ট বেছে নিন।

SHOP AT SHAJGOJ

     

    ১) প্রাইমার স্কিপ করা যাবে না

    এই অ্যাসেনশিয়াল স্টেপটা অনেকেই বাদ দেন। স্মুথ ও লং লাস্টিং বেইজ মেকআপের জন্য আপনাকে প্রথমে প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। যাদের ওপেন পোরসের ভিজিবিলিটি আছে, তারা পোর মিনিমাইজিং প্রাইমার দিতে পারেন। আর যাদের টি-জোন এক্সেস অয়েলি, তারা এই এরিয়াতে ম্যাটিফায়িং প্রাইমার ইউজ করবেন।

    ২) স্কিন টাইপ বুঝে সঠিক ফাউন্ডেশন সিলেক্ট করতে হবে

    অনেক সময় দেখা যায় যে কোনো ফাউন্ডেশন একজনের স্কিনে অক্সিডাইজ করলেও অন্যজনের ক্ষেত্রে অক্সিডাইজ করে না! এর কারণটা হচ্ছে একেক জনের স্কিনের ধরন, সেবাম প্রোডাকশন, স্কিনের টেক্সচার একেক রকমের হয়। আপনার স্কিন যদি অয়েলি হয়, সেক্ষেত্রে ওয়াটার বেইজড ম্যাট ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেন। আর ড্রাই স্কিন হলে হাইড্রেটিং ফাউন্ডেশন ব্যবহার করা ভালো। তবে গরমের দিনে বাইরের কড়া রোদে যেহেতু ফাউন্ডেশনের পিগমেন্ট রিঅ্যাক্ট করে, তাই লাইট পিগমেন্টেড সিসি ক্রিম বা বিবি ক্রিম ইউজ করতে পারেন।

    ফাউন্ডেশন

    ৩) ব্লটিং পেপার বা টিস্যু দিয়ে টাচ আপ দিন

    ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর ব্লটিং বা টিস্যু পেপার দিয়ে ফেইসে হালকা করে প্রেস করুন। এটি ত্বকের অতিরিক্ত প্রোডাক্ট বা সেবাম শুষে নেয়, এতে ফেইস অনেকক্ষণ অয়েল ফ্রি থাকে। এতে ফাউন্ডেশনের সাথে অয়েল মিক্স হয়ে অক্সিডাইজ হওয়ার চান্স অনেকটা কমে যায়।

    ৪) লুজ পাউডার দিয়ে মেকআপ সেট করুন

    অয়েল কন্ট্রোল করে লং লাস্টিং ফ্ললেস ফিনিশিং পেতে অবশ্যই লুজ পাউডার দিয়ে মেকআপ সেট করুন। পাউডার ব্রাশের সাহায্যে ফেইসের টি-জোনে পাউডার ডাস্টিং করে নিতে পারেন। চাইলে ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপ বেকিংও করে নিতে পারেন। বাইরে বের হলে ফেইস যদি অয়েলি দেখায়, সাথে সাথে টিস্যু পেপার দিয়ে প্রেস করে নিন ও পাউডার দিয়ে হালকা টাচ আপ করুন।

    SHOP AT SHAJGOJ

       

      এই স্টেপগুলো ফলো করলে ফাউন্ডেশন অক্সিডাইজেশন প্রিভেন্ট করা যাবে খুব সহজে। টোটাল মেকআপ লুককে সোয়েট প্রুফ ও লং লাস্টিং করতে শেষে মেকআপ সেটিং স্প্রে দিতে পারেন। আশা করছি, আজকের আর্টিকেলটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। অনলাইনে অথেনটিক মেকআপ প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, মিরপুরের কিংশুক টাওয়ার, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

       

      ছবি- সাজগোজ

      21 I like it
      4 I don't like it
      পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

      escort bayan adapazarı Eskişehir bayan escort