সিলিকনযুক্ত হেয়ার কেয়ার প্রোডাক্ট চুলের জন্য উপকারী নাকি ক্ষতিকর?

সিলিকনযুক্ত হেয়ার কেয়ার প্রোডাক্ট চুলের জন্য উপকারী নাকি ক্ষতিকর?

silicon

সিলিকন এমন একটি উপাদান যা হেয়ার কেয়ার প্রোডাক্টগুলোতে বহুল ব্যবহৃত হচ্ছে। শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার সিরাম, হেয়ার স্প্রে সহ যা যা আছে; ম্যাক্সিমাম প্রোডাক্টেই আছে সিলিকন। কিন্তু অনেকেই এই উপাদানটি এড়িয়ে যেতে চান। সিলিকনযুক্ত হেয়ার কেয়ার প্রোডাক্ট চুলের জন্য উপকারী নাকি ক্ষতিকর, এই কনফিউশনটাই আজ ক্লিয়ার করার ট্রাই করবো।

সিলিকন আসলে কী?

সিলিকন হচ্ছে এক ধরনের সিনথেটিক পলিমার যা মূলত একটি হাইড্রোফোবিক উপাদান। হাইড্রোফোবিক অর্থ পানি বিদ্বেষী, এর ফলে এটি পানি থেকে দূরে থাকতে চায় এবং চুলে একটি কোটিং তৈরি করে। এই সিলিকন কোটিং দিয়ে চুলের  ময়েশ্চার লক হয়ে যায়। অর্থাৎ চুলের নিজস্ব ময়েশ্চার ইনট্যাক্ট থাকে এই কোটিং এর জন্য এবং চুল বাহ্যিকভাবে শাইনি ও সিল্কি দেখায়। সিলিকন যে শুধু হেয়ার কেয়ার প্রোডাক্টগুলোতেই ব্যবহার করা হয় তা কিন্তু নয়, অন্যান্য অনেক বিউটি প্রোডাক্টে এটি পাওয়া যায়।

সিলিকনের ধরন

সিলিকন কয়েক ধরনের হয়ে থাকে, যেমন- পানিতে দ্রবণীয়, পানিতে অদ্রবণীয় ও ইভাপোরেটিং বা উদ্বায়ী।

সিলিকনযুক্ত হেয়ার কেয়ার প্রোডাক্ট

পানিতে দ্রবণীয় সিলিকন

এ ধরনের সিলিকন সহজেই পানিতে ধুয়ে যায়। তাই এটি চুলে কোনো স্থায়ী কোটিং তৈরি করে না, অর্থাৎ লং টাইম ময়েশ্চার লক করতে পারে না। তবে চুলের শাইন রিস্টোর করে। এর প্রভাব থাকে পরবর্তী শাওয়ারের আগ পর্যন্ত। এগুলোর নামের সাথে PEG বা PPG বেশি ব্যবহার হয়। এমন কিছু সিলিকন হলো: PEG-12 Dimethicone, Polysilicone-29,Silicone Quaternium-18, PEG/PPG-20/15 Dimethicone, Dimethicone copolyol, DEA PG-Propyl PEG/PPG-18/21 Dimethicone, Dimethicone PEG-8 Phosphate, Dimethicone-PG Diethylmonium Chloride, Hydrolyzed Silk PG-Propyl Methylsilanediol Crosspolymer, Hydrolyzed Wheat Protein Hydroxypropyl Polysiloxane, PEG/PPG-20/15 Dimethicone ইত্যাদি।

পানিতে অদ্রবণীয় সিলিকন

এ ধরনের সিলিকন চুলের উপর থিন কোটিং তৈরি করে ময়েশ্চার সিল করে এবং এগুলো নরমালি পানি দিয়ে ওয়াশ করলে সহজে দূর হয় না। এগুলোই বেশি ব্যবহার হতে দেখা যায় হেয়ার কেয়ার প্রোডাক্টগুলোতে। এমন কিছু সিলিকন হলো: Dimethicone Dimethiconol, Phenly Trimethicone, Amodimethicone, Cyclomethicone ইত্যাদি।

উদ্বায়ী সিলিকনগুলো সাধারণত লিভ-ইন কন্ডিশনার বা স্প্রে জাতীয় প্রোডাক্টে বেশি ব্যবহার হয়।

এর কাজ কী?

হেয়ার কন্ডিশনিং

রাফ, ড্রাই ও ফ্রিজি হেয়ার ম্যানেজেবল রাখতে সাহায্য করে এই উপাদান। হেয়ার কিউটিকল স্মুথ রাখে, যার ফলে চুল সিল্কি ও শাইনি দেখায়। চুলে সহজে জট বাঁধে না। সিলিকন চুলের ময়েশ্চার লক করতে হেল্প করে, যার কারণে ফ্রিজিনেস কন্ট্রোল হয় সহজেই।

সিলিকনযুক্ত প্রোডাক্ট চুলের জন্য ক্ষতিকর নাকি?

১) উপকারিতা থাকার পরেও এর ক্ষতিকর যে দিক আছে তা হলো, ওয়াটার ইনসল্যুবল সিলিকন বা পানিতে অদ্রবণীয় সিলিকন দীর্ঘদিন ব্যবহারে এটি চুলের উপর একটি কোটিং বা আস্তরণের সৃষ্টি করে। যার ফলে কিউটিকলগুলো বন্ধ হয়ে যেতে পারে এবং তখন কোনো প্রোডাক্টই আর হেয়ার শ্যাফটে প্রবেশ করতে পারে না। একটা সময়ে চুল রাফ হয়ে যেতে শুরু করে।

২) স্ক্যাল্পে ও চুলে প্রোডাক্ট বিল্ড আপের সমস্যা তৈরি করতে পারে এটি। তবে এই সমস্যাগুলো কিন্তু ওয়াটার সল্যুবল সিলিকনের ক্ষেত্রে হয় না বা হলেও কম হয়। কিন্তু ওয়াটার সল্যুবল সিলিকনের থেকে ওয়াটার ইনসল্যুবল সিলিকন হেয়ার কেয়ার প্রোডাক্টে বেশি ব্যবহার করা হয়। কারণ চুল লং টাইম শাইনি, সিল্কি ও ময়েশ্চারাইজড রাখতে এই ধরনের সিলিকন তুলনামূলক বেশি কার্যকরী৷

সিলিকনযুক্ত প্রোডাক্ট চুলের জন্য ক্ষতিকর নাকি

ওয়াটার ইনসল্যুবল সিলিকনের এই কোটিং ও বিল্ড আপের কারণেই অনেকে সিলিকনযুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে অনীহা প্রকাশ করে।

তাহলে কি ওয়াটার ইনসল্যুবল সিলিকন এড়িয়ে চলা উচিত?

না! খেয়াল করলে দেখবেন যে পপুলার ও হাইএন্ড ব্র্যান্ডের প্রোডাক্টেও অনেক সময় সিলিকনের উপস্থিতি দেখা যায়। কিছু ট্রিকস আছে যা ফলো করলেই সিলিকনের ক্ষতিকর দিক থেকে রেহাই পাওয়া সম্ভব! আস্তে আস্তে সব কনফিউশনই ক্লিয়ার করবো।

প্রথম কথা, চুলের ধরন অনুযায়ী প্রোডাক্ট বাছাই করতে হবে। চুল বেশি রুক্ষ-শুষ্ক বা ব্রেকেজ প্রন হলে ডিপ কন্ডিশনিং মাস্ক সাজেস্ট করা হয়। রেগুলার বেসিসে না হোক, সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনে এগুলো ট্রাই করতে পারেন। অয়েলি হেয়ারের জন্য এতটা ইম্পরট্যান্ট না হলেও সিলিকনযুক্ত প্রোডাক্ট কিন্তু এই ধরনের চুলের যত্নে দারুণ কাজ করে। পরবর্তীতে খেয়াল করতে হবে ফর্মুলেশন। ফর্মুলেশন তো উপাদান তালিকা দেখে বোঝা সম্ভব না, তাই প্রফেশনাল হেয়ার কেয়ার রেঞ্জ বা ট্রাস্টেড ব্র্যান্ডের প্রোডাক্ট চুজ করতে হবে।

SHOP AT SHAJGOJ

     

    বিল্ড আপ কীভাবে দূর করা যায়?

    এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে, যার মাধ্যমে বিল্ড আপ ও কোটিং খুব ভালোভাবে দূর করা সম্ভব! আর তা হলো সালফেটযুক্ত শ্যাম্পুর ব্যবহার। সালফেটযুক্ত শ্যাম্পু খুব সহজেই চুল থেকে ওয়াটার ইনসল্যুবল সিলিকনের কোটিং ওয়াশ করে ফেলে এবং বিল্ড আপ প্রিভেন্ট করে। যার ফলে চুলের কিউটিকলগুলো খুলে যায় এবং তখন কন্ডিশনার, হেয়ার মাস্ক সহজেই হেয়ার শ্যাফটে পেনিট্রেট করতে পারে। নেক্সট স্টেপে কন্ডিশনার এই কিউটিকলগুলো পুনরায় ক্লোজ করে হেয়ার টেক্সচার স্মুথ করে। তাহলে সপ্তাহে অন্তত একদিন সালফেটযুক্ত শ্যাম্পু ব্যবহার করলেই সিলিকন বিল্ড আপ নিয়ে আর ভাবতে হবে না! চুল ও স্ক্যাল্পের ধরন বুঝে ক্ল্যারিফাইং শ্যাম্পু ও মাইল্ড শ্যাম্পু আপনার হেয়ার কেয়ার রুটিনে অ্যাড করুন।

    হেয়ার ওয়াশিং

    হেয়ার কেয়ার প্রোডাক্ট সিলেকশনে হোন সচেতন

    সালফেটযুক্ত শ্যাম্পু (বিশেষত SLES যুক্ত শ্যাম্পু যা SLS থেকে কিছুটা মাইল্ড) অতিরিক্ত তেল/সেবাম ও ডার্ট প্রোপারলি ক্লিন করতে পারে এবং স্ক্যাল্পের বিল্ড আপও রিমুভ করে। রেগুলার বেসিসে ইউজের জন্য আপনি মাইল্ড বা হারবাল শ্যাম্পু চুজ করতে পারেন, তবে সেই সাথে সাথে একটি ক্ল্যারিফাইং শ্যাম্পুও কিন্তু উইকলি হেয়ার কেয়ারে রাখা উচিত। আর শ্যাম্পুর পর কন্ডিশনিং কিন্তু মাস্ট। এভাবে ব্যালেন্স করে প্রোডাক্ট ব্যবহার করলে সব ধরনের উপাদানের বেনিফিটই আপনি সহজে পেয়ে যাচ্ছেন।

    আশা করি, আপনাদের কনফিউশনগুলো আজ দূর করতে পেরেছি। সিলিকন আছে শুনেই ভয় পাওয়ার কিছু নেই! সিলিকনযুক্ত হেয়ার কেয়ার প্রোডাক্ট চুলের জন্য উপকারী নাকি ক্ষতিকর, সেটা নিশ্চয়ই আপনি নিজেই এখন বুঝতে পেরেছেন এবং সেভাবেই তাহলে আপনি আপনার হেয়ার কেয়ার প্রোডাক্টস চুজ করুন। আজ এই পর্যন্তই।

    অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, মিরপুরের কিংশুক টাওয়ার, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

    SHOP AT SHAJGOJ

      লিখেছেন- জাফরিন জাহান, শিক্ষার্থী, রসায়ন বিভাগ

      ছবি- সাটারস্টক

      4 I like it
      0 I don't like it
      পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

      escort bayan adapazarı Eskişehir bayan escort