ঠোঁটের যত্নে স্ক্রাবার স্টিক নিজে কিভাবে তৈরির করবেন?

ঠোঁটের যত্নে স্ক্রাবার স্টিক নিজে কিভাবে তৈরির করবেন?

ঠোঁটের যত্নে স্ক্রাবার স্টিক বানানো - shajgoj.com

স্ক্রাবিং এমন একটি প্রোসেস, যা স্কিন হোক বা লিপ সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। ঠোঁটের যত্নে যত কিছুই করি না কেন, তার মধ্যে অন্যতম হলো স্ক্রাবিং। লিপ স্ক্রাবিং ঠোঁটের মরা চামড়া দূর করে, ঠোঁটকে সফট এবং প্লাম্প (plump) বানিয়ে দেয়। বাসায় বসেই আমরা লিপ স্ক্রাব করতে অনেক কিছু ট্রাই করে থাকি। কিন্তু আজ একটু অন্য ধরনের লিপ স্ক্রাবার ট্রাই করা যাক না! ঠোঁটের যত্নে স্ক্রাবার স্টিক সম্পর্কে চলুন জেনে নেই!

ঠোঁটের যত্নে স্ক্রাবার স্টিক কিভাবে বানাবেন?

লিপ স্ক্রাবার স্টিকগুলো, স্টিক লিপ বাম অথবা লিপস্টিকের টিউবে থাকে, যা ব্যবহার করা খুবই সহজ এবং হ্যান্ডি। এছাড়া আপনি কোথাও বেড়াতে গেলেও সাথে করে নিয়ে যেতে পারবেন এবং চটজলদি প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। বাজারে কিছু ব্র্যান্ডের লিপ স্ক্রাবার স্টিক রয়েছে। কিন্তু ঘরে বসেই যদি বানিয়ে ফেলা যায় লিপ স্ক্রাবার স্টিক, তবে ক্ষতি কী!

Sale • LIP BALMS/LIP CARE, Liquid Lipsticks, Lip Brush

    উপকরণ

    লিপ স্ক্রাবার স্টিক তৈরিতে যা যা লাগছে –

    (১) নারিকেল তেল ( নারিকেল তেল ড্রাই ঠোঁটকে হাইড্রেট এবং ময়েশ্চারাইজ করে)

    (২) ব্রাউন সুগার (ঠোঁটের মরা চামড়া দূর করে, ঠোঁটকে সফট বানিয়ে দেয়)

    (৩) দারুচিনি গুঁড়ো (ঠোঁটের কালচে দাগ দূর করে, ঠোঁটের ডেড স্কিন সেলস দূর করে এবং ঠোঁটকে প্লাম্প করে তোলে। এছাড়াও দারুচিনি গুঁড়ো লিপ স্ক্রাবারে সুন্দর একটা ফ্র্যাগনেন্স যোগ করে)

    (৪) বি ওয়্যাক্স / খাঁটি মোম

    (৫) পুরোনো খালি স্টিক লিপ বাম / লিপস্টিক টিউব

    প্রণালী

    ঠোঁটের যত্নে স্ক্রাবার স্টিক ব্যবহার - shajgoj.com

    ১) প্রথমে একটি পাত্রে ১ চা চামচ নারিকেল তেল এবং ২ চা চামচ বি ওয়্যাক্স নিন। এই উপকরণ দুটি মাইক্রোওয়েভ অথবা চুলায় গলিয়ে নিন।

    ২) গলানো হয়ে গেলে খুব দ্রুত এর মধ্যে ৩ চা চামচ সুগার এবং হাফ চা চামচ দারুচিনি গুঁড়ো যোগ করুন এবং ভালোমতো মিশিয়ে নিন। মিশ্রণটি একটি ডো এর মতো হবে। এই প্রক্রিয়াটি খুব দ্রুত করতে হবে, না হলে বি ওয়্যাক্স ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে।

    ৩) এবার, একটি পরিষ্কার পুরোনো খালি লিপ বাম /লিপস্টিকের টিউব নিয়ে, একটি চা চামচের পেছনের দিক দিয়ে মিশ্রনটি টিউবের মধ্যে ভরে নিন। টিউবটি পুরো ভরা হয়ে গেলে এটিকে ১ ঘন্টা ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে টিউবটি ঘুরিয়ে বের করে দেখুন একদম স্টিকের মতো হয়ে গেছে।

    ব্যস, আপনার লিপ স্ক্রাবার স্টিক তৈরি। এটিকে ফ্রিজে সংরক্ষণ করলে ভালো হয়। তবে নরমাল তাপমাত্রায়ও রাখতে পারবেন।

    লিপ স্ক্রাবার স্টিক কিভাবে ব্যবহার করবেন?

    লিপ বামের টিউব থেকে অল্প একটু স্ক্রাবার বের করুন। স্ক্রাবারটি আপনার ঠোঁটে ঘষুন ২-৩ মিনিট। এরপর একটি নরম ভেজা কাপড়ের সাহায্যে মুছে নিন। এই লিপ স্ক্রাবার স্টিকটি আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে ব্যবহার করবেন অথবা লিপস্টিক লাগানোর আগেও এটি ব্যবহার করে নিতে পারবেন। এতে লিপস্টিকের ফিনিশিং অনেক ভালো আসবে। তবে রাতে লিপ স্ক্রাব করার পর লিপবাম লাগিয়ে নিতে ভুলবেন না যেন!

    এই তো ছিল, লিপ স্ক্রাবার স্টিক বানানোর প্রসেস এখনতো চাইলে নিজেই তৈরি করে ফেলতে পারবেন। সুন্দর কোমল ঠোঁটের সাজগোজ হবে এবার আরও বেশি!

    ছবি – পিন্টারেস্ট ডট কম, স্টাইলক্রেজ ডট কম

    4 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort