পোশাকের সাথে সাজসজ্জায় রঙের মেলবন্ধন - Shajgoj

পোশাকের সাথে সাজসজ্জায় রঙের মেলবন্ধন

sanzida tonni

এই রঙের সাথে ঠিক কোন রঙটা যাবে? এরকম দ্বিধায় কপালে কখনোই ভাঁজ পড়েনি, এমন মেয়ে খুঁজে পাওয়া ভার। গুটি কতক মেয়ে পাওয়া যাবে এমন যারা রঙ নিয়ে চিন্তায় পড়েন না, কিছু একটা হলেই চালিয়ে নেন। পোশাকের সাথে লিপস্টিকটা কোন রঙের শেডে হবে, চোখের পাতায় আইশ্যাডো কোন রঙে ভালো দেখাবে, সাজপোশাক নিয়ে সচেতন নারীদের এই এক চিন্তা একটু হলেও থাকেই।

[picture]

Sale • Pigmentation, Color Protection, Hair Color

    পোশাকের রঙের সাথে সাজসজ্জার সামগ্রীর রঙের মিলমিশ করতে মাথার ঘাম পায়ে পড়ছে যাদের, পোশাকের আর সাজগোজের জিনিষে রঙের মেলবন্ধন করতে ভেবে হয়রান হচ্ছেন যারা, চোখ বুলিয়ে নিন সরল কিছু সূত্রে। লিপস্টিক এবং আইশ্যাডোতে ব্যবহৃত প্রধান কয়েকটি রঙ নিয়েই আজকের এই লেখা।

    রাজকীয় লাল-
    লাল রঙটা আভিজাত্য এনে দেয় সাজে, কিন্তু আপনাকে কতোটা মানাচ্ছে, আদৌ মানাচ্ছে কিনা সেসব ভেবেই ব্যবহার করুন।  হালকা রঙের পোশাকের সাথে চমৎকার মানিয়ে যায় গাঢ় লাল লিপস্টিক। চাপা সাদা, ঘিয়া, বাসন্তী, বাদামি, সোনালি, হালকা সবুজ বা কালো রঙের পোশাক হলে আপনি নিশ্চিন্তে লাল লিপস্টিক বেছে নিতে পারেন সাজের জন্য।

    তার সাথে চোখে কপার সোনালি, বাদামি, রূপালি বা কালো রঙের আইশ্যাডো মানিয়ে যাবে বেশ। মনে রাখবেন, খুব উৎকট সাজসজ্জা পছন্দ না করেন যদি, তবে গাঢ় গোলাপি, গাঢ় নীল এসব রঙের পোশাকের সাথে লিপস্টিকে লাল রঙটা কখনোই ব্যবহার করবেন না। দেখতে ভালো লাগবে না সেটা। আবার লাল লিপস্টিকের সাথে গোলাপি রঙের আইশ্যাডো মানানসই নয়, মাথায় রাখুন সেটাও। খুব বেশি নকশাদার শাড়ি বা সালোয়ার-কামিজ পরলে লিপস্টিকে লাল রঙের কোন হালকা শেড বেছে নিন, টকটকে লালটা এড়িয়ে যান। পোশাকের ঘন কাজের জন্য সাজের গাঢ় রঙ ভালো নাও দেখাতে পারে।

    মিষ্টি গোলাপি-
    গোলাপি রঙটা সবসময়ই মিষ্টি একটা রঙ। প্রায় সবার কাছেই এই রঙের একটা লিপস্টিকের খোঁজ মিলবে। তবুও কেমন রঙের পোশাকের সাথে রঙটা মানাবে আর কোন পোশাকে এটা একদম মানাবে না, তা নিয়ে চিন্তায় থাকেন অনেকেই। হলুদ, নীল বা সবুজ রঙের পোশাকের সাথে সবচেয়ে মানানসই একটা রঙ হলো এই গোলাপি রঙ। নীল রঙটা এমন এক রঙ যার সাথে ঠোঁট আর চোখ সাজাতে গিয়ে ঝামেলায় পড়েন অনেক মেয়েরা। কোন রঙই যেনো ভালো মতন ফুটে না প্রিয় নীল শাড়িটার সাথে। বেশি না ভেবে হালকা গোলাপি লিপস্টিকেই সাজিয়ে নিন নিজেকে, খারাপ লাগবে না কখনোই। চোখ আঁকুন ছাই বা রূপালি রঙে, অথবা গোলাপিরই আর কোন শেডে। সবুজ পোশাকের জন্য গোলাপি রঙের যেকোন শেডই ব্যবহার করতে পারেন। হলুদ রঙের পোশাকের সাথে গাঢ় গোলাপি লিপস্টিক মানিয়ে যায় সহজেই। শুভ্র সাদা পোশাকের সাথেও গোলাপি লিপস্টিক আদর্শ। হালকা রঙের পোশাকের সাথে যখন গোলাপি লিপস্টিক ব্যবহার করছেন, তখন কালোর পরশে স্মোকি আই লুকটা মানিয়ে যাবে আপনাকে।

    স্নিগ্ধ বাদামি-
    বেশি সুবিধাজনক রঙগুলোর মাঝে অন্যতম রঙ এই বাদামি। প্রায় সব রঙের পোশাকের সাথে মানিয়ে যাবে বাদামি শেডের লিপস্টিক, বা আইশ্যাডোও। বিশেষ করে কালো, গাঢ় নীল, লালচে কমলা রঙের পোশাকের সাথে এমন বাদামি ধাঁচের সাজ আদর্শ। বাদামির যেকোন শেডে লিপস্টিক বেছে নিলে কালো বা ছাই রঙের শ্যাডো ব্যবহার করতে পারেন চোখে। মানিয়ে যাবে ভালো।

    এই কয়েকটি রঙ নিয়ে মনে যা দ্বিধা ছিলো খানিকটা হলেও দূর হয়েছে নিশ্চয়। এই কথাগুলো মাথায় রেখে নিজেই নির্ধারণ করুন নিজের সাজ।

    মডেল – সানজিদা তন্বী

    ছবি – তানভির

    লিখেছেন –   মুমতাহীনা মাহবুব

    7 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort