“কোনো মেকআপ প্রোডাক্ট ব্যবহার করলেই আমার স্কিনে ইরিটেশন, একনে দেখা দেয়”- এরকম সমস্যা কিন্তু আমরা অনেকের কাছ থেকেই শুনে থাকি। যদি আপনার স্কিন কন্ডিশন সেনসিটিভ হয়ে থাকে, তাহলে আপনি এই সমস্যার সম্মুখীন হতে পারেন। অনেকেই মনে করেন সেনসিটিভ স্কিনে মেকআপ করাই যাবে না! আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা কিছু ইজি ও সিম্পল টিপস ফলো করার মাধ্যমে সেনসিটিভ স্কিনকে ইরিটেট না করেই পারফেক্ট মেকআপ লুক পেতে পারি। আজকের ফিচারে থাকছে এ সম্পর্কে বিস্তারিত।
কীভাবে বুঝবেন আপনার স্কিন সেনসিটিভ?
প্রথমেই সেনসিটিভ স্কিন কী, সেটা নিয়ে আমাদের জানতে হবে। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের মেকআপ বা স্কিনকেয়ার প্রোডাক্টস ব্যবহার করে থাকি। সেনসিটিভ স্কিন হলো একটি স্কিন কনসার্ন যার কারণে বিভিন্ন বিউটি প্রোডাক্ট ব্যবহারের ফলে স্কিনে বিভিন্ন রকম পার্শ্বপ্রতিক্রিয়া, যেমন: লালচে ভাব, ব্রণ, র্যাশ, অ্যালার্জি অথবা ইচিনেস দেখা দেয়। এছাড়াও ধুলাবালি, কড়া রোদ ইত্যাদির সংস্পর্শে আসলেও সেনসিটিভ স্কিনে একই প্রতিক্রিয়া হয়ে থাকে।
এখন প্রশ্ন হলো স্কিন কেন সেনসিটিভ হয়ে যায়? ড্যামেজড স্কিন ব্যারিয়ার, ক্ষতিকর কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করা, অতিরিক্ত এক্সফোলিয়েশন, পল্যুশন, ওয়েদার, হরমোনাল ইমব্যালেন্স ইত্যাদির কারণে আমাদের স্কিন সেনসিটিভ হয়ে যেতে পারে। যার ফলে মেকআপ বা স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহারে স্কিন রিয়্যাক্ট করে।
সেনসিটিভ স্কিনে মেকআপ ও কিছু ইফেক্টিভ টিপস
সেনসিটিভ হলে অল্পতেই স্কিনে ইরিটেশন তৈরি হয়। আমরা যদি কিছু ছোট ছোট টিপস ফলো করে মেকআপ করি, তাহলেই কিন্তু খুব ইজিলি আমাদের পছন্দের মেকআপ লুক পেতে পারি। তাহলে চলুন জেনে নেই কিছু মেকআপ টিপস যা আমাদের সেনসিটিভ স্কিনের জন্য কার্যকরী ফলাফল দিতে পারে।
সঠিক মেকআপ প্রোডাক্ট সিলেকশন
সঠিক ফর্মুলার মেকআপ প্রোডাক্ট সিলেকশন সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কেননা ভুল প্রোডাক্ট সিলেকশন সেনসিটিভ স্কিনে নানারকম কমপ্লিকেশন সৃষ্টির পাশাপাশি ড্যামেজের কারণ হতে পারে। সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে অবশ্যই অ্যালকোহল ও ফ্রেগ্রেন্স ফ্রি মেকআপ প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। কেননা এই উপাদানগুলো সাধারণত স্কিনের সেনসিটিভিটিকে ট্রিগার করে। খেয়াল রাখতে হবে এই প্রোডাক্টগুলো যেন অবশ্যই নন কমেডোজেনিক হয়।
নতুন প্রোডাক্ট ব্যবহারের আগে প্যাচ টেস্ট
সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে নতুন প্রোডাক্ট ব্যবহারে রিঅ্যাকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই যেকোনো নতুন প্রোডাক্ট ফেইসে ব্যবহারের পূর্বে আমাদেরকে অবশ্যই প্যাচ টেস্ট করে নিতে হবে। এর জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আমাদের কানের পেছনের অংশে অ্যাপ্লাই করে রাখতে হবে কিছুটা সময়। যদি ব্যবহারের পরবর্তী ২৪ ঘণ্টায় কোনোরকম রিঅ্যাকশন দেখা না দেয়, তাহলে বুঝে নিতে হবে প্রোডাক্টটি স্কিনের জন্য নিরাপদ।
জেন্টল ক্লেনজার ব্যবহার
মেকআপ করার আগে স্কিন সঠিকভাবে ক্লিন করা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে স্কিন প্রোপারলি ক্লিন না করে মেকআপ প্রোডাক্ট ব্যবহার করলে দেখা দিতে পারে ইরিটেশন। পি এইচ ব্যালেন্সড সোপ ফ্রি ক্লেনজার বেছে নিতে হবে।
ময়েশ্চারাইজার অ্যাপ্লাই
স্কিন প্রোপারলি ক্লিন করে নেওয়ার পরেই কিন্ত আপনার স্কিন মেকআপ অ্যাপ্লাই করার জন্য রেডি হয়নি! মেকআপ এর আগে স্কিনকে প্রোপারলি ময়েশ্চারাইজড করে নিতে হবে। সেরামাইড যুক্ত ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারেন। আপনার স্কিন যদি ভালোভাবে ময়েশ্চারাইজড থাকে তাহলে একটি স্মুথ মেকআপ বেইজ তো পাবেনই, পাশাপাশি স্কিনে সম্ভাব্য ইরিটেশনের রিস্কও কিন্তু কমে যায়!
সানস্ক্রিন অ্যাপ্লাই
সেনসিটিভ স্কিনের ব্যারিয়ার সাধারণত কিছুটা দুর্বল হয়ে থাকে। তাই সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি ত্বকের আরো ক্ষতি করতে পারে। ডে টাইমে মেকআপের আগে সানস্ক্রিন কিন্তু স্কিপ করা যাবে না। সেনসিটিভ স্কিনের জন্য মিনারেল সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে।
মেকআপ টুলস রেগুলার ক্লিন করা
যদি আমরা মেকআপ টুলগুলোর ক্ষেত্রে প্রোপার হাইজিন এনশিওর না করতে পারি, তাহলে কিন্তু আমরা স্কিনকে প্রোটেক্ট করতে পারবো না। সেনসিটিভ স্কিনে মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে মেকআপ টুলস প্রোপারলি ক্লিন আছে কিনা তা দেখে নেওয়া অত্যন্ত জরুরি। কেননা সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে নোংরা মেকআপ ব্রাশ বা বিউটি ব্লেন্ডার থেকে হতে পারে ব্যাকটেরিয়াল কন্টামিনেশন, যা স্কিনকে ইরিটেট করতে পারে। তাই অবশ্যই ডেইলি বেসিসে আমাদের মেকআপ টুলস ক্লিন করতে হবে এবং সেগুলো সঠিকভাবে সংরক্ষণ করতে হবে।
প্রোপারলি মেকআপ রিমুভ করা
মেকআপ যেভাবে আমাদের ন্যাচারাল ফেইস ফিচারস এনহ্যান্স করে, ঠিক সেভাবেই মেকআপ থেকে কিন্তু আমাদের স্কিন ড্যামেজও হতে পারে, যদি আমরা প্রোপারলি মেকআপ রিমুভ না করি। স্কিনকে হেলদি রাখতে অবশ্যই স্কিন থেকে মেকআপ সঠিকভাবে রিমুভ করা জরুরি। বিশেষ করে সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে দীর্ঘ সময় মেকআপ নিয়ে থাকার পর যদি ঠিকমতো মেকআপ রিমুভ করা না হয়, তাহলে স্কিনে ব্রেকআউট দেখা দিতে পারে সহজেই। তাই সেনসিটিভ স্কিনে মেকআপ অ্যাপ্লাই করলে তা অবশ্যই সঠিকভাবে রিমুভ করতে হবে। এক্ষেত্রে ডাবল ক্লেনজিং কিন্তু মাস্ট! প্রথম ধাপে নিজের পছন্দের অয়েল ক্লেনজার বা মাইসেলার ওয়াটার বা ক্লেনজিং বাম বেছে নিতে পারেন। তারপর রেগুলার ওয়াটার বেইজড ক্লেনজার দিয়ে ফেইস ভালোভাবে ক্লিন করে নিন। সেনসিটিভ স্কিনের জন্য স্পেশালি ফর্মুলেটেড প্রোডাক্ট রেঞ্জ এখন অ্যাভেলেইবল, সেগুলো চুজ করতে পারেন।
আশা করি, সেনসিটিভ স্কিনে মেকআপ করবেন কিনা তা নিয়ে আর ভাবতে হবে না। আসলে আপনি কীভাবে মেকআপ করবেন বা করবেন কিনা, তা পুরোটাই আপনার পারসোনাল প্রিফারেন্স। তবে যদি সেনসিটিভ স্কিন হয়ে থাকে, তাহলে এই টিপসগুলো ফলো করে মেকআপ করলে স্কিন ইরিটেটেড হবে না। অথেনটিক প্রোডাক্টস পারচেজ করার জন্য সাজগোজ হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। তাই ভিজিট করুন সাজগোজের ওয়েবসাইট, অ্যাপ বা ফিজিক্যাল স্টোরে। অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ণ মল্লিকা, ওয়ারীর র্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ারে এবং চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।
লেখা- নূরী শাহারীন
ছবি- সাজগোজ