২০০০ টাকার মধ্যে সবগুলো মেক-আপ !!!! - Shajgoj

২০০০ টাকার মধ্যে সবগুলো মেক-আপ !!!!

make up

মেক আপ করতে কে না ভালোবাসে? সব মেয়েই কম বেশি মেক আপ করে থাকে এবং সব সময়ই চায় একটু কম দামের মধ্যে ভালো প্রসাধনী পেতে; যা কিনা হাতের কাছেই পাওয়া যাবে। তাদের কথা চিন্তা করেই আজকের এই লেখাটি। কেননা সব সময় বা সবারই সামর্থ্য থাকে না ২০০০-৩০০০ টাকা খরচ করে কেবল মাত্র ১টা প্রসাধনী কেনার। তাই একটা কমপ্লিট মেক ওভার করতে যা যা প্রসাধনী প্রয়োজন তার সবই থাকছে এই আর্টিকেলে এবং সবচেয়ে মজার ব্যপার হলো সবকটি পণ্য আপনি কিনতে পাবেন আমাদের দেশীয় মার্কেট গুলোতে এবং মাত্র ২০০০ টাকার মধ্যে। কী? হলো না এবার সাধ ও সাধ্যের সমন্বয়? তবে আর দেরি কেন, চলুন একে একে দেখি নিই সম্পূর্ণ একটি মেক -আপ নিতে আপনার কী কী প্রসাধনী লাগছে এবং তাদের দরদাম।

বিবি ক্রীমঃ
ত্বককে ময়েশ্চারাইজ করে কিছুটা কভারেজ দেবে এমন প্রসাধনী দিয়ে শুরু করা যাক। বিবি ক্রিম এ কাজটি খুব ভালো ভাবে করে থাকে। এটি ব্যবহারের ফলে আপনাকে কয়েকটা জিনিস ব্যবহারের ঝক্কি কমে যাবে নিমিষেই। ময়েশ্চারাইজার, সান ব্লক, প্রাইমার ও ভারী ফাউন্ডশনের পরিবর্তে বেছে নিন একটি বিবি ক্রিম। এই গরম ও তেল চিটচিটে আবহাওয়ার জন্য বিবি ক্রিম আদর্শ, আর এতে হাই SPF থাকার কারণে সান প্রোটেকশনের কাজ ও করে।

Sale • Eye Brush, Skin cafe, Pigmentation

    ১/ পন্ডস বিবি ক্রিম, ৯ গ্রাম-১২৫ টাকা
    ২/গারনিয়ার বিবি ক্রিম,১৮ মিলি.-২০০ টাকা
    কন্সিলারঃ
    অনেকেরই মুখে ব্রণের দাগ ও ডার্ক সার্কেলের সমস্যা থাকে। বিবি ক্রিম এগুলো ঢাকতে পারে না। তদের জন্য রয়েছে কন্সিলার। যাদের এ ধরনের সমস্যা নেই তারা কন্সিলার বাদ দিতে পারেন।

    ১/ লা ফেমি কন্সিলার ১২০-১৫০ টাকা
    ২/ ফ্লোরমার কনসিলার স্টিক-২৭৫ টাকা
    ফেস পাউডারঃ
    বিবি ক্রিম টা কে সেট করে দেওয়ার জন্য প্রয়োজন পড়বে লুজ পাউডারের।

    ১/ল্যাকমে পারফেক্ট র‌ র‌্যাডিয়েন্স মাল্টি মিনারেল স্কিন লাইটেনিং কমপ্যাক্ট SPF ২০ -২০০টাকা
    ২/জ্যাকলিন লুজ পাউডার-২৫০টাকা

    ব্রোঞ্জারঃ
    যারা এই জিনিসটির সাথে এখনো পরিচিত নন তারা ‘সাজগোজ’ থেকে কন্টোরিং বিষয়ক পোস্ট গুলো পড়ে নিতে পারেন। এতে করে ব্রোঞ্জার ব্যবহারের প্রয়োজনীয়তা ও নিয়ম দু টোই জানতে পারবেন। গরম কালের জন্য ডার্ক শেডের প্যান কেক বেছে নিন, ব্রোঞ্জারের পরিবর্তে।

    ১/গোপিনাথ প্যানকেক শেড ২৫
    ৮০-১০০ টাকা
    ২/ কশমিক প্যানকেক
    ১২০-১৩০ টাকা

    ব্লাশারঃ
    ব্লাশ অন এর সঠিক ব্যবহার আপনার সাজে নতুন মাত্রা এনে দিতে পারে। গরমের মেক-আপ এর ক্ষেত্রে গোলাপি, পিচ, বাদামি বা কোরাল কোনো শেড বেছে নিন।

    ১/পেরসনি ব্লাশ, usa-১৫০ টাকা
    ২/জর্ডানা ব্লাশ অন-১৮০ টাকা
    দামের তুলনায় এদের স্মুথনেস ও পিগমেন্টেশন প্রশংসার দাবীদার।

    আই শ্যাডোঃ
    আপনি যদি ব্রাউন শেড বা স্মোকি বা ম্যাট লুক প্রেফার করেন তবে বেছে নিতে পারেন-
    ১/ফ্লোরমার আই শ্যাডো ,P045 অথবা এর অন্যান্য শেড গুলো। দাম-২১০ টাকা
    আর যদি কালারফুল,শিমারি আই মেক-আপ আপনার পছন্দ হয় তবে-
    ২/জ্যাকলিন কোয়াড। দাম-২০০ টাকা

    লিকুইড আইলাইনারঃ
    দামে ও কাজে দু দিক টেক্কা দিতে পারে এমন কিছু লাইনার হলোঃ

    ১/লা ফেমি ১২০-১৫০ টাকা
    ২/জর্ডানা লিকুইড লাইনার ১৮০-২০০ টাকা
    ৩/জ্যাকলিন লাইনার ১৫০-২০০ টাকা
    পেন্সিল লাইনারঃ
    ১/জ্যাকলিন কাজল-৭০ টাকা
    ২/মিস এন্ড মিসেস পেন্সিল ৯০-১০০ টাকা
    ৩/নিয়র আই পেন্সিল ১১০ টাকা
    মাসকারাঃ
    এই জিনিসটি ছাড়া আই মেক-আপ কখনোই পূর্ণ হতে পারে না। কিছু ভালো ও সুলভ মাসকারা হলো-
    ১/গোল্ডেন রোজ মাসকারা-১৯০ টাকা
    ২/জ্যাকলিন মাসকারা-২০০ টাকা । কালো ছাড়াও ওয়াটার, নীল, বেগুনি রঙের মাসকারা রয়েছে তাদের।

    লিপ লাইনারঃ
    ঠোঁটকে সঠিক আউটলাইন দিতে লিপলাইনারের জুড়ি নেই। চলতি কিছু লিপ লাইনার হলোঃ
    ১/জ্যাকলিন লিপ লাইনার ৫০ টাকা
    ২/জর্ডানা লিপ লাইনার ৭০ টাকা

    লিপস্টিকঃ
    পেরসনি, জ্যাকলিন ও জর্ডানাতে রয়েছে কালারফুল লিপস্টিকের ভান্ডার। প্রায় সব রকমের কালার রয়েছে তাদের। এদের পিগমেন্টেশনও খুব ভালো।
    ১/ পেরসনি ১০০ টাকা
    ২/ জ্যাকলিন ১৩০ টাকা
    ৩/জর্ডানা ১৪০ টাকা

    ব্রাশ সেটঃ
    সুপার শপ গুলো থেকে বেছে নিন ছোট্ট একটা ব্রাশ সেট, যেটাতে ৫ টা ব্রাশ থাকে। পাউডার ব্রাশ, আই শ্যাডো ব্রাশ, ব্লেন্ডিং ব্রাশ, ব্রো এন্ড ল্যাশ ব্রাশ, লিপ ব্রাশ; এগুলোই পুরো মেক-আপের জন্য যথেষ্ট।

    ১/বড় সাইজ (৫ টি ব্রাশ) ১২০-১৫০ টাকা
    ২/মিডিয়াম সাইজ(৪ টি ব্রাশ)  ১০০ টাকা

    আজকের লেখায় প্রত্যেকটি প্রসাধনীর অন্তত দুটো করে ভ্যারাইটির দাম জানানোর চেষ্টা করেছি,আপনাদের পছন্দ মত যে কোনটি বেছে নিন। সব গুলো জিনিসই খুব বেশি সহজলভ্য। যে কোন সুপার শপ যেমন আলমাস, প্রিয়, স্বপ্ন, আগোরা, নন্দন,সুফিয়ানা, গাউসিয়া,বসুন্ধরা সিটি সহ সবখানেই পাবেন। তবে আর অপেক্ষা কিসের? করে নিন নিজের মেক-আপ নিজ হাতেই আর প্রোডাক্ট গুলো তো আপনারই।

    লিখেছেনঃ রোজা স্বর্ণা

    ছবিঃ কস্মপারফিউম.ব্লগস্পট.কম

    38 I like it
    3 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort