ছোট বেলায় কম বেশি সবাই হয়ত মার্বেল দিয়ে খেলেছি। না খেললেও মার্বেল চিনি সবাই। আজ সেই মার্বেল দিয়ে সহজেই মার্বেল ক্যান্ডেল হোল্ডার বানানো যায়। ভাবছেন এই যুগে মার্বেল পাবো কোথায়? পাওয়াটা খুবই সহজ। নীলক্ষেতের ঐদিকটায় প্রয়োজনে অপ্রয়োজনে সবাই যায়। ওখানে রাস্তার পাশেই পাবেন। এছাড়াও সাত মসজিদ রোডের আনাম র্যাংগস প্লাজার সামনে পাওয়া যায়। আরও রঙ বেরঙ্গের মার্বেল আছে ওদের ভাণ্ডারে। আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি মার্বেল ক্যান্ডেল হোল্ডার।
প্রয়োজনীয় উপকরণঃ
০১.একই সাইজের মার্বেল
০২.পুরানো CD বা DVD
০৩.সুপার গ্লু
০৪.ছোট মোমবাতি
০৫.একটি বোতল
পদ্ধতিঃ
০১. প্রথমে CDটি পরিষ্কার করে নিন। তারপর CDটির ধার দিয়ে একটি একটি করে মার্বেল আঠা দিয়ে লাগান। খেয়াল রাখবেন একটি মার্বেল সম্পূর্ণভাবে CD এর সাথে লেগে গেলে আরেকটি মার্বেল লাগাবেন। না হলে মার্বেলের পুরো লাইনটি খুলে আসবে। এভাবে CD এর পুরো রাউণ্ডটি মার্বেল দিয়ে ভরে ফেলুন।
০২. প্রথম সার্কেলটি করার পর ২য় টি করার পালা। এবার সার্কেলটির মাঝে একটি বোতল স্থাপন করুন যেন ২য় লাইনটি নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
০৩.এভাবে একটির উপর আরেকটি লাইন করে তিনটি মার্বেলের লাইন বানান। চাইলে আরও বেশি বানাতে পারেন। এরপর মাঝ থেকে বোতল সরিয়ে ফেলুন।
০৪. এবার ছোট্ট একটি মোম এর মাঝে বসিয়ে দিন। মোমের উচ্চতা, মার্বেল ক্যান্ডেল হোল্ডারের উচ্চতার চেয়ে কম হোল্ডারের উচ্চতার চেয়ে কম খাবে। তৈরি হয়ে গেল মার্বেল ক্যান্ডেল হোল্ডার।
রাতের অন্ধকারে মোমটি জ্বালিয়ে দেখুন আপনার ঘরটি কেমন সুন্দর ঝলমল করছে।
লিখেছেনঃ রোজেন
তথ্যসূত্র এবং ছবিঃ ইউজফুলডিআইওয়াই.কম, সোক্রিয়েটিভথিংস.কম