মার্বেল ক্যান্ডেল হোল্ডার - Shajgoj

মার্বেল ক্যান্ডেল হোল্ডার

image05

ছোট বেলায় কম বেশি সবাই হয়ত মার্বেল দিয়ে খেলেছি। না খেললেও মার্বেল চিনি সবাই। আজ সেই মার্বেল দিয়ে সহজেই মার্বেল ক্যান্ডেল হোল্ডার বানানো যায়। ভাবছেন এই যুগে মার্বেল পাবো কোথায়? পাওয়াটা খুবই সহজ। নীলক্ষেতের ঐদিকটায় প্রয়োজনে অপ্রয়োজনে সবাই যায়। ওখানে রাস্তার পাশেই পাবেন। এছাড়াও সাত মসজিদ রোডের আনাম র‌্যাংগস প্লাজার সামনে পাওয়া যায়। আরও রঙ বেরঙ্গের মার্বেল আছে ওদের ভাণ্ডারে। আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি মার্বেল ক্যান্ডেল হোল্ডার।

প্রয়োজনীয় উপকরণঃ

Sale • Dark Circles / Wrinkles, Pigmentation, Color Protection

    ০১.একই সাইজের মার্বেল

    ০২.পুরানো CD বা DVD

    ০৩.সুপার গ্লু

    ০৪.ছোট মোমবাতি

    ০৫.একটি বোতল

    পদ্ধতিঃ

    ০১. প্রথমে CDটি পরিষ্কার করে নিন। তারপর CDটির ধার দিয়ে একটি একটি করে মার্বেল আঠা দিয়ে লাগান। খেয়াল রাখবেন একটি মার্বেল সম্পূর্ণভাবে CD এর সাথে লেগে গেলে আরেকটি মার্বেল লাগাবেন। না হলে মার্বেলের পুরো লাইনটি খুলে আসবে। এভাবে CD এর পুরো রাউণ্ডটি মার্বেল দিয়ে ভরে ফেলুন।

    image01

    ০২. প্রথম সার্কেলটি করার পর ২য় টি করার পালা। এবার সার্কেলটির মাঝে একটি বোতল স্থাপন করুন যেন ২য় লাইনটি নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

    image00

    ০৩.এভাবে একটির উপর আরেকটি লাইন করে তিনটি মার্বেলের লাইন বানান। চাইলে আরও বেশি বানাতে পারেন। এরপর মাঝ থেকে বোতল সরিয়ে ফেলুন।

    image03

    ০৪. এবার ছোট্ট একটি মোম এর মাঝে বসিয়ে দিন। মোমের উচ্চতা, মার্বেল ক্যান্ডেল হোল্ডারের উচ্চতার চেয়ে কম হোল্ডারের উচ্চতার চেয়ে কম খাবে। তৈরি হয়ে গেল মার্বেল ক্যান্ডেল হোল্ডার।

    image02

    রাতের অন্ধকারে মোমটি জ্বালিয়ে দেখুন আপনার ঘরটি কেমন সুন্দর ঝলমল করছে।

    image04

    লিখেছেনঃ রোজেন

    তথ্যসূত্র এবং ছবিঃ ইউজফুলডিআইওয়াই.কম, সোক্রিয়েটিভথিংস.কম

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort