মেছতা বা মেলাজমা প্রায় অনেকেরই দেখা দেয়, এটি বেশ কমন একটি স্কিন প্রবলেম। এটি হলো এক ধরনের হাইপারপিগমেন্টেশন যা সাধারণত আমাদের ফেইসের বিভিন্ন অংশে যেমন- কপালে বা গালের পাশে, নাকের উপর এবং অনেক ক্ষেত্রে শরীরের সান এক্সপোজড এরিয়াতে দেখা দিতে পারে। মেছতা হওয়ার পেছনে বিভিন্ন রকম কারণ থাকতে পারে। কী সেই কারণগুলো এবং কীভাবে মেছতা কমানো যায়, সেটাই জানবো আজকের ভিডিওতে।
SHOP AT SHAJGOJ
আরও প্রোডাক্ট কিনতে ক্লিক করুন- shop.shajgoj.com