ত্বকের যত্ন | দুধ ও মধুর মাস্ক এক কার্যকরী ক্লিনজার! - Shajgoj

ত্বকের যত্ন | দুধ ও মধুর মাস্ক এক কার্যকরী ক্লিনজার!

4fb1d41fc84a9b594ef0c90e95f133e4

আপনার মুখে যদি ব্রণের দাগ থাকে তাহলে আপনার সাজ অনেকখানি ব্যাহত হয় আর কাংক্ষিত লুক পেতে আপনার কষ্ট অনেকখানি বেড়ে যায়। তো এই ব্রণের দাগ বা মুখের অন্যান্য দাগ দূর করার সহজ কিন্তু প্রাকৃতিক একটি উপায় হল, দুধ আর মধুর মাস্ক। এটা আপনার ত্বকের জন্যে অনেক ভালো ক্লিনজারও বটে। 

[picture]

Sale • Lotions & Creams, Masks & Peels, Sheet Mask

    কী আছে দুধ ও মধুতে?

    মধুতে অনেক উপাদান আছে যা ত্বকের শুষ্কতা দূর করে । এই প্রাকৃতিক উপাদানটি ত্বক সজীব রাখে। মধু ও দুধ দুটোতেই আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যা ত্বক গভীরভাবে ক্লিন করতে সাহায্য করে। মধু ত্বকের নষ্ট হয়ে যাওয়া কোষ পুনরুদ্ধার  করে । দুটোই ত্বককে ময়েশ্চারাইজ করে ।

    কীভাবে মধু ও দুধের মাস্ক ব্যবহার করবেন?

    ক্লিনজার হিসেহে মধু আর দুধ

    যা যা লাগবে –

    • ১/২ কাপ দুধ
    • ১/২ কাপ মধু

    কীভাবে তৈরি করবেন?

    (১) দুধ আর মধু একত্রে মিশিয়ে নিন। মিশিয়ে কমপক্ষে ২ মিনিট রাখুন।

    (২) আঙ্গুলে এই মিক্সচার নিয়ে আস্তে আস্তে প্রায় ২ মিনিট ধরে মুখে সমানভাবে লাগান আর এরপর ১০ মিনিট অপেক্ষা করুন।

    (৩) কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

    ফেইস মাস্ক হিসেবে টক দই আর মধু

    যা যা লাগবে – 

    • ১ টেবিল চামচ টক দই
    • ১ টেবিল চামচ খাটি মধু

    কীভাবে তৈরি করবেন?

    ১) টক দই ও মধু একত্রে মিশিয়ে একটু সময় রেখে দিন।

    ২) মুখে সব জায়গায় সমানভাবে এই মাস্ক লাগান। এরপর ১৫ মিনিট এভাবে রেখে দিন ত্বকে।

    ৩) হালকা গরম পানি দিয়ে এবার ধুয়ে ফেলুন।

    দুধ ও মধুর ক্লিনজার ও ফেইস মাস্কের উপকারিতা

    (১)  ত্বক গ্লোইং করে

    দুধ ও মধুর এই মাস্ক আপনার ত্বকে তৎক্ষণাৎ একটি গ্লো দেবে। মধু ও দুধে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান আছে যা শরীরের জন্য ভালো। এই মাস্ক সারাদিন রোঁদে থাকার পর ত্বকে ব্যবহার করলে তা দারুণভাবে  রোঁদে পোড়া ভাব দূর করে।

    (২) নিস্প্রাণ ঠোঁটকে কিউর করে

    শীতের সময়টা ঠোঁটের উপর আবহাওয়ার খুব প্রেসার পড়ে আর ঠোঁট নিস্প্রাণ হয়ে ওঠে। তাই মধু আর দুধের মিশ্রণ নিয়মিত ঠোঁটে লাগালে  ঠোঁট নরম, কোমল আর সজীব থাকে। ঠোঁট ফাটাও এই মিশ্রনে দূর হয় ।

    (৩) ত্বকের দাগ দূর করে

    এই মাস্ক ও ক্লিঞ্জার শুধু ব্রণের দাগ দূর করে তা নয় , এটি চিকেন পক্সের মতো জেদি দাগও দূর করতে সাহায্য করে। প্রতিদিন দুধ ও মধুর এই মাস্ক ব্যবহারে আপনি খুব ভালো ফল পাবেন।

    (৪) ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে

    এটা সত্যি যে মধু আর দুধের এই মাস্ক ত্বকে নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ যেমন দূর হয় তেমনি বয়সের কারণে ত্বকে যে বলিরেখা দেখা যায় তা দূর হয়।

    (৫) আপনার ত্বকে যদি ব্রণ থাকে, তাহলে এই মধু আর দুধের মাস্ক ব্যবহার করুন। এটা ত্বকের ব্রণ তো কমাবেই সাথে ব্রণের লালচে দাগও দূর করবে। শুধু মধুও ব্রণ সারাতে কাজ করে। যদি আরও কার্যকরী ফলাফলের পেতে চান তবে এর সাথে দুধ ব্যবহার  করুন।

    যদি আপনি কখনও ত্বকে মধু ও দুধের মাস্ক ব্যবহার না করে থাকেন তাহলে আজই আপনার লুককে আরও প্রাণবন্ত করতে এই মধু আর দুধের মিশ্রণের মাস্ক বা ক্লিনজার ব্যবহার করুন।

    ছবি – হানি ডট এমডি

      

    17 I like it
    1 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort