অঙ্গে জড়িয়ে থাকুক বাদল দিনের যতো রং! - Shajgoj

অঙ্গে জড়িয়ে থাকুক বাদল দিনের যতো রং!

Exclusive-Monsoon dress

[topbanner]

কদম ফোটার বার্তা নিয়ে বর্ষার আগমন এই হলো বলে। কখনো ঝিরিঝিরি কখনো আবার ঝুম, বৃষ্টির ছাঁটে ভেজা চলছে বেশ কতোদিন হয়েই গেলো। বছরের প্রতিটা আলাদা ঋতুর কিছু বিশেষ রং থাকে, থাকে নিজেদের আলাদা ঘ্রাণ, থাকে নিজস্ব এক রূপ। সেসব আমাদের খুব চেনা হয়ে গেছে। বর্ষারও তেমনি নিজের কিছু রং আছে। সেসব রংয়ে ভরপুর ফুটেছে বৃষ্টি দিনের আমেজ।

Sale • Pigmentation, Color Protection, Hair Color

    সময়ের সাথে মানানসই রংয়ের পোশাকে সাজের ধারা ধরে রাখা মানুষের সংখ্যা কম নয়।  বর্ষার যে রংগুলো পোশাকে ভালো মানাবে সেসব রংয়ের খোঁজখবর নিয়েই কিছু কথা বলা হচ্ছে।

    বাদল দিনের নীল

    নীল রংয়ের বিষাদ হয়, এই কথা সাহিত্য বলে। নীল রংয়ে কিন্তু খুশিও হয়। গাঢ় নীল রংয়ের শাড়িটা বেশ রাজকীয় ভাব তুলে ধরে, আভিজাত্য ফুটে থাকে তাতে, এমন শাড়ি নিজের হলে মন তো খুশি হবেই! বর্ষাকালের মূল রংদের একটি এই নীল। তা হোক যতো গাঢ় বা যতোটাই হালকা, বাদল দিনে যেকোন ঢঙের সাজে নীল রং ষোলআনা মানানসই। এর সাথে বেশ মিলে যায় সাদা রংয়ের নকশা। ছাই রং, হলুদাভ রংয়ের ছোঁয়াও নীল পোশাকের সাথে মন্দ লাগে না। বাদামি রং, চাপা সাদা, সবুজ রংগুলোও চমৎকার মেলবন্ধন তৈরি করে নীল রংয়ের সাথে।

    বৃষ্টিস্নাত আসমানি  রূপ

    আকাশের রংটাকেই মুঠো ভরে তুলে নিয়ে আসা যায় গায়ের পোশাকে। আসমানি রংয়ের কথা হচ্ছে এবার। আকাশি ওড়নায় এক টুকরো আকাশ ধরে রেখে বর্ষার সাজ সম্পূর্ণ হয়ে যাবে। এই রংটা বৃষ্টির আবহ চমৎকারফুটিয়েতোলে।তাই বর্ষার পোশাকে আকাশি রং নিয়ে আসুন ইচ্ছে মতন। আকাশির সাথে ভালো মানায় পিচ রং, কমলা, হলুদ, গোলাপি, হালক সবুজ, পেস্ট রং, ছাই রং এসব। আকাশির সাথে এই রংগুলোর মিশেলে পোশাক হতে পারে বর্ষায় আপনার প্রিয় কিছু।

     [picture]

    মেঘের দল ছাইরঙ্গা

    ছাই রংয়েও বাদলা দিনের আমেজ ভরপুর মেলে। হালকা ছাই রং হোক বা গাঢ় করে সুরমা রং, মানিয়ে যাবে এই ঋতুতে। মেঘের ছবি ফুটিয়ে তুলতে সাদার বা নীলের সাথে দারুণ লাগে ছাই রংয়ের মেলবন্ধন। সিঁদুরে লাল রংয়ের সাথেও চমৎকার মানিয়ে যায় ছাই রংয়ের মিলমিশ।

    আকাশের বেগুনি আভা

    বেগুনির শেডগুলি দারুণ মানায় বাদল দিনের সাজে। সাদার সাথে বেগুনি রংয়ের সমন্বয় কী মিষ্টি লাগে দেখতে! জারুল ফুলের মতন বেগুনি রংয়ের  পাতার সবুজ রংটাও নিয়ে আসুন পোশাকে, মোটেও মন্দ হবে না। উজ্জ্বল হলুদ, কমলা, বাদামি রংয়ের সাথেও বেগুনি রং মেলে ভালো। এমন পোশাকে ঝড়ো আবহাওয়ার সাজসজ্জা বেশ লাগবে।

    কদম ফুলের চাপা হলুদ রূপ

    বৃষ্টির ধারায় সিক্ত হয়ে ফোটে কদম ফুল, বর্ষার এক অনন্য উপহার। প্রকৃতির এই অনন্য রূপকেই অঙ্গে জড়ানো যায় এই ঋতুতে। কদম ফুলের রংয়ের সাথে নীলের শেডগুলোর মিশেল হয় বেশ সুন্দর। লালচে রংয়ের ছোঁয়াও মানিয়ে যায়। খোপায়ও কদম ফুলের সাজ নিয়ে পুর্ণ করুন তবে নিজের সাজ।

     ছবি –  নিউফ্যাশনঅনলেক.ব্লগস্পট.কম

    লিখেছেন – মুমতাহীনা মাহবুব

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort