চিংড়ি খেতে আমরা সবাই-ই কমবেশি পছন্দ করি। এই চিংড়ি দিয়েই চটজলদি তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আমরা আপনাদের দেখাবো। মজাদার এই রেসিপিটি হচ্ছে মটর চিংড়ি ভুনা। খুব সহজেই তৈরি করতে পারবেন সুস্বাদু এই ডিশটি। তো চলুন দেখে নেই কিভাবে তৈরি করবেন মজাদার মটর চিংড়ি ভুনা ।
মটর চিংড়ি ভুনা তৈরির পদ্ধতি
উপকরণ
- মাঝারি চিংড়ি- ১০টি
- মটরশুঁটি- ১ কাপ
- আদা বাটা- ১/২ চা চামচ
- পেঁয়াজ কুঁচি- ১/২ কাপ
- রসুন কুঁচি- ৩ কোয়া
- ক্যাপসিকাম ও টমেটো কুঁচি- ১/২ কাপ
- হলুদ গুড়া- ১/২ চা চামচ
- জিরা গুড়া- ১/২ চা চামচ
- কাঁচা মরিচ কুঁচি- ৪-৫টি
- লবণ- পরিমাণমতো
- তেল- ১/২ কাপ
- ধনেপাতা কুঁচি- পরিবেশনের জন্য
- মরিচ গুড়া- ১/২ চা চামচ
প্রস্তুত প্রণালি
(১) প্রথমে একটি পাত্রে মটরশুঁটি লবণ, হলুদ গুড়া এবং মরিচ গুড়া দিয়ে মাখিয়ে কিছুক্ষন রেখে দিবো।
(২) তারপর একটি প্যানে তেল গরম করে তাতে মটরশুঁটিগুলো অল্প আঁচে ভেজে নিবো। ভাঁজা হয়ে এলে তুলে রাখবো।
(৩) এবার গরম তেলে পেঁয়াজ কুঁচি ও রসুন কুঁচি দিয়ে লাল করে ভেঁজে নিবো।
(৪) ভাঁজা হয়ে গেলে তাতে ক্যাপসিকাম কুঁচি, টমেটো কুঁচি ও কাঁচা মরিচ কুঁচি দিয়ে অল্প আঁচে রান্না করবো।
(৫) টমেটো ও ক্যাপসিকাম গলে গেলে তাতে আদা বাটা, হলুদ গুড়া, জিরা গুড়া ও লবণ দিয়ে ঢেকে দিবো এবং অল্প আঁচে কষিয়ে নিতে হবে।
(৬) কষানো হলে তাতে চিংড়ি দিয়ে একটু পানি দিতে হবে এবং ৫-৬ মিনিট রান্না করতে হবে।
(৭) পানি একটু কমে এলে তাতে ভেঁজে রাখা মটর দিয়ে আরও ৪-৫ মিনিট রান্না করতে হবে।
(৮) মাখা মাখা হলে ধনেপাতা দিয়ে পরিবেশন করুন
এইতো হয়ে গেলো মজাদার মটর চিংড়ি ভুনা। খুব সহজে রান্না করে গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন সুস্বাদু মটর চিংড়ি ভুনা।
ছবি- সংগৃহীত: মেডিটেরাশিয়ান.কম