মাটন বিরিয়ানি - Shajgoj

মাটন বিরিয়ানি

maxresdefault (1)

যেকোন ধরনের সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার মাটন বিরিয়ানি । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে ।

উপকরণ

Sale • Talcum Powder, Loose Powder
    • খাসির মাংস ১ কেজি
    • বাসমতী বা পোলাওয়ের চাল আধা কেজি
    • আলু ৪/৫ টি
    • পেঁয়াজ কুঁচি আধা কাপ
    • আদা বাটা ১ টেবিল চামচ
    • রসুন বাটা১ টেবিল চামচ
    • জিরা গুড়া ১ চা চামচ
    • ধনিয়া গুড়া আধা চা চামচ
    • কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ
    • গোল মরিচ গুড়া আধা চা চামচ
    • জয়ত্রী হাফ চা চামচ
    • জয়ফল এক চিমটি
    • বাদাম বাটা ১ টেবিল চামচ
    • আস্ত গরম মশলা (লবঙ্গ ৩ টা, সাদা এলাচ ৪ টা, দারুচিনি ৩-৪ টুকরা )
    • লবন পরিমান মত
    • চিনি ১ চা চামচ
    • কিসমিস
    • দুধ এক কাপ
    • আস্ত কাঁচা মরিচ ৫-৬ টি
    • তেল ১ কাপ
    • ঘি ১ টেবিল চামচ (ঘি না থাকলে নাই)
    • গরম পানি

    [picture]

    প্রণালী

    (১) চাল ধুয়ে পানি ঝড়িয়ে রাখুন।

    (২) আলু ছিলে হাফ সিদ্ধ করে সামান্য তেলে আলুগুলোকে ভেজে রাখতে হবে। কিছু পেঁয়াজের বেরেস্তা করে রেখে দিন ।

    (৩) মাংস ধুয়ে পানি ঝড়িয়ে একটি পাত্রে নিয়ে আদা ,রসুন, জিরা, লবন, মরিচ বাটা, গোল মরিচ গুড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে ১ ঘন্টা রেখে দিতে হবে ।

    (৩) একটি পাত্রে তেল দিয়ে চুলায় দিতে হবে । তেল গরম হলেপেঁয়াজ কুঁচি দিয়ে হালকা ভেজে তার  মধ্যে  মাংস দিয়ে দিতে হবে । এবার গরম মশলা দিয়ে মাংস কষাতে হবে । মাংস কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে দেকে দিতে হবে ।

    (৪) মাংস সিদ্ধ হয়ে গেলে বাদাম বাটা, জয়ত্রি ও জয়ফল দিয়ে দিতে হবে । মাংসের ঝোল শুকিয়ে আসলে লবন চেক করে নামিয়ে ঢেকে রাখতে হবে ।

    (৫) যে পাত্রে বিরিয়ানী রান্না করেবেন তাতে ঘি বা তেল দিয়ে গরম হলে গরম মশলা ও চাল দিয়ে ভেজে নিন । এবার আস্ত কাঁচা মরিচ ও কিসমিস দিয়ে চাল ভালোভাবে ভেজে নিয়ে গরম দুধ, চিনি, লবন ও পানি দিয়ে ঢেকে দিতে হবে ।

    (৬) পানি শুকিয়ে আসলে চাল ফুটেছে কিনা তা চেক করতে হবে । চাল ফুটে গেলে আর ঢেকে দিতে হবে না । এখন চুলা একদম কমিয়ে দিতে হবে । মাংস পোলাওয়ের সাথে মিশিয়ে দিতে হবে ।

    (৭) এবার লবন চেক করে দেখে লাগলে দিয়ে আর একটু নেড়ে দিয়ে উপরে পেয়াজ বেরেস্তা দিয়ে দমে রাখতে হবে ।

    ছবি – ইউটিউব
    রেসিপি- আফরুজা শিল্পী

    1 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort