উৎসবের রাতের জমকালো সাজ - Shajgoj

উৎসবের রাতের জমকালো সাজ

toma3

স্টেপ বাই স্টেপঃ

১। প্রথমে চোখের বাইরের দিকের কর্নার থেকে ভ্রুর শেষ অংশ পর্যন্ত কোণাকুণিভাবে এক টুকরো স্কচ টেপ লাগিয়ে নিন। এরপর আপনার পছন্দের যেকোনো আই প্রাইমার পুরো  চোখ জুড়ে লাগিয়ে নিন।

Sale • Pigmentation, Color Protection, Tinted Moisturizer

    ২। এবারে একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ক্রিজ এরিয়াতে একটি হালকা বাদামি রঙ এর আইশ্যাডো লাগিয়ে ভালো ভাবে ব্লেন্ড করে নিন।

    [picture]

    ৩। এখন একটি হালকা কমলা রঙ এর আইশ্যাডো নিয়ে ক্রিজ এরিয়াতে আবারও ব্লেন্ড করুন।

    ৪। খুব সামান্য পরিমাণ ডার্ক কোকো রঙয়ের একটি আইশ্যাডো নিয়ে একটি পেন্সিল ব্রাশের সাহায্যে ক্রিজ এরিয়াটি কে ডার্ক করে নিন।

    t1

    ৫। এরপর গাঢ় বেগুনি রঙয়ের একটি আইশ্যাডো নিয়ে ক্রিজ এরিয়ার বাইরের দিকের অংশে ব্লেন্ড করে নিন।

    ৬। এবারে একটি ডার্ক কালারের আইশ্যাডো বেস চোখের মাঝখানের অংশে লাগিয়ে নিন। আমি এখানে NYX Jumbo Eye Pencil- Dark brown ব্যবহার করেছি।

    ৭। আইশ্যাডো বেস টি ভালো ভাবে ক্রিজ কালারের সাথে ব্লেন্ড করে নিয়ে এখন এর উপর আমরা আমাদের মেইন আইশ্যাডো কালারটি লাগিয়ে নিব। আমি এখানে Prestige total intensity eyeshadow- Hocus pocus ব্যবহার করেছি।

    t2

    ৮। এবারে কালো রঙের একটি আইশ্যাডো নিয়ে চোখের বাইরের দিকের কর্নারে  গাঢ় করে লাগিয়ে নিন।

    ৯। কালো রঙটিকে  ব্লেন্ডিং ব্যাশের সাহায্যে ব্লেন্ড করে উপরের দিকে ক্রিজে মিশিয়ে দিন।

    ১০। সবশেষে ভ্রুর নিচের অংশে হোয়াইট গোল্ড কালারের আইশ্যাডো দিয়ে হাইলাইট করে নিন।

    t3

    এরপর চটজলদি আইলাইনার আর মাসকারা লাগিয়ে নিন এবং আপনি যদি আপনার চোখকে আর আকর্ষণীয় দেখাতে চান তবে একজোড়া ফলস আইল্যাস পরে ফেলুন। ব্যাস হয়ে গেল ঈদের রাতের জমকালো সাজ।

    t4

    যা যা ব্যবহার করেছিঃ

    NYX Jumbo Eye Pencil- Dark brown.

    Light brown, light orange & purple colors from : Shany cosmetics 120 color eyeshadow pallete.

    Dark cocoa color : Jordana bulsh ( cocoa )

    Prestige total intensity eyeshadow: Hocus pocus.

    Golden rose liquid eye liner.

    L’oreal voluminous carbon black mascara.

    Ioni false lash.

    Revlon colorburst lipstick ( soft nude ), Jackelin lipstick ( medium brown )

    আশা করি লেখাটি ঈদের মেক-আপ করতে কাজে আসবে। কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা।

    লিখেছেনঃ তমা আলম

    ছবিঃ Blog: tamzzzzzz.blogspot.com,  Fb:  Saju Guju.

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort