রঙ্গের মেলায় ফুলের মাঝে ফুটুক আপনার বৈশাখী সাজ - Shajgoj

রঙ্গের মেলায় ফুলের মাঝে ফুটুক আপনার বৈশাখী সাজ

10400332_914755991971568_1492245827974971737_n

বৈশাখী সাজে ফুল একটি অবিচ্ছেদ্য অংশ। শাড়ির সাথে ফুল থাকবে না এটা হতেই পারে না। আজকাল তো ফুলের সাজ শাড়ি পেরিয়ে সালওয়ার কামিজ, ফতুয়া টপস সবকিছুতেই ভর করেছে। ফুলের সাথে বৈশাখের তাই আজন্ম মাখামাখি। বৈশাখ বরণের এই আয়োজনে বাঙালি নারীর সব পোশাকের সাথেই রঙ্গিন ফুল আমাদের লাগবেই। তাই আসুন জেনে নিই, কোন ফুল কীভাবে ব্যবহার করলে আপনাকে আরও একটু মহনীয় আরও একটু প্রানবন্ত লাগবে দিনভর।

[picture]

Sale • Color Protection, Day/Night Cream, Straight

    বৈশাখ মানেই রোদ্দুর । প্রচণ্ড রোদ্দুর ।তাই সারাদিন ঘোরাঘুরি করতে করতে আমরা প্রচুর ঘেমে যাই। আমাদের তাজা ফুল ম্লান হয়ে পড়ে। আমরা ক্লান্ত হয়ে পড়ি। তাই বৈশাখী সাঝে প্রথম যে বিষয়টি মনে রাখতে হবে তা হল আমাদের সাজের সাথে শরীরের আরাম নিশ্চিত করা। আর আপনি আরামে থাকলেই আপনার সাজও দেখবেন অটুট থাকবে অনেক বেশী সময়।

    প্রথমেই আসি লম্বা চুলের কথায়। শাড়ীর সাথে খোলা চুলে ফুলের সাজ-এর কোন তুলনাই হয় না। কিন্তু সারাদিন আপনি চুল খোলা রাখলে আপনি আরাম পাবেন না। চুল পেঁচিয়ে এলোমেলো হবে। বেশী ঘামও হবে। তাই লম্বা চুলে একটি এলো খোঁপা করতে পারেন । করতে পারেন হাত খোঁপা বা ফ্রেঞ্ছ খোঁপা বা বেনুনি। আর তাতেই সাজিয়ে দেন আপনার শাড়ি বা পোশাকের রঙের সাথে মিলিয়ে কিছু ফুল সে যে ফুলই হোক । বেণীতে অর্কিড, জারবেরা খুব ভাল লাগে। বেণীর ভাজে ভাজে গোলাপ লাগিয়ে দিলে আপনি হয়ে উঠবেন সবার থেকে আলাদা। আর দিনভর সৌরভও ঘিরে থাকবে আপনাকে। গাজরা দিয়ে বেণী  পেঁচিয়ে দেয়া তো আমাদের বাঙালি নারীর সেই পুরনো অভ্যাস।

    যাদের চুল ছোট তারা কিন্তু  চুল খুলে একপাশে আপনার পছন্দের ফুল লাগিয়ে রাখতে পারবেন সারাদিন।

    গাজরা, রজনীগন্ধা বা বেলি ফুলের মালা, রজনিগন্ধা আর গোলাপের মিস্রনে গাঁথা মালা আর জিপসি আর ছোট গোলাপ দিয়ে বানানো চক্রাকার মাথার বেষ্টনী সবচেয়ে বেশী চলে পহেলা বৈশাখে । একটু ভিন্নতা আনতে আপনি কিন্তু আপনার লাল শাড়িটির সাথে আপনার মাথায় গুঁজে দিতে পারেন শিমুল, কৃষ্ণচূড়া বা পলাশ ফুল।

    আপনার ছোট মেয়েটিকে কিন্তু এই ফুলের বৈশাখী সাজ থেকে বঞ্চিত করবেন না কোনভাবেই। তাকেও আপনি আপনার মতো করে ফুল দিয়ে ফুল কলি বানিয়ে দিতে পারেন। চুল লম্বা হলে খোঁপা বেধে বা বেণী করে বেলি ফুলের মালা জড়িয়ে দিন। এটি হালকা তাই তার জন্য ভারী লাগবে না। বাচ্চাদের ফুলের সাজে মনে রাখবেন ফুল যেন তার জন্য ভারী হয়ে না ওঠে। ফুল বেশী হলে সে বইতে পারবে না, এলোমেলো করতে চাইবে যা আপনার ও তার দুজনের জন্যই অসস্তিকর। তবে হ্যাঁ আরেকটি বিষয় -অনেক বাচ্চার কিন্তু ফুলের রেনুতে অ্যালার্জি থাকে। আপনার বাচ্চার আছে কি না খেয়াল করবেন।

    আপনার বাচ্চাদের সে ছেলে কিংবা মেয়ে যাই হোক, হাতে কিন্তু সুন্দর একটি বেলি ফুলের মালা পেঁচিয়ে রাখতে পারেন ।

    বৈশাখের দিন ফুল কেনা বেশ কষ্টসাধ্য আবার দামও অনেক বেশী থাকে। তাই আপনার পরিবারের সবার সুবিধার জন্য আগের দিন রাতে ফুল কিনতে পারেন পছন্দনীয় । গোলাপ, রজনিগন্ধা ডাটা সহ কিনে ডালটি একটু চিনির পানিতে ভিজিয়ে রাখবেন সারা রাত। দেখবেন অনেক বেশী সতেজ থাকবে। আর মালা বা গাজরা পলিথিনে ডাণ্ডা স্থানে রাখুন। ভাল থাকবে। সকালে খোঁপায় বা বেণীতে অথবা আপনার ঝলমলে মসৃণ চুলে সাজান ফুলের ডালা। বেরিয়ে পড়ুন সাবাইকে নিয়ে হোক না সে মা বাবা, ভাই, বোন বন্ধু , মনের মানুষ বা অন্য কেউ।

    লিখেছেন – রোকসানা আকতার

    মডেল – নুরিয়া জাহান কেয়া

    ছবি – সাজগোজ

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort