কাগজের পাখা - Shajgoj

কাগজের পাখা

1

দিনে দিনে গরমের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে লোডশেডিং। এই অসহনীয় গরমে আপনার শরীরে শান্তির পরশ বুলিয়ে দিতে পারে হাত পাখা। প্রচলিত বাঁশ বা কাপড়ের পাখা আকৃতির কারণে বহন করা কষ্টসাধ্য ও শহুরে জীবনে কিছুটা দৃষ্টিকটুও বটে। যে কোন জায়গায় সহজে বহন করতে পারেন একমাত্র কাগজের পাখা। আজ আপনাদের শেখাব কাগজের হাত পাখা তৈরির কৌশল।

যা যা লাগবেঃ

Sale • Split Ends, Dry & Frizzy Hair, Hairfall & Thinning

    ১। রঙ্গিন কাগজ

    ২। আইকা

    ৩। চুল বাঁধার রাবার ব্যান্ড

    ৪। বাঁশের কাঠি

    ৫। কাঁচি

    2

    প্রথমে পাখার উচ্চতা যতটুকু চান সেটির উপর নির্ভর করে কাগজ বা শিট কেটে নিন। একটু মোটা কাগজ হলে দীর্ঘদিন টিকবে। পুরো কাগজটিকে চিত্রের ন্যায় লম্বালম্বি ভাঁজ দিন। মনে রাখতে হবে প্রতিটি ভাঁজ যেন পরষ্পর সমান হয়।

    3

    এবার দুটির বাঁশের কাঠির দুই প্রান্ত চুল বাঁধায় ব্যবহৃত রাবার ব্যান্ড দিয়ে বেঁধে ফেলুন। ভাঁজ করা কাগজটির দুই প্রান্তের সাথে বাঁশের কাঠি দুটি আইকার সাহায্যে সংযুক্ত করে দিন। ব্যাস ঝটপট তৈরি হয়ে গেল অসাধারণ একটি হাত পাখা। বাতাস খেয়ে মন প্রাণ জুড়িয়ে এলে একে ভাঁজ করে ব্যাগে পুরে নিতে পারেন অনায়াসে।

    4

    লিখেছেনঃ জান্নাতুল সাদিয়া

    ছবি এবং সূত্র: ক্রোকোটেক.কম

    6 I like it
    6 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort