উৎসবে প্রিয়জনকে উপহার দিতে আমরা সবাই ভালোবাসি। জুয়েলারী বা যে কোনও ছোট-খাট জিনিস উপহার দেয়ার জন্য আজ একটি আর্কষণীয় গিফট বক্স তৈরি শেখাব আপনাদের। একে চাইলে বাড়ির ডেকোরেশনের কাজেও লাগাতে পারেন।
যা যা লাগবেঃ
১/ মোটা কাগজ বা আর্ট পেপার
২/ কাঁচি
৩/ পাঞ্চ মেশিন
৪/ ফিতা বা রিবন
৫/ কলম
যা করতে হবেঃ
এক টুকরো কাগজ নিন, কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থে সমান হতে হবে।
কাগজটিকে চার ভাঁজ করুন, চিত্রের ন্যায় কলমের সাহায্যে অংকন করুন এবং কাঁচির সাহায্যে কাটুন।
কাগজের অপর পিঠে চিত্রের অনুরুপ ত্রিভুজ আঁকুন। প্রতি ত্রিভুজের অগ্রভাগে পাঞ্চ মেশিন দিয়ে ছিদ্র করে নিন।
এখন ত্রিভুজ বরাবর (ভেতরের দিকে) কাগজ ভাঁজ করুন।
ফলে চারটি ত্রিভুজ এক বিন্দুতে মিলিত হবে। একটি অসাধারণ বক্স তৈরি হবে। বক্সের তল হবে চর্তুভুজ আকৃতির। এখন ত্রিভুজের অগ্রভাগে করা ছিদ্রে ফিতা ঢুকিয়ে বেঁধে নিন।
ব্যাস তৈরিহয়ে গেল অসাধারণ একটি গিফট বক্স।
লিখেছেনঃ জান্নাতুল সাদিয়া
ছবি এবং সূত্রঃ লাইনঅ্যাক্রস.কম