[topbanner]
আজ আমরা যে সেলাই শিখব সেটা মুলত একটি চাইনিজ সেলাই। সেলাইটি পেকিনিজ স্টিচ নামে পরিচিত। পেকিনিজ স্টীচ জানতে প্রথমেই আমদের জানতে হবে খুব সহজ একটি সেলাই তা হল ব্যাক স্টিচ। এই ব্যাক স্টিচকে ঘিরেই বাহারি রংয়ের সুতোর প্যাঁচই এই সেলাইয়ের সৌন্দর্য বাড়িয়ে দেয়।
Sale • Sheet Mask, Hair Mask, Nail Art Kits
[picture]
আচ্ছা, আমরা কমবেশি সবাই ব্যাক স্টিচ পারি! যদি না পারেন তাতে সমস্যা নেই। নিচের দেয়া ছবিগুলো দেখে ট্রাই করুন দেখবেন নিজেই পেরে গেছেন। একটা টিপস দিয়ে দেই তা হল, প্রথম ৩ টি ধাপে আপনি ব্যাক স্টিচ শিখে যাবেন। এরপর শুরু হবে পেকিনিজ স্টিচ বা সুত প্যাঁচানোর পালা, এই সময় মনে রাখবেন সুঁই সুতোর নিচ দিয়ে এবং উপর দিয়ে পেঁচাবেন সুঁই কিন্তু এই পর্যায়ে কাপড় ভেদ করবে না।
ছবি – রক্সি.অর্গ