দারুণ একটি মেকাপ লুকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিখুঁত বেইজ মেকাপ। কিন্তু এই বেইজ মেকাপেই কিছু না কিছু ভুল হয়েই যায়। সেই ভুলগুলো যেন আর না হয় সেই জন্যই আজকের এই পারফেক্ট বেইজ মেকাপ টিউটোরিয়াল। কীভাবে নিখুঁত বেইজ মেকাপ করবেন তাই দেখানোর চেষ্টা করেছেন মেকাপ আর্টিস্ট রাইসা নওশিন।
Sale • False Eyelashes, Mascara, Kajal
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম