আজকে রিভিউ দেবো ফিলোসফির বেস্ট সেলিং প্রোডাক্টগুলোর মধ্যে অন্যতম একটির। নাম হল ফিলোসফি পিওরিটি ওয়ান স্টেপ ফেসিয়াল ক্লিঞ্জার। যার সাথে রয়েছে ছোট্ট ট্যাগলাইন; মেক ইট সিম্পল। ক্লিঞ্জারটি সত্যিই সিমপ্লি অসাধারণ লেগেছে আমার কাছে। ২০০৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা ৮ বছর ধরে রিডার্স চয়েসে বেস্ট বিউটি প্রোডাক্টস অ্যাওয়ার্ড পেয়ে আসছে এই ক্লিঞ্জারটি। এর চাহিদা আর সাফল্য দুটোই বলে দেয় যে এবছরও অবশ্যই অ্যাওয়ার্ড পাবে।
এটি একটি ডেইলি ফেস ওয়াশ। আমার স্কিন অয়েলি আর আমার স্কিনে খুব ভালো স্যুট করেছে এটা। তবে সব স্কিন টাইপেই ইউজ করা যায় এমনকি সেনসিটিভ স্কিনেও। ইউজ করার পরে আমার স্কিন ওভার ড্রাই মনে হয়নি; বরং ময়েশ্চারাইজড করেছে। সারাদিনের ধুলাবালি, ত্বকে জমে থাকা তেল আর মেকাপ রিমুভ করে এটা। ফেস ওয়াশ করার পরে আমি নিজেও ফিল করেছি যে এটা আমার স্কিনকে ডিপ ক্লিন করে। এর ক্যামোমাইল সমৃদ্ধ ক্রিমি আর মিল্কি ফর্মুলা ক্লিঞ্জার হিসেবে কাজ করে, একই সাথে স্কিনকে ময়েশ্চারাইজ, সফট আর সুদিং করে। তাছাড়া এর ন্যাচ্রাল অয়েল স্কিনের পি এইচ ব্যালেন্স করে স্কিনের কন্ডিশন ঠিক রাখতে সহায়তা করে। ক্লিঞ্জারটা ভালো লাগার আরেকটা কারণ হল গোলাপ ফুলের খুব হালকা আর রিফ্রেশিং একটা সুবাস মুহূর্তেই আমাকে সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেয়। ছোট বড় বিভিন্ন সাইজ থাকার কারণে ইউজ করা সবার জন্যই সুবিধাজনক। প্রথমবার ছোট বোতলটা ট্রাই করেছিলাম আমার স্কিনে স্যুট করে কিনা দেখার জন্য। আর এখন এটা আমার রেগুলার ফেসিয়াল ক্লিঞ্জারে পরিণত হয়েছে। ক্লিঞ্জারের সাথে পানি মিশিয়ে আপনার মেকাপ ব্রাশ ধোয়ার কাজেও ব্যবহার করতে পারেন।
এই ক্লিঞ্জারের যেসব দিক আমার ভালো লেগেছে
- সব ধরনের স্কিনে স্যুট করে
- মেকাপ, ধুলাবালি, তেল সব একবারে ক্লিন করার জন্য একবার ফেসওয়াশই যথেষ্ট
- ফেসওয়াশ এর পরে অয়েলি ত্বককেও কিছুটা ময়েশ্চারাইজ করে
- স্কিনের পোরস গুলো পরিষ্কার করে
- পরিমাণে কম লাগে, তাই চলে বহুদিন
এই ক্লিঞ্জারটির কোন দিক আমার কাছে খারাপ লাগেনি, তবে হ্যাঁ, প্যাকেজিংটা যদি টিউবে পাওয়া যেত, ক্লিঞ্জার এর ক্ষেত্রে ইউজ করাটা হয়ত আরেকটু সুবিধাজনক হতে পারতো। তবে সব মিলিয়ে আমি এই ক্লিঞ্জারের দারুণ ফ্যান। প্রথম বোতল শেষ করে এখন দ্বিতীয়টা ইউজ করছি, আর পরবর্তীতে আবারও কিনব।
কোথায় পাবেন? ফিলোসফির ওয়েব সাইটে অর্ডার করলেই পাবেন। দেশে পাবেন সীমান্ত স্কয়ার ও যমুনা ফিউচার পার্কের শপ.সাজগোজ.কম-এ। ২৩৬.৬ মিলি প্যাকের দাম পড়বে ৩১২০/- টাকা। চাইলে তাদের অনলাইনেও অর্ডার করতে পারেন।
লিখেছেনঃ চৌধুরী তাহাসিন জামান
ছবিঃ দ্য ফার্মেসিডায়েরিস.ওয়ার্ডপ্রেস.কম