ছবি তুলতে আমরা কে না ভালোবাসি! বাজারে ছবি রাখার এ্যালবাম, ফ্রেম এরও অভাব নেই। কিন্তু নিজের অথবা খুব প্রিয় মানুষের পছন্দের ছবিটি যদি অত্যন্ত কম সময়ে এবং কম খরচে নিজের তৈরি করা ফ্রেমে বন্দি করা যায় তাহলে সে অনুভূতি একটু অন্যরকম হয়, তাই না? খুব কষ্টসাধ্য অথবা খুব ব্যয়বহুল তো নয়ই বরং খুব কম সময়ে তৈরি করতে পারেন পছন্দসই একটি ফ্রেম। ফ্রেম তৈরি করতে যা যা লাগবে তা হাতের কাছেই পাবেন।
প্রয়োজনীয় উপকরণঃ
-শক্ত কাগজ (বিভিন্ন ফেলনা বক্স / প্যাকেট)
-বেগুনি এম্বুশ কাগজ
-পেন্সিল
-স্কেল
-কাঁচি
-এন্টি-কাটার
-আঁঠা
-গ্লিটার কলম
-সাদা চিকন রিবন
পদ্ধতিঃ
০১. শক্ত বোর্ডটি তে ৯ /৭” এবং প্রস্থে ১.৫” দাগ টেনে নিন।
০২. এন্টি-কাটার ও কাঁচি দিয়ে দাগ বরাবর কেটে নিন।
০৩. বেগুনি এম্বুশ কাগজ নিন। চিকন চিকন করে কেটে ফেলুন।
০৪. এবার বেগুনি কাগজের টুকরা গুলোকে বোর্ডের সাথে আঠার সাহায্যে তির্যক ভাবে সংযুক্ত করুন। খেয়াল রাখবেন যেন কোন স্থানে ফাঁকা না থাকে।
০৫. পুরো বোর্ডে এম্বুশ কাগজ লাগানোর পর কাগজের বাড়তি অংশ গুলো কাঁচি দিয়ে কেটে শেইপ ঠিক করে নিন। হয়ে গেল ফ্রেমের বডি তৈরি।
অলঙ্করণঃ
০১. এবার বিভিন্ন রং এর গ্লিটার কলম নিন, মনের মত করে আপনার ফ্রেম কে সাজান।
০২. সাদা রিবন দিয়ে ঝটপট বো (Bow) বানিয়ে নিন।
০৩. আঠা দিয়ে ফ্রেমের এক কোণায় লাগিয়ে দিন।
০৪. পেছনে বোর্ডের দুটি টুকরো লাগিয়ে নিন যেন আপনার ছবিটি রাখতে পারেন।
০৫. কিছু সময়ের জন্য শুকাতে দিন।
তৈরি হয়ে গেল আপনার ছবি রাখার ফ্রেম। প্রিয় কোন মানুষকে তার ছবি সহ নিজের হাতে বানানো ফ্রেম যদি উপহার দেওয়া যায় তাও এত কম সময় এবং কম দামে তাহলে মন্দ হয় না তাই না ??
লিখেছেনঃ অনন্যা ইসলাম
ছবিঃ টুকি-টাকি শপিং