বড়দের ঘরের থেকে শিশুদের ঘরটি অবশ্যই ভিন্ন হওয়া উচিত, যেমন- দেয়ালের রঙ, ভিন্ন ডিজাইনের টেবিল, খেলনা ইত্যাদি। আর তাদের ঘরটা তাদের মনের মতই রঙিন হলে ঘরের প্রতি তাদের আকর্ষণ থাকবে।
শিশুদের ঘরের দেয়ালের দিকে তাই একটু নজর বেশি যায়। কারণ তারা কাগজের থেকে দেয়ালেই আঁকতে পছন্দ করে।
Sale • Color Protection, Pigmentation, Tinted Moisturizer
তাই তাদেই নিয়েই তাদের দেয়াল সাজাতে তৈরি করুন পম-পম বার্ড নেস্ট।
[picture]
যা যা লাগবে-
- কাঁচি
- খয়েরী রঙের পেপার
- স্টেপ্লার
- আঠা
- খয়েরী রঙ
- কমলা রঙের পেপার
- ৩/৪ টি পম-পম বল
- ছোট সাইজের প্লাস্টিকের চোখ
- পেপার প্লেট
- পেইন্ট ব্রাশ
- ৩/৪ টি পপ্সিকেল সটীক
কিভাবে তৈরি করবেন-
- প্রথমে একটি পেপার প্লেট নিয়ে কাচির সাহায্যে সেটাকে দুই ভাগ করে ফেলুন।
- এরপর খয়েরী রঙ দিয়ে সেটা রঙ করে ফেলুন।
- মাঝখানে ফাঁকা রেখে প্লেটের দুটি ভাগ আটকিয়ে দিন।
- এখন খয়েরী রঙের পেপার লম্বা লম্বা করে কেটে আঠার সাহায্যে ঐ পেপার প্লেটের এক পাশে আটকিয়ে দিন।
- কয়েকটি পম-পম বল নিয়ে তাতে চোখ আঠার সাহায্যে আটকিয়ে দিন এবং কমলা রঙের কাগজ নাকের মতো করে কেটে পম-পম বলে আটকিয়ে পাখির মুখ তৈরি করে নিন।
- মুখগুলোর নিচে পপ্সিকেল সটীক আঠার সাহায্যে আতক্যে দিন।
- এরপর তৈরি করা নেস্টটির ভিতরে পাখিগুলোর মুখ বাইরে রেখে আঠার সাহায্যে আটকিয়ে দিন।
ব্যস তৈরি হয়ে গেলো পম-পম বার্ড নেস্ট! এখন এটি আপনি শিশুদের ঘরের দেয়ালে আটকিয়ে সাজিয়ে রাখুন।
এরকম আরও অনেক ভাবে আপনি বার্ড-নেস্ট বানাতে পারেন। নিচে ছবি দেয়া হল-
লিখেছেন – সোহানা মোরশেদ