শীত প্রায় এসেই যাচ্ছে।এসময় শীত থেকে বাঁচার জন্য আমাদের চাই শীতের নানা পোশাক। আমাদের বাসায় প্রায়ই অব্যবহৃত কিছু সোয়েটার থাকে, এই রকম সোয়েটার থেকে সহজেই বানিয়ে নেয়া যায় হ্যাট (Pom-Pom Hat)।
দারুণ এই পমপম হ্যাট তৈরি করতে যা যা লাগবে:
- সোয়েটার
- কাঁচি
- পিন
- সেলাই মেশিন
- ওলের সুতা ও কার্ড-বোর্ড (পম-পমের জন্য)
ধাপসমূহ:
প্রথমে এমন একটা হ্যাট নিতে হবে, যেটার আকৃতি আপনার পছন্দ। এটি সোয়েটারের উপর রেখে পিন দিয়ে হ্যাটের একটি আকৃতি করে নিতে হবে।
এবার হ্যাটটি সরিয়ে সেলাই মেশিনের সাহায্যে পিনের করা আকৃতিতে সেলাই করে ফেলতে হবে।
সেলাই হয়ে গেলে সেলাইকৃত অংশটুকু কাঁচি দিয়ে কেটে আলাদা করে ফেলতে হবে।
হয়ে গেল হ্যাটটি। এবার এতে পম-পম তৈরি করার পালা। হ্যাটে পম-পম যুক্ত করার জন্য নিচের ছবিতে দেয়া ধাপগুলো একে একে করে যান।
১নং ছবির মত করে কার্ড বোর্ডটি কেটে নিন। ২নং ছবির মত সুতা দিয়ে পেছিয়ে নিতে হবে। এবার একে একে ৩য় এবং ৪থ ধাপটিও করে ফেলুন। এই ৫ম ধাপে সুতা দিতে দুপাশে বেঁধে নিতে হবে। তারপর সতর্কতার সাথে কার্ড-বোর্ডটি কেটে সরিয়ে ফেলতে হবে। এবার এটি হ্যাটের সাথে যুক্ত করে দিতে হবে।