দুঃখজনক হলেও এটাই সত্যি যে আমাদের দেশে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি (স্থায়ী ও অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ) নিয়ে বেশ ট্যাবু কাজ করে। আর সঠিক প্ল্যানিং এবং গাইডলাইনের অভাবে আমরা ঠিকমত কিছুই জানি না এবং জিজ্ঞেস করতেও অস্বস্তিবোধ করি। সবার জন্য কিন্তু একইরকম জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কাজ করে না। এ নিয়ে আপনি কতটুকু জানেন? আপনার জন্য কোন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিটি সঠিক হতে পারে সেটি নিয়েই জানাচ্ছেন প্রাভা হেলথ এর গাইনোকলোজিস্ট ডাঃ মারিহা আলম চৌধুরী।
Sale • Oil Control, Feminine Care, Skin care
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম