রূপচর্চায় গোলাপের পাপড়ি | সুন্দর ও উজ্জ্বল ত্বক পান ঘরোয়াভাবেই - Shajgoj

রূপচর্চায় গোলাপের পাপড়ি | সুন্দর ও উজ্জ্বল ত্বক পান ঘরোয়াভাবেই

rajkonna-rose-petal

গোলাপ ফুল কার না পছন্দ! গোলাপের সুবাস আর সৌন্দর্যটা যেন কাউকে এড়িয়ে যেতে পারে না। এমন কি কবিরাও তাদের কবিতায় এই ফুলের মাধ্যমে কাব্যময় প্রেমের ছবি তুলে ধরতেন। তবে শুধুই কি কাব্য-উপন্যাসেই গোলাপের মর্যাদা? না! ত্বকের পরিচর্যায় ও গোলাপের কিন্তু বেশ কদর। সুন্দর ও স্নিগ্ধ ত্বক পেতে এর পাপড়ি দারুণ কার্যকরী। রোজ পেটাল পাউডার রূপচর্চায় দেয় অনেক বেনেফিটস। কে না চায় প্রাকৃতিকভাবে ত্বকের যত্ন নিতে? চলুন আজকে আমরা জেনে নেই, রূপচর্চায় গোলাপের পাপড়ি পাউডার বা রোজ পেটাল পাউডার দিয়ে ত্বকের জন্য কীভাবে ঘরোয়া প্যাক বানিয়ে নেওয়া যায় আর এর উপকারিতা সম্পর্কে।

রূপচর্চায় গোলাপের পাপড়ি

গোলাপ হল সৌন্দর্যের প্রতীক। এর সুঘ্রাণ মানসিক চাপ কমাতে সাহায্য করে। আছে মন জুড়ানো সৌরভ আর সেই সাথে স্নিগ্ধতা! সেই সাথে এতে আছে অ্যান্টি–অক্সিডেন্ট, যা স্কিন সুন্দর রাখতে হেল্প করে। রোজ পেটাল পাউডার ত্বকের দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে। এজিং প্রসেস স্লো করে, সেই সাথে স্কিনে দারুণ আভা এনে দেয়। সপ্তাহে শুধুমাত্র ১ বার গোলাপের পাপড়ির পাউডারের মাস্ক ব্যবহার করলেই স্কিনের অনেক সমস্যার সল্যুশন হবে।

একটি বাটিতে অনেকগুলো গোলাপ ফুলের পাপড়ি

উপকারিতা

  • গোলাপ ফুলের পাপড়িতে থাকা ভিটামিন-সি যা কোলাজেন প্রোডাকশন বাড়ায়, স্কিনকে ব্রাইট করে তোলে।
  • টোনিং-এ সাহায্য করে থাকে যা স্কিনের জন্য অনেক বেনেফিসিয়াল।
  • এতে থাকা ন্যাচারাল এস্ট্রিঞ্জেন্ট (astringent) ত্বকের অতিরিক্ত তেল দূর করতে হেল্প ক…
  • এটি অ্যান্টি-এজিং প্রোডাক্ট হিসেবেও কাজ করে থাকে।
  • স্কিনকে দেয় ফ্রেশ অ্যান্ড সুদিং ফিল।

ত্বকের পরিচর্যায় রোজ পেটাল পাউডারের ৩টি মাস্ক

১. একটি বাটিতে ১ টেবিল চামচ রোজ পেটাল পাউডারের সাথে ১ চা চামচ অ্যালোভেরা জেল এবং টক দই মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। তারপর পুর মুখে ভালোভাবে এই পেস্টটি লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। এবার ভালোভাবে ক্লিন করে নিন। সবশেষে রোজ ওয়াটার মুখে স্প্রে করে নিতে পারেন। এই মাস্কটি অয়েলি স্কিনের জন্য অনেক ভালো কাজ করবে।

SHOP AT SHAJGOJ

    রূপচর্চায় গোলাপের পাপড়ি থেকে তৈরি রসের পানি ব্যবহার করছে একজন মেয়ে

    ২. ১ টেবিল চামচ গোলাপের পাপড়ির পাউডার পরিমাণ মত দুধ এবং মধু দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। ভালোভাবে মিশ্রণটা তৈরি করে মুখে সেটা লাগিয়ে কমপক্ষে ১৫ মিনিট রাখুন। এরপর একটু কুসুম গরম পানি দিয়ে পুর মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ড্রাই স্কিনের জন্য বেশ কার্যকরী।

    SHOP AT SHAJGOJ

      ৩. রোজ পেটাল পাউডারের মাস্ক কিন্তু একনে-প্রোন স্কিন ভালো রাখতেও হেল্প করে থাকে। তাই যাদের ব্রণ আছে, তারা এই গোলাপের পাপড়ির গুঁড়ো ১ টেবিল চামচ পাউডারের সাথে ১ চা চামচ স্যান্ডালউড পাউডার, রোজ ওয়াটার এবং মধু দিয়ে একটি বাটিতে মিক্স করে প্যাক বানিয়ে মুখে লাগিয়ে ফেলুন। এই মাস্কটি ১৫ মিনিট রেখে কসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। আপনার স্কিনের জন্য এটা কতটা কার্যকরী তা সপ্তাহে ১ বার করে ব্যবহার করলে আপনি নিজেই বুঝতে পারবেন। তবে মধুতে অ্যালার্জি থাকলে সেটা বাদ দিয়েই প্যাক বানিয়ে নিবেন।

      তাহলে আপনারা জেনে নিলেন, রোজ পেটাল পাউডারের দারুন কিছু গুণাগুণ আর ৩টি প্যাক সম্পর্কে! ঘরোয়াভাবেই সুন্দর ত্বক পেতে এই প্যাকগুলো বেশ ভালো কাজ করে, সেটা ইউজ করলেই আপনি নিজে বুঝতে পারবেন। শীত অথবা গরম, সবরকম আবহাওয়ায় এই প্যাকগুলো ব্যবহার করলে দারুণ উপকারিতা পাবেন। রাজকন্যা রোজ পেটাল পাউডার আমার হলি গ্রেইল প্রোডাক্ট। রাজকন্যা একটি বাংলাদেশী অরগানিক ব্র্যান্ড। প্রতিটি প্যাকে উপাদানগুলো শুকনো অবস্থায় গুঁড়া করে প্যাকেজিং করা, একদম পিউর, কেমিক্যাল মুক্ত।

      আপনারা চাইলে সাজগোজের দুটি ফিজিক্যাল শপ যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত সম্ভারে অবস্থিত, সেখান থেকে কিনতে পারেন আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।

      SHOP AT SHAJGOJ

        ছবি- সাজগোজ, summerdesigncompany

        43 I like it
        8 I don't like it
        পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

        escort bayan adapazarı Eskişehir bayan escort