রমজান বিউটি টিপস | ১৫টি উপায়ে ঈদের আগে বাড়িয়ে নিন সৌন্দর্য

রমজান বিউটি টিপস | ১৫টি উপায়ে ঈদের আগে বাড়িয়ে নিন সৌন্দর্য

ramadan beauty tips

রমজান হলো আত্মা ও শরীর শুদ্ধিকরণের মাস। এবার রমজান মাস গরমে পড়েছে। গরমের এই দিনে প্রায় ১৬ ঘণ্টা পানি পান ও খাদ্যাহার থেকে আমাদের বিরত থাকতে হচ্ছে। এজন্য আমাদের একটি বিশেষ রুটিন মেনে চলা উচিত যাতে একটি স্বাস্থ্যকর ও নিরাপদ রমজান মাস পালন করতে পারি। স্বাস্থ্যকর রমজান পালনের সাথে সাথে দেয়া হলো কিছু রমজান বিউটি টিপস যা ঈদের আগে বাড়াবে আপনার সৌন্দর্য!

সৌন্দর্য বাড়াতে রমজান বিউটি টিপসসমূহ

১. তালিকা প্রস্তুত

রমজান এ সৌন্দর্য চর্চাতে তালিকা প্রস্তুত - shajgoj.com

Sale • Lotions & Creams, Anti-Stretch Mark Creams, Day Cream

    আপনি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকলেও, আপনাকে রমজান মাসে একটি তালিকা প্রস্তুত রাখতে হবে যেন আপনার শরীর পর্যাপ্ত পুষ্টি, পানি ও বিশ্রাম পায়।

    ২. পানীয়

    প্রচুর পরিমাণে পানি পান করুন সেহেরিতে। এছাড়া পানির পাশাপাশি অ্যালোভেরা জুস, ডাবের পানি, দই খাওয়ার চেষ্টা করুন সেহেরিতে। এই খাবারগুলো হাইড্রেট রাখতে সাহায্য করবে। এছাড়া এগুলোতে ন্যাচারাল সুগার থাকে যা শরীরের জন্য উপকারী।

    ৩. সেহেরিতে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খান

     

    সেহেরিতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যেমন ভাত, আলু, প্রোটিন ,ফলমূল ও সবজী খান। আর সব খাবার পরিমিত পরিমাণে খান।

    ৪. চিনি খাওয়া বাদ দিন

    রমজান এ চিনি খাওয়া বাদ দিন - shajgoj.com

    রমজান বিউটি টিপস মেনে চলতে অতিরিক্ত চিনি থেকে দূরে থাকুন। কারণ, এটি আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ত্বকে প্রদাহের সৃষ্টি করে।

    ৫. ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমিয়ে দিন

    রোজার এই গরমের দিনে যথাসম্ভব একটু ছায়া ও ঠাণ্ডা  জায়গায় থাকার চেষ্টা করুন এবং যতটা সম্ভব আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমিয়ে আনুন।

    ৬. সুন্নাহ মেনে চলুন

    রমজানে ফলমূল - shajgoj.com

    সুন্নাহ মেনে চললেও রমজান বিউটি টিপস পালনে সুবিধা হবে। ইফতারে রোজা ভাঙ্গুন খেঁজুর, দুধ বা ফলের জুস দিয়ে। ইফতারে হালকা খাবার খান। একেবারে অনেক খাবার খাবেন না। কেননা পাকস্থলী অনেকক্ষণ পরিপাক না করায় হঠাত্‍ অতিরিক্ত খাবার পেলে ভালো ডাইজেস্ট করতে পারে না। তাই ইফতারে হালকা খাবার খেয়ে মাগরিবের নামাজ পড়ে আবার হালকা কিছু খান; যেমন – স্যুপ, ক্রাকার্স, লেবুর পানি ইত্যাদি। এরপর একটু সময় নিয়ে রাতের খাবার খান।

    ৭. পুষ্টিকর খাবার খান

    রমজান বিউটি টিপস মানতে ইফতারে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খান। অতিরিক্ত খাবেন না। প্রচুর পানি খাওয়ার অভ্যাস করুন।

    ৮.  প্রচুর পানি পান করুন

    পানি রমজানে পর্যাপ্ত গ্রহণ করবেন - shajgoj.com

    চা ,কফি এবং সোডা না খাওয়ার চেষ্টা করবেন। এর বদলে রমজান বিউটি টিপস হলো প্রচুর পানি খাওয়া। চকলেট ক্যান্ডির বদলে ফলের জুস খান।

    ৯. হাঁটুন

    হালকা ব্যায়াম করুন। রাতের খাবারের পর ১০/১৫ মিনিট হাঁটুন।

    ১০. ভাজাপোড়া খাবেন না

    রমজানে ভাজাপোড়া - shajgoj.com

    অতিরিক্ত ভাজাপোড়া ও ঝাল খাবার খাবেন না।

    ১১. দাঁত পরিষ্কার রাখুন

    সেহেরির পর দাঁত পরিষ্কার করুন ব্রাশ বা ফ্লস দিয়ে। এছাড়া প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করুন।

    ১২. ধূমপান ত্যাগ করুন

    রমজানে ধূমপানকে না করুন - shajgoj.com

    রমজান বিউটি টিপস মানতে হলে ধূমপান পরিহার করুন।

    ১৩. পর্যাপ্ত ঘুমান

    পর্যাপ্ত পরিমাণে ঘুমান। রমজান বিউটি টিপস মেনে চলতে ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন আপনার।

    ১৪) ময়েশ্চারাইজার ব্যবহার করুন

     

    রমজানে আমাদের ত্বক অনেক সময় মলিন হয়ে যায়। আবার যেহেতু সামনেই ঈদ সেহেতু ত্বকের যত্ন নেওয়াটাও খুব জরুরী। তাই, রমজান বিউটি টিপস হলো- ত্বককে যতটা পারেন ময়েশ্চারাইজড করুন। ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন। যাদের তৈলাক্ত ত্বক তারা রানিং ঠান্ডা পানিতে মুখ ধোবেন। তেল সমৃদ্ধ খাবার পরিহার করুন। কেননা তা ব্রণের প্রকোপ বাড়ায়। তাই সেহেরি ও ইফতারে প্রচুর পানি খান।

    ১৫) রেগ্যুলার কেয়ার

     

    বাইরে বের হলে ছাতা ও সানস্ক্রিন ব্যবহার করুন। চোখের নিচের কালি ঢাকতে আই কনসিলার ব্যবহার করুন। হালকা পাউডার বুলিয়ে নিন মুখে। যেহেতু অনেকক্ষণ পানি না খেয়ে থাকতে হয়, তাই ঠোঁট শুকিয়ে যায়। তাই ঠোটে লিপবাম ব্যবহার করুন। দিনে বেশি কিছু না লাগানোই ভালো। ত্বক যথা নিয়মে পরিষ্কার করুন। আর সপ্তাহে যে প্যাকগুলো ব্যবহার করে থাকেন আপনি নিয়মিত তা করুন।

    রোজা রাখুন। মনে রাখবেন রোজা রাখলে শরীরের কোন ক্ষতি হয় না বরং আমাদের শরীরের জন্য ভালো। ক্রীম লাগালে রোজা ভাঙ্গে না। রোজার মাসে শান্ত থাকার চেষ্টা করুন। অযথা রাগারাগি করবেন না। আল্লাহ আমাদের সবাইকে নামাজ ও রোজা রাখার তৌফিক দান করুন ও এগুলো কবুল হওয়ার তৌফিক দান করুন, এই দোআ রইলো। আর হ্যাঁ, অবশ্যই আপনার প্রার্থনায় আমার জন্য দোআ করতে ভুলবেন না যেন! সবাইকে আগাম ঈদ মুবারাক!

     

    ছবি- সংগৃহীত: সাজগোজ; সাটারস্টক

    3 I like it
    1 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort