সফট ফারনিশিং | ভাড়া বাসা সাজানোর ঝক্কি সামলাতে ৩টি টিপস!

সফট ফারনিশিং | ভাড়া বাসা সাজানোর ঝক্কি সামলাতে ৩টি টিপস!

3

বাসায় ইজিলি সেট করা যায় এমন কিছু লাইটিং অপশন নিয়ে আগে কথা বলেছিলাম, আজ বলবো ভাড়া বাসার রঙ দেয়াল, মেঝেতে খুব বড় চেঞ্জ না এনেও শুধুমাত্র সফট ফারনিশিং ও এর কিছু স্টাইলের মাধ্যমে কিভাবে ঘরের লুকে রুচিশীল একটা পরিবর্তন আনা যায়। কিন্তু জানি অনেকেই কনফিউজড হয়ে গেছেন অলরেডি। তাই সফট ফারনিশিং কী সেটা আগে একটু জেনে আসি কেমন?

সফট ফারনিশিং কী?

সোজা কথায়, সফট ম্যাটেরিয়ালে তৈরি ইনটেরিওর ডেকোরেশনের আইটেম, তা যাই হোক না কেন, সবই সফট ফারনিশিং। এর ভেতরে কি কি পড়ে?? ম্যাট্রেস, বেড কভার, পিল কভার, কুশন, সোফা কভার, জানালার পর্দা, টেবিল রানার, থ্রো রাগ, ফ্লোর রাগ, কার্পেট সবই।

Sale • Sheet Mask

    বলা হয়, সফট ফারনিশিং-ই ঘরকে ঘর বানায়!

    অফিস থেকে সন্ধায় ক্লান্ত হয়ে ফিরে কি করেন? দামি ডাইনিং টেবিলে গ্যাঁট হয়ে বসে থাকেন? নাকি সোফায় কুশনে হেলান দেন??

    drawing room

    রাতে আরাম করে হাত পা ছড়িয়ে কোথায় ঘুমান? লাখ টাকার সেগুনের আলমারিতে? নাকি নরম ম্যাট্রেসে? সফট কাঁথা মুড়ি দিয়ে? বেড যত দামিই কিনুন না কেন? আরাম কিন্তু আসে সফট ফারনিশিং থেকেই… এমনকি বেড, সোফা সেট ছাড়া মেঝেতেও সুন্দর রাগ, শতরঞ্চি, তোশক কাভার ফেলে খুব আরামে জীবন কাটিয়ে দেয়া যায়!!

    ঘরের জন্য কাঠের ফার্নিচারের চেয়ে সফট ফারনিশিং-টাই কিন্তু তাই বেশি ইম্পরট্যান্ট!

    কেন সফট ফারনিশিং নিয়ে একটু ক্রিয়েটিভ হব?

    • পুরনো ফার্নিচারে নতুন লুক দিতে চাইলে
    • ঘরের মুড চেঞ্জ করতে চাইলে
    • অকেশন বা গেস্টের জন্য স্পেশাল কিছু করতে চাইলে
    • কম বাজেটে ম্যাক্সিমাম ডেকোরেশন করার ইচ্ছা থাকলে

    স্টাইলিং-এর সময় কী মাথায় রাখবেন?

    ১. কুশন

    কুশন এমন ভার্সেটাইল একটা জিনিস যে এটা মেঝে, সোফা, বেড যেখানেই রাখবেন ভালো লাগবে। কিন্তু  কুশন-এর ডিজাইন ঘরের থিমের সাথে যাচ্ছে কিনা মাথায় রাখতে হবে। মডার্ন মনোক্রোম থিম-এ সাজানো ঘরে ধুম করে আড়ং-এর কাঁথা স্টিচ-এর কুশন কাভার যেমন বসবে না তেমনি ট্র্যাডিশনাল টোন-এ সাজানো ঘরে ‘ বি এ রেবেল’ প্রিন্ট করা পপ আর্ট-এর কুশন ঢোকানো যাবে না। থিম ধরে রাখবেন।

    Cushion

    বেডের মাথার দিকে দুই সাইজের কুশন (বড় এবং ছোট) লেয়ার করে রাখতে পারেন, ড্রয়িং রুমের কোনায় ছোট একটা শতরঞ্চি ফেলে তার উপর বাছা বাছা ডিজাইনের দুটো কুশন ফেলে দিতে পারেন কোন অকেশন-এ। ঘর কমফোর্টেবল আর ইনভাইটিং করার জন্য কুশন-এর ইউজ যেকোনোভাবে করবেন, দেখবেন ভারী কিং সাইজ বেড বা ডিভান, সোফা, চেয়ার এসব না কিনেও আপনার ঘরে আরাম করে বসা, হেলান দিয়ে শুয়ে থাকার জায়গার অভাব হবে না।

    ২. বেড কভার

    আপনিও কি সেই দলের লোক যারা বাণিজ্য মেলায় গিয়ে বছরে একবার বিশাল বিশাল ফুল আঁকা বেড কাভার কিনে নিয়ে আসেন?? আর উৎসবের ঘর সাজানোর সময় সেই গাবদা শিট বেড-এ বিছিয়ে ভাবেন– কেন আমার বাসাটা দেখতে একটু মডার্ন না??

    বেড কাভার চুজ করার সময় ফুল-ফল-লতা-পাতা এড়িয়ে যান। এটা শাড়ি পাঞ্জাবি না যে যত ডিজাইন যত সেলাই তত ভালো দেখাবে। সেলাই করা বেড শিটে আরাম করে বসা বা ঘুমানো অসম্ভব! একটা কিম্ভূতকিমাকার বেড শিট বিছিয়ে নিজের দামি ফার্নিচার-এর সৌন্দর্যও নষ্ট করবেন না প্লিজ!

    মনোক্রম (এক রঙের বিভিন্ন শেড টোন)-এ ঘর সাজানোর ট্রাই করুন। বেড শিট আর কাঁথা ব্ল্যাঙ্কেট একরকম রঙের শেড-এ বাছুন। ঘরের সাথেও যাবে, ফার্নিচার-এর দিকেও চোখটা যাবে, আর ওভারঅল আরামদায়কও হবে।

    bed

    ৩. রাগ/ফ্লোর কাভার

    ভাড়া বাসায় চৌধুরী বাড়ি স্টাইল-এ ইরানি/ফেক ইরানি ডিজাইন করা কার্পেট দিয়ে রুমটার দম বন্ধ করার কথা ভুলেও ভাববেন না যেন!! এর চেয়ে ঘরে নিয়ে আসুন একরঙা ছোট ছোট রাগ, টেবিলের নিচে দিন। বা ছোট থ্রো রাগ সোফায় ফেলে রাখুন। আজকাল নকল ফার-এর থ্রো রাগ বেশ চলছে। ইজিলি এসব ছোট রাগ এদিক ওদিক সরানো যায়, চেঞ্জ করা যায়। কি দরকার এক কাঁড়ি টাকা দিয়ে জগদ্দল পাথরের মতো একটা কার্পেট কেনার??

    সফট ফারনিশিং নিয়ে কোন প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। ফিউচার-এ খুব বাজেট-এ সফট ফারনিশিং দিয়ে ইনটেরিওর ডেকোরেশন নিয়ে আলাপ করবো। তাই সে সম্পর্কে প্রশ্ন থাকলেও আমাদের কমেন্টে জানাতে পারেন।

     

    ছবিঃ সাটারস্টক

    21 I like it
    2 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort