রোস্টেড মাশরুম উইথ ব্রাউন বাটার সস - Shajgoj

রোস্টেড মাশরুম উইথ ব্রাউন বাটার সস

Roasted-Mushrooms-in-a-Browned-Butter-Garlic-and-Thyme-Sauce-800-4096

আমার মতো কারা কারা আছেন যাদের মাশরুম পছন্দ? আমার তো মাশরুম ভীষণ পছন্দ! তাই মাশরুম দিয়ে নতুন নতুন রেসিপি ট্রাই করতেও আমার ভালো লাগে। সেদিনই অনেক কম সময়ে মাশরুমের এক মজাদার আইটেম বানালাম। রোস্টেড মাশরুম উইথ ব্রাউন বাটার সস। চাইলে আপনারাও বানিয়ে দেখতে পারেন। তাহলে দেখে নিন, আপনিও বাসায় কীভাবে মাশরুম দিয়ে তৈরি  এই আইটেমটি করতে পারবেন।

উপকরণ

Sale • Lotions & Creams, BB & CC cream
    • ১ পাউন্ড মাশরুম
    • ১ টেবিল চামচ তেল
    • ১/৪ কাপ মাখন
    • ১ টেবিল চামচ ধনেপাতা কুঁচি
    • ২ কোয়া রসুন কুঁচি
    • ১ টেবিল চামচ লেবুর রস
    • লবণ এবং গোল মরিচের গুঁড়া পরিমাণ মতো

    [picture]

    প্রণালী

    – একটি পাত্রে মাশরুম এর সাথে তেল, লবণ এবং মরিচের গুঁড়া মিশিয়ে নিন। ভালো মতো মেশানো হলে তা ওভেন এ ২০ মিনিটের জন্য রাখুন। আপনি চাইলে চুলায়ও করতে পারেন। চুলাতে করলে, যখন ক্যারামেলাইজড হবে তখন চুলা থেকে নামিয়ে আনবেন।

    – মাখন গরম করে নিন চুলায়। যখন ব্রাউন কালার হয়ে আসবে চুলা থেকে নামিয়ে নিন। চুলা থেকে নামিয়ে আনার পর লেবুর রস, রসুন কুঁচি এবং ধনেপাতা কুঁচি মিশিয়ে নিন। চামচ দিয়ে ভালো করে নাড়তে থাকুন। এটাকে বলা হয় ব্রাউন বাটার সস।

    – এরপর রোস্টেড মাশরুম বাটার সসের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিন। যাতে করে সবগুলো মাশরুমে সস লাগে ঠিকমতো।

    – সবশেষে এতে স্বাদমত লবণ এবং গোল মরিচের গুঁড়া ছিটিয়ে।

    ব্যাস তৈরি আপনার রোস্টেড মাশরুম উইথ ব্রাউন বাটার সস। এবার গরম গরম সুস্বাদু খাবার পরিবেশন করুন।

    ছবি- ক্লজেটকুকিং ডট কম

    রেসিপি – আনিন্তা আফসানা

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort