রোজ ওয়াটার বিউটি হ্যাকস | ৫টি উপায়েই করুন সেলফ কেয়ার

রোজ ওয়াটার বিউটি হ্যাকস | ৫টি উপায়েই করুন সেলফ কেয়ার

1

সেলফ কেয়ারে আমরা যত ধরনের প্রোডাক্টই মার্কেট থেকে কিনে ব্যবহার করি না কেন, প্রাকৃতিক উপাদান দিয়ে রূপচর্চা করতে আমরা সবাই পছন্দ করি। এমনই একটি উপাদান হচ্ছে গোলাপফুল। যুগ যুগ ধরে সেলফ কেয়ারে এই ফুল ব্যবহার হয়ে আসছে। কিন্তু বর্তমানে এই ব্যস্ত জীবনে ফুল সংগ্রহ করে প্রসেস করে ইউজ করাটা বেশ ঝামেলার। তাই বলে কি রোজ ইউজ করা বন্ধ করে দেবো? মোটেও না! বিজি লাইফস্টাইলে ইজি সল্যুশন হিসেবে ইউজ করতে পারেন রোজ ওয়াটার। আজকে জানাবো ৫টি রোজ ওয়াটার বিউটি হ্যাকস সম্পর্কে।

সেলফ কেয়ারে রোজ ওয়াটার বিউটি হ্যাকস

১) লিপ মাস্ক

অনেক সময় আমাদের ঠোঁট ড্রাই হয়ে যায় অথবা নিম্ন মানের লিপস্টিক ব্যবহারে ঠোঁটের রঙ কালচে হয়ে যায়। ঘরোয়া লিপ মাস্ক ব্যবহার করে ঠোঁটের কালচে ভাব সরিয়ে ঠোঁটে পিংকিশ ভাব আনতে পারবেন সহজেই।

যা যা লাগবে 

  • রোজ ওয়াটার
  • বিটরুট
Lip mask

যেভাবে লিপমাস্ক বানাবেন এবং ব্যবহার করবেন

১) একটি বিটরুটের ছোট টুকরো নিয়ে গ্রেটারের ছোট অংশ দিয়ে গ্রেট করে নিন।

২) এবার গ্রেটেড বিটরুট থেকে জুসটুকু ছেঁকে নিন। এর মধ্যে কিছুটা রোজ ওয়াটার অ্যাড করুন।

৩) প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটি ঠোঁটে ম্যাসাজ করুন। সারারাত রেখে সকালে ধুয়ে নিন। প্রতিদিন এই রুটিন মেনে চললে ঠোঁটের কালচে ভাব দূর হয়ে যাবে।

২) ফেইস মাস্ক

অনেক সময় আমাদের স্কিন দেখতে প্রাণহীন লাগে, সাথে স্কিন টোনও নরমালের থেকে কালচে মনে হয়। তাই স্কিনকে একটু ব্রাইট দেখাতে ব্যবহার করতে পারেন ন্যাচারাল এই ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি ফেইস মাস্ক।

যা যা লাগবে 

  • রোজ ওয়াটার
  • মধু
  • হলুদ
face apply

ফেইস মাস্ক যেভাবে বানাবেন এবং ব্যবহার করবেন 

১) একটি বাটিতে ৩ চা চামচ রোজ ওয়াটার, ৪ চা চামচ মধু এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিন।

২) এই মিশ্রণটি পুরো মুখ ও গলায় অ্যাপ্লাই করুন এবং হাত দিয়ে ম্যাসাজ করুন। এরপর ২০ মিনিট রেখে দিন।

৩) ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন রাতে এই ফেইস মাস্কটি ব্যবহার করুন।

৩) ময়েশ্চারাইজার

ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে বাসায় বানানো ময়েশ্চারাইজার কিন্তু স্কিনের জন্য বেশ ভালো কাজ করবে। যদি আপনি সফট ও গ্লোয়িং স্কিন চান, তবে ঘরে বানানো এই ময়েশ্চারাইজারটি হতে পারে হলিগ্রেইল একটি প্রোডাক্ট।

যা যা লাগবে 

  • রোজ ওয়াটার
  • গ্লিসারিন
  • আমন্ড অয়েল
moisturizer

ময়েশ্চারাইজার যেভাবে বানাবেন এবং ব্যবহার করবেন

১) একটি বাটিতে ৩ চা চামচ রোজ ওয়াটার, ২ চা চামচ আমন্ড অয়েল, ১ চা চামচ গ্লিসারিন মিশিয়ে নিন। মিশ্রণটি একটা বোতলে ভরে নিন।

২) ফেইস বা বডিতে এটি অ্যাপ্লাই করবেন। এতে স্কিন অনেক বেশ সফট ও গ্লোয়ি হবে।

৪) হেয়ার মাস্ক

হেয়ার কেয়ারে রোজ ওয়াটার খুব কম ব্যবহার করা হলেও এটি চুলের জন্যে বেশ কার্যকরী। চুলকে সফট ও স্মুথ বানাতে এটি দিয়ে তৈরি হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।

যা যা লাগবে 

  • রোজ ওয়াটার
  • মধু
  • অ্যালোভেরা জেল
হেয়ার মাস্কেও ইউজ করতে পারবেন রোজ ওয়াটার

হেয়ার মাস্ক যেভাবে বানাবেন এবং ব্যবহার করবেন 

১) একটি পাত্রে ৩ টেবিল চামচ রোজ ওয়াটার, ২ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিয়ে মিশিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন।

২) মাস্কটি স্ক্যাল্প ও চুলে অ্যাপ্লাই করুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু ও কন্ডিশনার লাগান। ফ্রিজ ফ্রি হেয়ার পেতে সপ্তাহে ২ দিন মাস্কটি ব্যবহার করতে পারেন।

৫) ফুট মাস্ক

অনেকেই পা ফাটা ও পায়ে ট্যান পড়ে যাওয়ার সমস্যায় ভোগেন। এর থেকে মুক্তি দিতে পারে রোজ ওয়াটার ফুট মাস্ক। ঘরেই এই মাস্কটি সহজে বানিয়ে নিতে পারবেন।

যা যা লাগবে 

পা ফাটা কমাতে রোজ ওয়াটার দিয়ে তৈরি ফুট মাস্ক

ফুট মাস্ক যেভাবে বানাবেন এবং ব্যবহার করবেন 

১) একটি বাটিতে ১ চা চামচ করে কফি এবং কোকোনাট অয়েল নিন। এর মধ্যে ২ টেবিল চামচ রোজ ওয়াটার নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

২) এই মিশ্রণটি পরিষ্কার পায়ে অ্যাপ্লাই করুন এবং ম্যাসাজ করতে থাকুন কিছুক্ষণ। ১০ মিনিট রেখে ওয়ার্ম ওয়াটার দিয়ে পা ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন এই ফুট মাস্ক অ্যাপ্লাই করবেন। আস্তে আস্তে ট্যান এবং পা ফাটা দূর হয়ে যাবে।

এই তো জেনে নিলেন, রোজ ওয়াটারের কয়েকটি বিউটি হ্যাকস সম্পর্কে। আশা করি, আজকের আর্টিকেলটি হেল্পফুল ছিল। অথেনটিক স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে চাইলে সাজগোজের কয়েকটি ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ণ মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ারে এবং চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকে কিনতে পারেন আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন।

 

SHOP AT SHAJGOJ

     

    ছবিঃ সাজগোজ

    29 I like it
    4 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort