শিয়ার কভার - Shajgoj

শিয়ার কভার

Picture 12761

শিয়ার কভার একটি হাই এন্ড ফিনিশিং এর সেলিব্রিটি মিনারেল মেকাপ প্রোডাক্ট । বাইরের দেশের পাশাপাশি আজকাল আমাদের দেশেও মিনারেল মেকাপ খুব জনপ্রিয় একটি মেকাপ প্রোডাক্ট। প্রতিদিন ব্যবহারের জন্য হেভি  লিকুইড ফাউনডেশন, কম্প্যাক্ট বা প্রেসড পাউডার যথোপযুক্ত নয় বিশেষ করে আমাদের মত আর্দ্র আবহাওয়ার দেশে। তাই রেগুলার ব্যবহারের জন্য অনেকেই আজকাল মিনারেল মেকাপ পছন্দ করেন কেননা এতে মেকাপের গতানুগতিক রুটিনঃ প্রাইমার> কন্সিলার> লিকুইড ফাউনডেশন অথবা প্যানকেক ফাউনডেশন > সেটিং পাউডার >কম্প্যাক্ট বা প্রেসড পাউডার> কনটুরিং> ব্লাশার > হাইলাইটার এর মত দীর্ঘ মেকাপ রুটিন ফলো করতে হয় না এবং সময় অনেক কম লাগে।

মিনারেল মেকাপের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড আছে যেমনঃ ববি ব্রাউন , ম্যাক , বেয়ার মিনারেলস , আরবান ডিকে ইত্যাদি। এর মধ্যে শিয়ার কভার অন্যতম একটি মিনারেল মেকাপ ব্র্যান্ড। শিয়ার কভার একটি নন- কমেডোজেনিক মেকাপ প্রোডাক্ট তাই এটি ব্যবহারে পোরস ক্লগিং বা স্কিনের তেলকূপ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকেনা। যেহেতু এটি একটি মিনারেল মেকাপ প্রোডাক্ট, তাই এতে প্রিজারভেটিভস , কেমিক্যাল কম্পোনেন্ট আর ফিলারস থাকেনা আর তাই এটা খুব লাইট ওয়েটেড এবং লাইট টেক্সটারের মেকাপ যা স্কিনে আপ্লাই করা তুলনামূলকভাবে সহজ এবং ব্লেনডিং এর ঝামেলা নেই বরং এর কভারেজ অন্যান্য গতানুগতিক মেকাপ এবং মিনারেল মেকাপের কনটেম্পরারি ব্র্যান্ডগুলোর চেয়ে অনেক ভালো।

Sale • Compact & Pressed Powder, Loose Powder, Skin cafe

    যাদের সেনসিটিভ স্কিন এবং এজন্য যারা নরমাল মেকাপ ব্যবহার করতে চান না বা যাদের স্কিনে খুব তাড়াতাড়ি রিঅ্যাকশন হয় মেকাপ প্রোডাক্ট থেকে এবং যারা সাধারণত  ডারমালজিকালি টেস্টেড বা মেডিকেটেড প্রোডাক্ট ছাড়া সচরাচর অন্য প্রোডাক্ট ব্যবহার করতে চান না তারা ব্যবহার করে দেখতে পারেন কেননা এটি ডারমালজিকালি টেস্টেড, অ্যালার্জি টেস্টেড ( রেডনেস , পিম্পল বা অন্য কোন ধরনের স্কিন প্রবলেম বা অ্যালার্জির সাথে রিঅ্যাকশন করে না ) এবং সেনসিটিভ স্কিন টেস্টেড। এটি একটি হাই এন্ড স্কিন কেয়ার প্রোডাক্ট কেননা এতে বাইন্ডারস , সিলিকন , ডাইস , ট্যালক , মিনারেল অয়েল ব্যবহার করা হয় না এবং এর কভারেজটা সাধারনত ডে লং এবং সোয়েট প্রুফ হয়ে থাকে। অনেক মিনারেল প্রোডাক্ট, যেমন বেয়ার মিনারেলস , কিছুটা শাইনি ফিনিশিং ফিচারের হওয়ায় যারা তৈলাক্ত স্কিনের,  তাদের এটি ব্যবহার করতে অসুবিধা হতে পারে। তবে, শিয়ার কভার এর ক্ষেত্রে এই অসুবিধাটি নেই কেননা যেহেতু এতে মিনারেল অয়েল থাকেনা , এটি সোয়েট প্রুফ এবং পুরোপুরি লাইট ওয়েটেড পাউডার বেসড ফাউনডেশন, এটি শুষ্ক, নরমাল , তৈলাক্ত, সেনসিটিভ সবধরনের স্কিনে স্যুট করে।

    প্রোডাক্ট ও অ্যাপ্লিকেশনঃ

    শিয়ার কভার এর বিভিন্ন আলাদা আলাদা প্রোডাক্ট লাইন আছে যেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী এবং কমপ্লেক্সন অনুযায়ী প্রোডাক্ট নির্বাচন করতে পারেন।

    সাধারণত শিয়ার কভার এর একটি রেগুলার কিটে আপনি যা যা পাবেনঃ

    • ডু-ও কন্সিলারঃ একটি ডু-ও কন্সিলার পালেট থাকবে যেখানে একটি লাইট কালারের কন্সিলার আর একটি ডার্ক কালারের কন্সিলার থাকবে। আপনার কভারেজের চাহিদা অনুযায়ী আপনি কন্সিলার দুটিকে ব্লেনড করে ব্যবহার করতে পারেন। আলাদা ব্যবহারের ক্ষেত্রে আন্ডার আই এরিয়া বা আন্ডার আই ব্রো এরিয়া হাইলাইট করার জন্য লাইট কালারটা আর কন্টোরিং এর জন্য ডার্ক কালারটা ব্যবহার করতে পারেন।
    • ২ টি পৃথক কমপ্লেক্সনের পাউডার ও ব্রাশঃ মিনারেল মেকাপ বেশিরভাগ ক্ষেত্রে পাউডার বেসড হয় এবং কন্সিলার লাগানোর পর ফাউনডেশন না লাগিয়ে আপনি সরাসরি পাউডার ব্যবহার করতে পারেন । মিনারেল মেকাপ , বিশেষত শিয়ার কভার এর পাউডার এমন ভাবেই তৈরি যে আপনার আলাদা করে লিকুইড ফাউনডেশন , প্যানকেক বা স্টিক ব্যবহার করতে হবে না বরং আপনার প্রয়োজনীয় কভারেজ আপনি পাবেন শিয়ার কভারের পাউডার থেকেই।

    কন্সিলার পালেটের মতই ২ টি পৃথক কমপ্লেক্সনের পাউডার থাকবে আপনার কিটটিতে এবং সাথে থাকবে শিয়ার কভার স্টুডিওর একটি টপ রাউনডেড শেপের ব্রাশ।

    একটি পাউডার একটু লাইট শেডের হবে এবং আরেকটি হবে একটু ডার্ক শেডের। পাউডারগুলো দানা দানা গঠনের তাই এটা লাগানোর আগে আপনাকে ব্রাশের নিচের এজ দিয়ে ২টা পাউডার পরিমানমত মিশিয়ে ব্লেনড করে নিতে হবে।

    আপনার কমপ্লেক্সন ডার্ক হলে আপনি ডার্ক কমপ্লেক্সনের পাউডার পরিমাণে বেশি নিবেন এবং আপনার স্কিন টোন হালকা হলে আপনি লাইট কমপ্লেক্সনের পাউডার বেশি ব্যবহার করবেন।

    এছাড়া , শিয়ার কভার কিটে আপনি একটি ডিভিডি পাবেন প্রোডাক্টটির ব্যবহারবিধি সম্পর্কিত । এটি অন্যান্য মিনারেল মেকাপ ব্র্যান্ডের চেয়ে একটু দামি এবং এর দাম পড়তে পারে ৩২০০ থেকে ৬৮০০ এর মধ্যে।

    লিখেছেনঃ আনিকা আজহার

    ছবিঃ ফিলিংস্টাইলিশ.কো.ইউকে

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort