চুল পড়া কমিয়ে দ্রুত লম্বা করতে রোজমেরি অয়েলের জাদুকরী গুণাগুণ!

চুল পড়া কমিয়ে দ্রুত লম্বা করতে রোজমেরি অয়েলের জাদুকরী গুণাগুণ!

IMG_6042

রোজমেরি শুনলেই চোখে ভেসে ওঠে পিজ্জা, পাস্তা অথবা মুখরোচক কোনো খাবারের কথা। খাবারের স্বাদ বাড়িয়ে দেওয়া রোজমেরির যে আরো ব্যবহার আছে, তা কি জানেন? রোজমেরির আরেকটি গুণ হলো আমাদের চুলের যত্নে ম্যাজিকের মতো কাজ করে এটি। সরাসরি, পানিতে সেদ্ধ করে বা তেলের সাথে মিশিয়ে, যেকোনোভাবে ব্যবহারেই পাওয়া যায় রোজমেরির গুণাগুণ। আর এখন রোজমেরি অয়েল কিংবা অ্যাসেনশিয়াল অয়েলও পাওয়া যায়, বিভিন্ন হেয়ার কেয়ার প্রোডাক্টেও দেখা যায় উপাদানটি। চুল পড়া কমিয়ে দ্রুত লম্বা করতে রোজমেরি অয়েলের জাদুকরী গুণাগুণ আজ জানা যাক তাহলে।

চুলের বৃদ্ধি বাড়ায়

এতে থাকা hemisqualane হেয়ার গ্রোথ প্রোমোট করে, যা এখন সায়েন্টিফিক্যালি প্রমাণিত। স্টাডিতে দেখা গেছে, রোজমেরি অয়েল স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়ায়। এর ফলে চুলের ফলিকলগুলোতে অক্সিজেন ও পুষ্টি শোষণের হার বেড়ে যায়, যা চুলের বৃদ্ধির জন্য জরুরী। এছাড়াও এটি অ্যালোপেশিয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে।

চুলের গোড়া শক্ত করে

রোজমেরিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল, যা চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে এবং দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে। নিয়মিত রোজমেরি অয়েল চুলে ব্যবহার করলে চুলের ভঙ্গুর হয়ে যাওয়া এবং আগা ফাটার প্রবণতা কমে।

চুল পড়া কমিয়ে আনে 

রোজমেরিতে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোপারটিজ, যা মাথার তালু ঠান্ডা রাখে এবং ইচিনেস কমায়। পরোক্ষভাবে এটি চুল পড়া কমাতে হেল্প করে। এছাড়াও এতে আছে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রোপারটিজ, যা স্ক্যাল্পে কোনো ইনফেকশন থাকলে সেটি কমাতে সাহায্য করে।

খুশকি দূর করে

রোজমেরি নির্যাস স্ক্যাল্পের ন্যাচারাল অয়েলের ব্যালেন্স ঠিক রাখে, যে কারণে চুলের ও স্ক্যাল্পের রুক্ষ-শুষ্ক ভাব থাকে না এবং খুশকি দূর হয়। এতে যে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রোপারটিজ আছে, তা আমরা একটু আগেই জেনেছি, তাই না? যাদের সারাবছরই খুশকির সমস্যা থাকে, তারা যেকোনো ক্যারিয়ার অয়েল যেমন- কোকোনাট অয়েল, অলিভ অয়েলের সাথে রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল কয়েক ফোঁটা মিক্স করে ব্যবহার করে দেখতে পারেন। আর এখন এমন কিছু রোজমেরি অয়েলও পাওয়া যায় যাতে ক্যারিয়ার অয়েল মিক্স করা, সেগুলো সরাসরি চুলে ব্যবহার করা যায়।

শাইনি করে তোলে

চুলে প্রাকৃতিক কন্ডিশনার এর মতো কাজ করে রোজমেরি এবং চুলে ময়েশ্চার ধরে রাখার মাধ্যমে শুষ্কতা দূর করে। এরপরে চুল হয় আরো সুন্দর আর শাইনি।

যেভাবে চুলের যত্নে রোজমেরি ব্যবহার করা যায়

অয়েল হিসেবে 

রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল চুলের যত্নে বেশ সমাদৃত। কয়েক ফোঁটা রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল আপনার প্রতিদিনের ব্যবহার করা তেলের সাথে মিশিয়ে চুলে দিতে পারেন। এছাড়াও শ্যাম্পু, কন্ডিশনার এর সাথেও রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করে এর গুণাগুণ পাওয়া যায়। অ্যাসেনশিয়াল অয়েল কিন্তু অনেক স্ট্রং, তাই ৩/৪ ফোঁটা ব্যবহার করাই যথেষ্ট।

বয়েলড ওয়াটারে রোজমেরি

তেলের মতো একই উপকার পাবেন রোজমেরি বয়েলড ওয়াটার ব্যবহার করেও। কয়েকটি কাঁচা রোজমেরির পাতা গরম পানিতে প্রায় ১৫ মিনিট ধরে ফুটিয়ে সেই ফোটানো পানি ঠান্ডা করে শ্যাম্পুর পরে চুলে ব্যবহার করতে পারেন। এতে চুল সিল্কি ও শাইনি হয়ে উঠবে। রোজমেরি পাতা বড় সুপারশপগুলো এখন পাওয়া যায়।

রোজমেরি হেয়ার প্যাক

চুলের যত্নে যেসব মাস্ক আমরা আগে থেকেই ব্যবহার করি, সেগুলোর সাথেই মিক্স করে নেওয়া যায় রোজমেরি। কয়েক ফোঁটা রোজমেরি অয়েল আপনার পছন্দের হেয়ার প্যাক অথবা মাস্কের সাথে মিশিয়ে চুলে দিতে পারেন।

সতর্কতা 

যেকোনো প্রাকৃতিক উপাদানই অ্যালার্জির কারণ হতে পারে। তাই আপনার অ্যালার্জিজনিত সমস্যা থাকলে প্যাচ টেস্ট না করে, নতুন কোনো উপাদান ব্যবহার করা ঠিক হবে না। সংবেদনশীল ত্বকে সরাসরি নতুন কোনো প্রোডাক্ট ব্যবহার করা উচিত নয়। প্যাচ টেস্টের জন্য খুব অল্প পরিমাণে উপাদান ত্বকের খুব ছোট্ট একটি অংশে অন্তত ২৪ ঘন্টা লাগিয়ে দেখতে হবে।

  • আপনার স্ক্যাল্প যদি অয়েলি হয়, তাহলে রোজমেরি ওয়াটার স্প্রে ব্যবহার করতে পারেন
  • ড্রাই হেয়ার ও স্ক্যাল্পে রোজমেরি অয়েল ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন
  • নিয়মমতো ব্যবহার করুন, ২/৩ মাসের মধ্যে সুফল দেখতে পাবেন
  • হেয়ার কেয়ারের পাশাপাশি হেলদি ডায়েট চার্ট মেনে চলুন

চুল পড়া কমিয়ে দ্রুত লম্বা করতে রোজমেরি অয়েল আপনার হেয়ার কেয়ার রুটিনে যোগ করে নিতে পারেন। একেকজনের হেয়ার টাইপ আর কনসার্ন একেক ধরনের, তাই বেনিফিট পেতে কম বেশি সময় লাগতে পারে।

লিখেছেনঃ মৌ মণি পুষ্প

ছবি- সাজগোজ, সাটারস্টক

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort