অ্যালোভেরা স্ক্রাব | উজ্জ্বল ত্বক পাবেন ঘরোয়া ১টি উপায়ে!

অ্যালোভেরা স্ক্রাব | উজ্জ্বল ত্বক পাবেন ঘরোয়া ১টি উপায়ে!

aloevera

উজ্জ্বল ত্বক পেতে আমরা কত কি না করি। এ নিয়ে যারা দীর্ঘদিন বিষন্নতায় ভুগছেন, যারা বিভিন্ন স্কিন ব্রাইটেনিং প্রসাধনী ব্যবহার করেও ফল পান নাই বরং স্কিনের আরও ক্ষতি করে ফেলেছেন তাদের জন্য আজ এমন একটি ন্যাচারাল স্কিন ব্রাইটেনিং স্ক্রাব নিয়ে বলবো যা স্কিনের কোন ক্ষতি না করেই উজ্জ্বল ত্বক পেতে সহায়তা করবে। এই স্ক্রাবটি বানাতে যা লাগবে তা হলো অ্যালোভেরা (Aloe Vera)। অ্যালোভেরা বা বা ঘৃতকুমারীর গুণের কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। অ্যালোভেরা হল আমাদের জন্য বিধাতার দেওয়া অনন্য এক উপাদান। আসুন দেখি কী করে স্কিনের ব্রাইটনেস বাড়িয়ে তুলতে তথা উজ্জ্বল ত্বক পেতে অ্যালোভেরা স্ক্রাব বানিয়ে ব্যবহার করবেন কি করে তা বিশদভাবে।

উজ্জ্বল ত্বক পেতে অ্যালোভেরা স্ক্রাব

যা যা লাগবে

অ্যালোভেরা স্ক্রাব - shajgoj.com
১. এক কাপ চিনি।
২. হাফ কাপ অ্যালোভেরা জেল।
৩. দুই টেবিল চামচ লেবুর রস।

কাঁচের জারে সব উপাদান এক সাথে নিয়ে আলতো করে মিশান। খেয়াল রাখুন মিশ্রণটি খুব বেশি নেড়ে চিনি ও অন্যান্য উপাদান মিলেমিশে গলিয়ে ফেলবেন না। অ্যালোভেরা স্ক্রাব পারফেক্টলি রেডি করতে চাইলে উপাদানের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন।

ব্যবহার

স্ক্রাবটি তৈরি হয়ে গেলে আপনি আপনার মুখের স্কিন ও বডিতে খুব হালকা করে এই হোমমেড স্ক্রাব দিয়ে ম্যাসাজ করুন। কিছুক্ষণ এভাবে ম্যাসাজ করে এই স্ক্রাব মুখে অল্প সময় রেখে মুখ ধুয়ে ফেলুন।

কতবার ব্যবহার করবেন

এই স্ক্রাব সপ্তাহে ২ বা ৩ দিন ব্যবহার করুন। নিয়ম মেনে ব্যবহার করলে অল্পদিনে আপনি ফলাফল দেখতে পাবেন।

এই স্ক্রাবের উপাদনের উপকারিতা

অ্যালোভেরা স্ক্রাব বানাতে চিনি - shajgoj.com

চিনিঃ চিনি আপনার স্কিনে ডেডসেল রিমুভ করে স্কিন ব্রাইট করবে ও ক্লিন লুক দেবে।

অ্যালোভেরাঃ অ্যালোভেরা স্কিন ডিপক্লিন করবে, স্কিন ময়েশ্চারাইজ করবে ও এটির সৌন্দর্য বর্ধক উপাদানসমূহ স্কিনের কমনীয়তা বাড়িয়ে তুলবে।

লেবুর রসঃ লেবুর রস আপনার স্কিনের স্পট রিমুভ করবে, স্কিন টোন লাইট করবে ও ক্লিন ন্যাচারালই ক্লিন করবে।

টিপস

১. চেষ্টা করুন আপনার স্কিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, সারাদিন যদি বাইরে থাকেন ঘরে ফিরে অবশ্যই স্কিন ক্লিন করুন।

২. স্কিন হেলদি রাখতে নিয়মিত প্রাকৃতিক উপাদান দিয়ে স্কিন কেয়ার এর ট্রাই করুন।

৩. মুখে যাতে করে দ্রুত বলিরেখা বা রিংকেল না আসতে পারে এর জন্য ঘরোয়াভাবে অ্যান্টি-এজিং ফেইসমাস্ক করে ইউজ করুন।

৪. ভুলেও মুখে মেকআপ নিয়ে ঘুমিয়ে যাবেন না। আলসেমি না করে ঘুমানোর আগে মেকআপ রিমুভার দিয়ে বা ভালোভাবে পানি দিয়ে স্কিন ক্লিন করে ঘুমান।

৫. স্কিন ব্রাইট করতে স্কিনকে ভেতর থেকে পুষ্টি দিতে ফ্রেশ ফ্রুট আর ভেজিটেবল খান।

SHOP AT SHAJGOJ

    ছবি – সংগৃহীতঃ সাটারস্টক

    8 I like it
    1 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort