রোজায় ত্বকের যত্ন | ঈদের আগে ৬টি স্কিন কেয়ার টিপস

রোজায় ত্বকের যত্ন | ঈদের আগে ৬টি স্কিন কেয়ার টিপস

skin exfoliate

চলছে পবিত্র রমজান মাস। আর এ বছর রমজান মাসে একদিকে যেমন থাকবে কাঠফাটা রোদের প্রকোপ, তেমনি থাকবে ঝুপঝাপ বৃষ্টির শংকা। তার ওপর রোজার ধকল সাথে কাজের প্রেশার, এসবের প্রভাবতো ত্বকের ওপর পড়তে বাধ্য। কিন্তু আপনার একটু সতর্কতা আপনাকে রাখতে পারে লাবণ্যময় আর ঈদ এর দিনটির জন্য পিকচার-পারফেক্ট। কিভাবে রোজায় ত্বকের যত্ন নিলে তা সম্ভব? চলুন জেনে নেয়া যাক!

রোজায় ত্বকের যত্ন নিতে  ৬টি টিপস

১) পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন

 

Sale • Day/Night Cream, Pore Care, Dark Circles / Wrinkles

    রোজায় ত্বকের যত্ন নিতে ত্বককে ডিহাইড্রেশন থেকে বাঁচাতে এবং স্কিন-এর ইলাস্টিসিটি ধরে রাখতে পানির বিকল্প নেই। ইফতার এবং সেহরির মাঝে অন্তত ৮ গ্লাস পানি খাওয়ার অভ্যাস করুন। শুধু পানি খেতে ভালো না লাগলে ফলের রস খেতে পারেন। এতে যেমন ডিহাইড্রেশন থেকে বাঁচা যাবে তেমনি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কাজটিও হবে। তবে কখনো অতিরিক্ত চিনিযুক্ত বা ফ্লেভারড ড্রিংক খেতে যাবেন না। কারণ, চিনি জাতীয় খাবার কোলাজেন নষ্ট করে ত্বকে বার্ধক্যের ছাপ ফেলতে পারে। চা-কফি এবং সোডা জাতীয় পানীয় এসময় যথা সম্ভব এড়িয়ে চলুন। কারণ, ক্যাফেইনেটেড বেভারেজ ত্বকে পানিশূন্যতা তৈরি করে। এক গ্লাস তাজা ফলের রস যেখানে দেহে শতকরা ৬০ ভাগ পর্যন্ত শোষণ হয় সেখানে সোডা ওয়াটার শোষন হয় শতকরা ২০ ভাগ মাত্র।

     ২) ভিটামিন সমৃদ্ধ খাদ্যগ্রহণ করুন

    যদিও বিজ্ঞানসম্মত উপায়ে খাদ্যগ্রহণের জন্য প্রতিদিন খাবারের এক চতুর্থাংশ প্রোটিন ও কার্বোহাইড্রেট এবং অর্ধাংশ শাক-সবজি  হওয়া উচিত, তবে পারতপক্ষে আমরা কেউই এই নিয়ম মানি না। তবে সারাবছর গাফিলতি করলেও রোজায় ত্বকের যত্ন নেয়ার কথা ভেবে এই নিয়ম আপনাকে মানতেই হবে। সব ভিটামিনই যদিও কম-বেশি স্কিন-এর সুরক্ষায় প্রয়োজনীয় তবে এর মাঝে কিছু ভিটামিন আপনার খাদ্য তালিকায় রোজায় ত্বকের যত্ন নিতে সময় না থাকলেই নয়। কথা বলব এমনই কিছু ভিটামিন প্রসঙ্গে।

    (১) ভিটামিন সি: স্কিন-এর গ্লো এবং ব্রাইটনেস-এর জন্য এই ভিটামিন এর কোনই বিকল্প নেই। তাই রোজায় ত্বকের যত্ন নিতে ইফতারে রাখুন পেঁপে, কমলা বা লেবুর শরবত।

    (২) ভিটামিন ই: স্কিন-কে রিংকেল ফ্রি এবং দীর্ঘদিন তারুণ্যদীপ্ত রাখতে এই ভিটামিন আপনার খাদ্য তালিকায় রাখতেই হবে। খাদ্য তালিকায় রাখুন চিনাবাদাম, কাঠবাদাম বা ব্রকোলির মত পুষ্টিকর খাদ্য। এছাড়াও সালাদের ড্রেসিং হিসেবে অলিভ অয়েল ব্যবহার করেও ভিটামিন ই-এর অভাব পূরণ করতে পারেন।

     (৩) ভিটামিন এ: স্কিন-কে ড্রাইনেস ও ডিহাইড্রেশন থেকে বাঁচিয়ে স্মুদ ও সফট রাখতে এই ভিটামিন অনস্বীকার্য। সবুজ শাক-সবজি এবং গাজরের সালাদের মাধ্যমে সহজেই ভিটামিন-এ এর অভাব পূরণ করে নিতে পারেন।

    (৪) ভিটামিন বি: শাক-সবজির কথা শুনতে শুনতে বিরক্ত লাগছে তো? চিন্তা নেই। স্কিন-কে অকাল বার্ধক্য থেকে বাঁচাতে আরেকটি অপরিহার্য ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স-এর জন্য খাদ্য তালিকায় রাখুন মাছ-মুরগী এবং ডাল। তবে তা যেন অস্বাস্থ্যকর না হয় সেজন্য তেলে ভাজা না খেয়ে বেইকড বা গ্রিলড চিকেন এবং ফিশ খান। রোজায় ত্বকের যত্ন নিতে ভিটামিন বি খুবই গুরুত্বপূর্ণ।

    ৩) অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্যগ্রহণ করুন

    ত্বকের তারুণ্য ধরে রাখার জন্য এবং অকাল বার্ধক্যজনিত ছাপ বা এক্সট্রিনসিক এইজিং থেকে বাচার জন্য অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ খাবারের বিকল্প নেই। অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবারের পরিবর্তে  বাদাম, গাঢ় সবুজ শাক-সবজি, আনার এমনকি চকোলেট ভক্তরা ডার্ক চকোলেটের মাধ্যমেও এই উপাদানের অভাব পূরণ করতে পারেন। রোজায় ত্বকের যত্ন নেয়ার কথা মাথায় রেখে ইফতারের পর এক কাপ গ্রীন টি হতে পারে অ্যান্টি-অক্সিডেন্ট-এর উৎকৃষ্ট উৎস।

    ৪) নিয়মিত স্কিন এক্সফলিয়েট করুন

    ডিহাইড্রেশনের কারণে ডেড স্কিন সেল রিমুভাল রেট অনেক স্লো হয়ে যায়। ফলে রোজায় ত্বকের যত্ন নিতে স্কিন-এর ধরনভেদে সপ্তাহে এক থেকে তিন দিন পর্যন্ত স্ক্রাবিং এসময় খুবই জরুরী। স্ক্রাবার হিসেবে বাজারে পাওয়া বিভিন্ন ফ্রুট স্ক্রাবার বা পানি মিশ্রিত ময়দা ব্যবহার করতে পারেন।

     ৫) দিনে ২বার ফেইসওয়াশের সাহায্যে স্কিন ক্লিন করুন

    গ্রীষ্মের আর্দ্রতা অতিরিক্ত তেল বা সেবাম নিঃসরণের মাধ্যমে স্কিনপোর-গুলো ব্লক করে ফেলে। আর রোজার সময় পানি শূন্যতার ফলে এ সমস্যা আরও প্রকট হতে পারে। তাই দিনে ২ বার মাইল্ড ফেইসওয়াশ-এর সাহায্যে মুখ পরিষ্কার করা খুবই জরুরী। তবে ২ বারের বেশি ফেইসওয়াশ ব্যবহার করতে যাবেন না, কেননা এতে স্কিন আরো ড্রাই ও ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে। অতিরিক্ত তেলতেলেভাব কমানোর জন্য মুখ ধোয়ার পর টোনার ব্যবহার করলে আরো ভালো ফল পাওয়া সম্ভব।

    ৬) নিয়মিত স্কিন ময়েশ্চারাইজ করুন

    রোজায় ত্বকের যত্ন নিতে স্কিন-কে পানিশূন্যতা থেকে বাঁচাতে এবং স্কিন-এর ঔজ্জ্বল্য ও তারুণ্য ধরে রাখতে ময়েশ্চারাইজার-এর কোনই বিকল্প নেই। গরম এবং আর্দ্রতার কথা মাথায় রেখে একটি ওয়াটার বেইজড বা জেল ফর্মুলার ময়েশ্চারাইজার বেছে নিন। রোদে বেরোনোর জন্য সানব্লক সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

    সঠিক ও নিয়মিত সৌন্দর্য চর্চাই হচ্ছে তারুণ্যদীপ্ত ত্বক ধরে রাখার মূলমন্ত্র। তাই সঠিক নিয়ম মেনে চলুন, ভাল থাকুন এবং আপনার ত্বককে দীর্ঘদিন ভাল রাখুন।

     

    ছবি- সংগৃহীত: সাজগোজ; সাটারস্টক

    2 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort