ডেফোডিল পিনহুইল - Shajgoj

ডেফোডিল পিনহুইল

pinwheel-daffodils-

যা যা লাগবেঃ

১/ রঙ্গিন কাগজ

Sale • Pigmentation, Color Protection, Blush Brush

    ২/ স্টেপলার

    ৩/ সবুজ রংয়ের স্ট্র বা পাইপ

    ৪/ পেন্সিল/কলম

    ৫/ কাঁচি

    ৬/ টিপ পিন

    2

    ডেফোডিল পিনহুইল তৈরির জন্য আপনার ব্যবহৃত কাগজের উভয় পিঠ রঙ্গিন হওয়া আবশ্যক। কাগজটি স্কয়ার বা চারপাশ সমান করে কেটে নিন। কাগজটিকে কোণাকুণি ভাঁজ দিলে (ত্রিভুজের মতো) এর মধ্যবিন্দু পাওয়া যাবে। এবার কাগজের মধ্যবিন্দুকে কেন্দ্র করে এর চারটি কর্ণার থেকে পেন্সিলের সাহায্যে কোণাকুণি রেখা টানুন। রেখা বরাবর কাঁচির সাহায্যে কাটুন (ছবিতে লক্ষ্য করুন, কাগজ কাটা হয়েছে কেন্দ্র থেকে কিছুটা দূরে)।

    3

    প্রতিটি কাটা অংশের দুটি কর্নার পাওয়া যাবে (মোট আটটি কর্নার), একটি করে কর্নার সামনের দিকে কেন্দ্রের বরাবর এনে একসাথে স্টেপলারের সাহায্যে পিন করে দিন। ফলে চারটি কর্নার সামনের দিকে আসবে, আর বাকি চারটি কর্নার খোলা থাকবে। ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ একটি ডেফোডিল পিনহুইল।

    4

    কেন্দ্রে একটি টিপ পিন লাগান যা ফুলের সামনের ও পিছনের দিক ভেদ করবে। ফুলের পিছনের দিকে পিনের যে অংশ আসবে তাতে সবুজ রেশমী সুতা লাগিয়ে নিন। আর সুতাটিকে জুস খাওয়ার স্ট্র বা সবুজ রংয়ের যে কোনো পাইপের সাথে পেঁচিয়ে দিন, ফলে বাতাসে ফুলটি ঘুরবে।

    5

    লিখেছেনঃ জান্নাতুল সাদিয়া

    সূত্র: মামইনদ্যম্যাডহাউজ.কম

    0 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort