পুরোনো জিন্সের প্যান্ট থেকে ব্যাগ - Shajgoj

পুরোনো জিন্সের প্যান্ট থেকে ব্যাগ

fi

আমাদের সকলের বাসায়ই কমবেশি পুরনো জিন্সের প্যান্ট রয়েছে। ব্যবহারের পর পুরনো হয়ে গেলে বা মাপে ছোট হয়ে হয়ে গেলে হয় তা আমরা ফেলে দেই বা পড়ে থাকে কাবার্ডের এক কোনায়। তবে সেই পুরনো জিন্সের প্যান্ট থেকে নিমিষেই যে বানিয়ে ফেলা যেতে পারে খুব সুন্দর পার্স বা ব্যাগ, সেটা কি আমরা জানতাম? জানা না থাকলে আজই জেনে নিন। আপনাদের জন্য পদ্ধতিটি ধাপে ধাপে দেয়া হলো।

যা যা লাগবেঃ

Sale • Travel Makeup Bag, Anti Aging, Blush Brush

    – একটি পুরনো জিন্সের প্যান্ট

    – কাঁচি

    – সুঁই এবং সুতা

    – কলম এবং স্কেল

    পদ্ধতিসমুহঃ

    – একটি পুরনো জিন্সের প্যান্ট নিয়ে ছবির মত কাঁচি রাখা জায়গা থেকে সমান করে দুটো অংশ কেটে নিন।

    jeans 01

    – প্যান্টের নিচের সেলাই করা আটকানো অংশটুকু কাঁচি দিয়ে কেটে ছাড়িয়ে নিন।

    jeans 02

    – এরপর প্যান্টটি উল্টিয়ে নিন। এর ভেতরের অংশে একটি কলম এবং স্কেল দিয়ে যতটুকু পর্যন্ত সেলাই করা যায় তততুকু পর্যন্ত সমান করে দাগ দিয়ে দাগের উপর দিয়ে ভালো মতো সেলাই করে নিন। সেলাই শেষে আবার উল্টিয়ে নিন।

    jeans 03

    – এখন ব্যাগের হ্যান্ডেল তৈরি করতে প্যান্টের নিচ থেকে কেটে ফেলা অংশদুটো নিন।

    jeans 04

    – প্রত্যেক অংশ থেকে ৪ ইঞ্চি প্রস্থ রেখে লম্বালম্বি ভাবে শেষ পর্যন্ত কাটুন।

    jeans 05

    – কাটা অংশ থেকে নিচের সেলাই করা মোটা অংশটুকু কাঁচি দিয়ে কেটে নিন যাতে সেলাই করতে সুবিধা হয়।

    jeans 06

    – এখন দুই পাশের কাপড় ভেতরের দিকে ভাঁজ করে ভালো মতো সেলাই করে নিন।

    jeans 07

    -সেলাই করা টুকরো দুটো ব্যাগের দুই পাশে ভেতরের দিক থেকে সেলাই করুন।

    jeans 08

    ব্যাস! বানানো হয়ে গেল জিন্সের ব্যাগ।

    jeans 09

    আপনি চাইলে আরও বড় ব্যাগ বানাতে পারেন। সেক্ষেত্রে প্যান্টের সাইজ আরও বড় হতে হবে। এছাড়াও ব্যাগে কালারফুল বোতাম বা ফিতা লাগিয়ে করে তুলতে পারেন আরও আকর্ষণীয়।

    লিখেছেনঃ নাহার

    ছবিঃ মাইহুটডিজাইন্স.কম

    0 I like it
    1 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort