আজ শেখাব কাগজের হার্ট ফ্লাওয়ার তৈরি করা। একাধিক হার্ট ফ্লাওয়ার তৈরি করে শুকনো গাছের ডালে ঝুলিয়ে বাড়ির সৌর্ন্দয বাড়িয়ে দিতে পারেন বহুগুণ।
উপকরণঃ
১/ কাগজ
২/ আইকা
৩/ কাঁচি
৪/ সুতা
৫/ পেন্সিল
যে কোন ধরনের কাগজ দিয়ে আপনি এই হার্ট ট্রি তৈরি করতে পারবেন। তবে পুরনো ম্যাগাজিনের কাগজ এটি তৈরিতে বেশি উপযোগী।
একটি কাগজকে ৪ ভাঁজ করুন। বেশি মোটা হয়ে গেলে বা আকৃতি বড় রাখতে চাইলে ২ ভাঁজ করতে পারেন। তবে মনে রাখতে হবে ভাঁজ করা প্রতিটি কাগজ টুকরোর পরিমাপ যেন এক হয়।
চিত্রে লক্ষ্য করুন, ভাঁজের একপাশে আমরা হার্টের অর্ধেক অংশ এঁকেছি পেন্সিলের সাহায্যে। এখন কাঁচি দিয়ে আঁকা অংশ কেটে নিন। ফলে একসাথে আমরা ৮টি হার্ট পাব।
হার্ট তৈরী…
প্রতিটি হার্টের মাঝ বরাবর একটি ভাঁজ আছে। ২ টি হার্ট নিন এবং মাঝখানের ভাঁজ বরাবর গ্লু লাগিয়ে তাদের সংযুক্ত করুন।
ঝুলিয়ে রাখার জন্য হার্টগুলোর মাঝখানে মানানসই রংয়ের সুতা গ্লু দিয়ে লাগিয়ে নিন।
এভাবে ৮টি হার্ট একের পর এক গ্লু দিয়ে চারপাশে লাগিয়ে নিতে হবে। হার্টের সংখ্যা যত বেশি হবে ততই সুন্দর লাগবে। একাধিক হার্ট ফ্লাওয়ার তৈরি করে শুকনো গাছের ডালে ঝুলিয়ে রাখতে পারেন।
লিখেছেনঃ জান্নাতুল সাদিয়া
সূত্র এবং ছবিঃ ক্রোকোটেক.কম