আজ আমরা Paper Fortune Teller এর সাহায্যে একটি হার্ট তৈরি করব যা বাড়ির দেয়ালে ওয়ালমেট হিসেবে ব্যবহার করতে পারবেন। Paper Fortune Teller হল এক ধরনের কাগজের খেলনা, যার এক অংশে সংখ্যা বা রং দেয়া থাকে, আরেক অংশে সংখ্যা বা রংয়ের বিপরীতে দেয়া থাকে বিভিন্ন তথ্য। খেলাটি হয়ত ছোট বেলায় আমরা সবাই খেলেছি। তবে আজ Paper Fortune Teller দিয়ে আমরা খেলব না, তৈরি করব অসাধারণ একটি হার্ট শেইপ ওয়ালমেট।
হার্ট তৈরির জন্য আমাদের প্রয়োজন হবে আঠারটি Paper Fortune Teller।
প্রথমে চারপাশ সমান একটি কাগজ নিন
চিত্রের ন্যায় ভাঁজ করুন।
৪টি ত্রিভুজ তৈরি হবে।
আবার উল্টো পিঠে একইভাবে আরও ৪টি ত্রিভুজ তৈরি করুন।
এভাবে মাঝখানে ভাঁজ দিন।
আবার পাশাপাশি ভাজঁ দিন।
তারপর হাতের চারটি আঙ্গুল ঢুকান। আঙ্গুল নাড়াচাড়া করলে খুব সুন্দরভাবে প্রতিটি অংশ খোলা যাবে।
এভাবে আঠারটি Paper Fortune Teller তৈরি করে ফেলুন।
তারপর গ্লু ব্যবহার করে চিত্রের ন্যায় একটির সাথে অন্যটি সংযুক্ত করুন।
ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ একটি পেপার হার্ট ওয়ালমেট।
লিখেছেনঃ জান্নাতুল সাদিয়া
ছবি এবং সূত্র: ক্রোকোটেক.কম