গরমে চুলের যত্নে আমলার ৩টি কার্যকরী হেয়ার মাস্ক

গরমে চুলের যত্নে আমলার ৩টি কার্যকরী হেয়ার মাস্ক!

IMG_0041-edited

আমলা আমাদের সবারই পরিচিত একটি ফল। আমলকীর সিজনে রাস্তায় বের হলেই ফেরিওয়ালার কাছে কিংবা ফলের দোকানে এই ফল চোখে পড়বে। এই ছোট্ট ফলটির পুষ্টিগুণ ও উপকারিতা বলে শেষ করা যাবে না! তবে যারা চুলের যত্নে এটি ব্যবহার করতে চান, ব্যস্ততার জন্য সবসময় হয়তো ফল ঘরে কিনে এনে প্রসেস করে তা ব্যবহার করার সময় হয়ে ওঠে না। গরমে চুলের যত্নে আমলা দারুণ উপকারী। কোথায় পাবেন পিওর আমলা গুঁড়ো ও কীভাবে চুলের যত্নে এটি ব্যবহার করা যায়, সেটি অনেকেই জানেন না। আমলার ৩টি কার্যকরী হেয়ার মাস্ক সম্পর্কে আমরা এখন জানবো।

গরমে চুলের যত্নে আমলা

অয়েল, শ্যাম্পু আরও অনেক হেয়ার কেয়ার প্রোডাক্টে আমলকীর ব্যবহার দেখা যায়। চুলের যত্নে প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ প্রোডাক্ত ব্যবহার করতে অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করে। চুল পড়ে যাচ্ছে, খুশকি হচ্ছে অথবা অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, এরকম প্রবলেম যাদের আছে, তাদের জন্য আমলকীর প্যাক খুব ভালো কাজ করে। গরমকালে চুলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আমলায় আছে ভিটামিন সি, আয়রন ও আরো অনেক উপকারী উপাদান, যা চুলকে হেলদি করে তুলতে বেশ গুরুত্বপূর্ণ। সপ্তাহে এক বা দু’ বার আমলা হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলের গ্রোথ বাড়বে, স্ক্যাল্পের ইচিনেস দূর হবে।

চুলের যত্নে আমলকীর উপকারিতা

আমলা পাউডার

  • আমলাতে আছে ভিটামিন সি ও প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস
  • আয়রন চুলের গ্রোথ বাড়াতে হেল্প করে
  • প্রিম্যাচিউর হেয়ার গ্রেয়িং অর্থাৎ অকালে চুল পেকে যাওয়া রোধ করে
  • এতে থাকা ফ্যাটি অ্যাসিড চুলকে হেলদি ও শাইনি করে

আমলার ৩টি কার্যকরী হেয়ার মাস্ক

১. আমলার গুঁড়োর সাথে মেথি, ১টি ডিমের সাদা অংশ ও কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিক্স করে স্মুথ পেস্ট বানিয়ে নিন। এবার স্ক্যাল্পে ও চুলে এই প্যাকটি ভালোভাবে অ্যাপ্লাই করে ৩০-৪০ মিনিট রেখে দিন। তারপর আপনার পছন্দের শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এই প্যাকটি ১/২ দিন ব্যবহার করলে এটি হেয়ার গ্রোথ বাড়াতে হেল্প করবে, চুল পড়াও কমিয়ে আনবে। গরমে চুল পড়া নিয়ে যারা স্ট্রাগল করছেন, তারা এই হেয়ার প্যাকটি মাস্ট ট্রাই করুন।

SHOP AT SHAJGOJ

     

    ২. আমলা পাউডারের সাথে টক দই ও নারিকেল তেল মিশিয়ে প্যাক তৈরি করুন। গরমে যাদের ইচি স্ক্যাল্প ও ড্যানড্রাফের সমস্যা হচ্ছে, তাদের জন্য এটি বেশ ইফেক্টিভ। এই প্যাকটি খুশকি দূর করার জন্য বেশ কার্যকরী। ভালোভাবে পেস্ট বানিয়ে অ্যাপ্লাই করে ৩০-৪০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। আমলার এই প্যাকটি চুলের খুশকি, ড্রাইনেস ও ফ্রিজিনেস কন্ট্রোল করতে সাহায্য করবে। কিছুদিন ব্যবহারের পর পার্থক্যটা আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার চুল আগের থেকে বেশ সফট ও সিল্কিও হয়ে উঠবে।

    ৩. আমলা  পাউডার বাদাম তেল বা আমন্ড অয়েল, টক দই আর হেনা পাউডার এর সাথে মিক্স করে পেস্ট বানিয়ে নিন। এবার চুলে ভালোভাবে অ্যাপ্লাই করে ৩০-৪০ মিনিট অপেক্ষা করুন। এরপর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে ভালোভাবে চুল ধুয়ে ফেলুন। এই প্যাকটির উপকার দ্রুত পেতে চাইলে সপ্তাহে ১/২ দিন ব্যবহার করতে হবে। এই মাস্কের উপাদানগুলো প্রিম্যাচিউর হেয়ার গ্রেয়িং প্রিভেন্ট করবে এবং চুলকে করবে ম্যানেজেবল।

    শেষকথা

    তাহলে আপনারা জেনে নিলেন, আমলা পাউডারের দারুণ কিছু গুণাগুণ আর ৩টি প্যাক সম্পর্কে! গরমে হেয়ার প্রবলেম কম বেশি আমরা সবাই ফেইস করছি। তাই এ সময় একটু এক্সট্রা কেয়ার না নিলেই নয়! হাইড্রেটেড থাকুন, বেশি বেশি পানি পান করুন। লাইফস্টাইলে পজেটিভ চেঞ্জ আনলে ও ঠিকমতো চুলের যত্ন নিলে এর সুফল আপনি পাবেন। হেলদি হেয়ার আপনার বিউটিকে আরও এনহ্যান্স করে এবং আপনার কনফিডেন্স লেভেলকেও একটু হলেও বাড়িয়ে দেয়। তাই চুলের যত্নে নো কম্প্রোমাইজ!

    রাজকন্যা আমলা পাউডার আমার হলি গ্রেইল প্রোডাক্ট। রাজকন্যা একটি বাংলাদেশী অরগানিক ব্র্যান্ড। প্রতিটি প্যাকে উপাদানগুলো শুকনো অবস্থায় গুঁড়া করে প্যাকেজিং করা, একদম পিওর, কেমিক্যাল মুক্ত। অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, মিরপুরের কিংশুক টাওয়ার, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

    সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।

    SHOP AT SHAJGOJ

       

      ছবি- সাজগোজ

      34 I like it
      7 I don't like it
      পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

      escort bayan adapazarı Eskişehir bayan escort