হেলদি সুইট চিলি চিকেন সালাদ - Shajgoj

হেলদি সুইট চিলি চিকেন সালাদ

10402091_10152482240598232_3162746893845694831_n

ইফতার এ বানাতে পারেন হেলদি সুইট চিলি চিকেন সালাদ

  • যা লাগবে
  • টুকরো করা মুরগির রানের মাংস ১ কাপ
  • রসুন মিহি কুঁচি  ২ চা চামুচ
  • আদা মিহি কুঁচি ১ চা চামুচ
  • লবন স্বাদমত
  • টমেটো টুকরা
  • লেটুস পাতা
  • ধনিয়া পাতা
  • সুইট চিলি সস ৪ টেবিল চামচ
  • লেবুর রস ২ টেবিল চামচ
  • অল্প অলিভ অয়েল
  • তিল ২ চিমটি

প্রথমে প্যান এ অলিভ ওয়েল দিয়ে তাতে রসুন আর আদা কুঁচি  দিন। হালকা লাল হয়ে আসলে স্বাদমত লবন আর সুইট চিলি সস দিয়ে দিন। তারপর একদম সামান্য পানি দিয়ে এটা রান্না করুন ২ মিনিট । এবার মুরগির মাংস দিয়ে নেড়ে তাতে সামান্য পানি দিয়ে আরও ১০ মিনিট রান্না করুন।এটা মাখা মাখা হলে নামিয়ে নিন।

Sale • Talcum Powder, Creams, Lotions & Oils

    ঠিক খাবার আগে একটা বাটিতে টুকরা টমেটো, লেটুস পাতা, ধনিয়া পাতা, লেবুর রস আর রান্না করা মাংস আলতো করে মিশিয়ে নিন। পরিবেশন এর সময় উপরে তিল ছিটিয়ে দিন।
    এটা খুবই হেলদি সালাদ। ইফতারে ভাজা ভুজি না খেয়ে এই সালাদ খেয়ে দেখতে পারেন সাথে একটা সিদ্ধ ডিম দিয়ে খেলে পরিপূর্ণ হয়।

    রেসিপিঃ সায়মা সুলতানা

    ছবিঃ রোমান্টিককিচেনস্টোরি।

    3 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort