পোলাও বা বিরিয়ানীর সাথে মজাদার ডিমের কোরমা - Shajgoj

পোলাও বা বিরিয়ানীর সাথে মজাদার ডিমের কোরমা

15317995_934817243287184_8787185112181824026_n

অতিথি আপ্যায়নে সাদা পোলাও বা বিরিয়ানীর সাথে পরিবেশন করুন ডিমের কোরমা। খেতে দারুণ এবং রান্না করাও বেশ সহজ। তাহলে শিখে নেয়া যাক, মজাদার ডিমের কোরমা তৈরি কৌশল।

[picture]

Sale • Talcum Powder, Loose Powder

    উপকরণ
    – সিদ্ধ ডিম ৪ টি
    – পেঁয়াজ কুঁচি আধা কাপ
    – পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
    – আদা বাটা আধা চা চামচ
    – রসুন বাটা আধা চা চামচ
    – টক দই ১ টেবিল চামচ
    – নারিকেলের দুধ বা গরুর দুধ আধা কাপ
    – কাঁচা মরিচ ৩-৪ টি
    – জিরা গুড়া আধা চা চামচ
    – এলাচ ৩ টি
    – তেজপাতা ১ টি
    – দারুচিনি ২ টুকরা
    – বাদাম বাটা ১ চা চামচ
    – চিনি সামান্য
    – তেল ২ টেবিল চামচ
    – লবন স্বাদ মত

    প্রণালী

    (১) প্রথমে পাত্রে তেল গরম করে সিদ্ধ ডিমগুলো সামান্য হলুদ আর লবন মাখিয়ে হালকা বাদামি করে ভেজে তুলুন। সামান্য হলুদ দিয়ে ভাজলে ডিমের রঙ সুন্দর হয়, কিন্তু বেশি দিবেন না।

    (২) এরপর ওই তেলে এলাচ, তেজপাতা এবং দারুচিনি দিয়ে নেড়ে পেঁয়াজ কুঁচি দিয়ে নেড়ে নেড়ে ভাজতে হবে। পেঁয়াজ কুঁচি নরম হলে পেঁয়াজ বাটা, আদা, রসুন, কাঁচা মরিচ, জিরার গুঁড়া এবং লবন দিয়ে ভালো করে কষিয়ে নিন।

    (৩) এবার এর মধ্যে ভালোভাবে ফেটানো টক দই এবং বাদাম বাটা দিয়ে হালকা আঁচে ২ মিনিট রান্না করে দুধ দিয়ে দিন।

    (৪) এখন ডিম ও চিনি দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে ১০ মিনিট রান্না করুন। মাখা মাখা হয়ে এলে নামিয়ে ফেলুন।

    ছবি ও রেসিপি –  আফরুজা শিল্পী

    4 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort