টিনেজে খুব কমন সমস্যা যা দেখা যায়, তার মধ্যে পিম্পল, অতিরিক্ত শুষ্কতা বা তৈলাক্ত ভাব সবার মুখেই শুনি। কিন্তু সঠিক স্কিন কেয়ার রুটিন অনুসরণ না করার কারণে এই সমস্যাগুলো যেন আরও বেড়ে যায়। আবার অনেক সময়ে এই বয়সে ত্বকে কিছু ব্যবহার করলেই ক্ষতি হবে, এই ভ্রান্ত ধারণা থাকায়, অবহেলার কারণে ত্বকের আরও নতুন সমস্যা দেখা দিতে থাকে। চলুন তাহলে আজকে জেনে নেই টিনেজার্স বেসিক স্কিনকেয়ার রুটিন সম্পর্কে!
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম