বর্তমান সময়ে আইল্যাশ এক্সটেনশন একটি জনপ্রিয় ট্রেন্ড। চোখের সাজে আইল্যাশ অন্যতম একটি ইম্পরট্যান্ট পার্ট। আইল্যাশ এক্সটেনশন খুব সহজেই কোনো ঝামেলা ছাড়া আপনার ল্যাশকে দেখায় ঘন ও লম্বা। যার ফলে আপনি খুব সহজেই গ্ল্যামারাস আইলুক পেতে পারেন। কিন্তু আপনি কি জানেন এই আইল্যাশ এক্সটেনশন আসলে কী, গ্ল্যামারাস আইলুক এর জন্য আইল্যাশ এক্সটেনশন কীভাবে করে এবং কোন উপায়ে এর টেককেয়ার করতে হয়? আজকের লেখায় আমি আপনাদের জানাবো আইল্যাশ এক্সটেনশনের আদ্যোপান্ত।
আইল্যাশ এক্সটেনশন কী?
প্রথমেই জানা যাক আইল্যাশ এক্সটেনশন কী। একদম সহজভাবে বললে আপনার ন্যাচারাল ল্যাশের উপর একধরনের সেমি পার্মানেন্ট গ্লু ব্যবহার করে কৃত্রিম ল্যাশ লাগানোর প্রক্রিয়াই হচ্ছে আইল্যাশ এক্সটেনশন। আইল্যাশ এক্সটেনশন অবশ্যই ভালো কোনো বিউটি সেল্যুনে প্রফেশনাল হ্যান্ডে করাতে হবে। এই এক্সটেনশন মূলত তৈরি হয়ে থাকে সিন্থেটিক, ফক্স মিঙ্ক ও সিল্ক ফাইবার দিয়ে। এটি স্কিনের কোনো ক্ষতি করে না, কারণ এটি স্কিনের উপরে বসানো হয় না এবং দেখতে অনেক ন্যাচারাল লাগে। আইল্যাশ এক্সটেনশনে ফক্স মিঙ্ক ল্যাশের চাহিদা সবচেয়ে বেশি কেননা এটি দেখতে অনেক বেশি ন্যাচারাল। তাছাড়া এই ল্যাশ ওজনে হালকা হওয়ায় চোখে অস্বস্তি হয় না।
আইল্যাশ এক্সটেনশন করা খুব কঠিন নয়। প্রথমে চোখের এরিয়া ভালোমতো পরিষ্কার করে নিতে হবে যাতে করে কোনো আইলাইনার, মাশকারা, শ্যাডো, ক্রিম কিছু না থাকে। চোখের উপর ও নিচের পাতার বাইরের দিকে জেল প্যাচ লাগানো হয়। এগুলো সাদা স্টিকারের মতো যার ফলে চোখের ল্যাশ বসাতে সুবিধা হয়। ল্যাশগুলো ব্রাশ দিয়ে সুবিন্যস্ত করে নেয়ার পরে পছন্দমতো কৃত্রিম ল্যাশ ন্যাচারাল ল্যাশের উপর বসানো হয়। প্রতি ল্যাশের মধ্যে আনুমানিক ১ মিলিমিটার ব্যবধান থাকে। ক্লাসিক ল্যাশের জন্য একটি ল্যাশের উপর একটি কৃত্রিম ল্যাশ এবং ঘন ল্যাশ চাইলে একটি ন্যাচারাল ল্যাশের উপর একাধিক কৃত্রিম ল্যাশ ব্যবহার করা হয়। এরপর ল্যাশ টেকসই করার জন্য সিলার ও কন্ডিশনার ব্যবহার করা হয়। সাধারণত একবার আইল্যাশ এক্সটেনশন করা হলে তা ৬-৮ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। মাঝে ৩-৪ সপ্তাহ পর একবার রিফিল করিয়ে নেয়া ভালো।
গ্ল্যামারাস আইলুক এর জন্য আইল্যাশ এক্সটেনশন এর পরের যত্ন
এক্সটেনশন করার পর যত্ন নেয়া খুবই প্রয়োজন। চলুন জেনে নেই এখন।
১) আইল্যাশ এক্সটেনশনের পর অন্তত ৬ ঘণ্টা পানি লাগানো যাবে না।
২) এক্সটেনশন করালে অবশ্যই ল্যাশে কোনো তেল লাগানো যাবে না। মেকআপ রিমুভার ব্যবহার করার ক্ষেত্রে অয়েল বেইজড রিমুভার ইউজ করা থেকে বিরত থাকতে হবে। যে কোনো মাইসেলার ওয়াটার বা মাইল্ড ক্লেনজার ব্যবহার করা উচিত।
৩) আইল্যাশ এক্সটেনশনে কোনো মাশকারা ব্যবহারের প্রয়োজন পড়ে না তাই আই মেকআপ মিনিমাল করাই ভালো।
৪) প্রতিবার শাওয়ার নেওয়ার পর ল্যাশ কন্ডিশনার ইউজ করতে হবে।
৫) আইল্যাশ কার্লার একদমই ব্যবহার করা উচিত হবে না।
৬) অন্তত দিনে দুইবার স্পুলি দিয়ে ল্যাশ ব্রাশ করে নেয়ার চেষ্টা করবেন।
৭) ঘুমের মধ্যে বা ঘুম থেকে উঠে চোখ ঘষাঘষি করা যাবে না কেননা এতে এক্সটেনশন ও ন্যাচারাল ল্যাশ উভয়েরই ক্ষতি হয়ে থাকে।
৮) যে কোনো স্কিনকেয়ার প্রোডাক্ট ডাইরিক্টলি আই এরিয়াতে অ্যাপ্লাই করা থেকে বিরত থাকতে হবে।
৯) আবার অনেক ক্ষেত্রে শাওয়ারের নিচে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেও আইল্যাশের ক্ষতি হতে পারে।
আইল্যাশ এক্সটেনশনের এপিঠ-ওপিঠ
আইল্যাশ এক্সটেনশন আপনার ল্যাশকে ভলিউমিনাস দেখাতে সাহায্য করে। এক্সটেনশনের ফলে খুব সহজেই আপনার ল্যাশ সেট থাকে। প্রতিদিন ল্যাশ পরা বেশ ঝামেলার হয়ে যায় অনেকের জন্য। তাই ল্যাশ এক্সটেনশন হতে পারে আপনার জন্য সহজ সমাধান। খুব অল্প সময়ে যেকোনো গ্ল্যামারাস আইলুক করা যায়। কারণ চোখে আইলাইনার, মাশকারা পারফেক্টলি দেয়ার প্রয়োজন পড়ে না।
আচ্ছা এখন কি আপনাদের মনে প্রশ্ন আসছে যে এই আইল্যাশ এক্সটেনশনের কোনো সাইড ইফেক্ট আছে কিনা? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এর সাইড ইফেক্ট হতে পারে। যাদের চোখে অ্যালার্জির প্রবলেম আছে তাদের এক্সটেনশন না করানোই ভালো। এছাড়া আইল্যাশ এক্সটেনশন করার সময় যদি প্রোপার হাইজিন মেইনটেইন করা না হয় তাহলে চোখে ইনফেকশন হতে পারে। আবার আইল্যাশ এক্সটেনশন করে সুইমিং/স্টিম করা যায় না। যেহেতু এক্সটেনশনে কৃত্রিম ল্যাশ গ্লু দিয়ে ন্যাচারাল ল্যাশে লাগানো হয়, তাই কিছু ক্ষেত্রে ন্যাচারাল ল্যাশ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আইল্যাশ এক্সটেনশন প্রসেসটা জটিল না হলেও অনেক ব্যয়-বহুল ও সময়সাপেক্ষ ব্যাপার। তাই রেগুলার বেসিসে না করে কোনো অকেশনের আগে করলে ভালো।
এতক্ষণ আমরা জানলাম আইল্যাশ এক্সটেনশনের যত কথা। খুব ব্যস্ততার মাঝে অল্প সময়ে আপনি যদি নিজেকে আরো আকর্ষণীয় দেখাতে চান, গ্ল্যামারাস আইলুক এর জন্য আইল্যাশ এক্সটেনশন হতে পারে আপনার জন্য পারফেক্ট সল্যুশন। তবে হ্যাঁ অবশ্যই আইল্যাশ এক্সটেনশন করার আগে এর সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। আর এক্সটেনশন করানোর ক্ষেত্রে কোনো বিউটি এক্সপার্টকে বেছে নিতে হবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।
ছবিঃ সাটারস্টক, hearstapps.com