মেকআপ বেকিং | লং লাস্টিং ও স্মুথ বেইজ মেকআপের সিক্রেট!

মেকআপ বেকিং | লং লাস্টিং ও স্মুথ বেইজ মেকআপের সিক্রেট!

মেকআপ বেকিং করছেন একজন

কেক বা পিজ্জা বেকিং এর কথা বলছি না! বলছি, মেকআপ বেকিং এর কথা। যারা জানেন না মেকআপ বেকিং কী, তাদের কাছে একটু অন্যরকমই লাগবে শুনতে। মেকআপ বেকিং হচ্ছে মেকআপেরই একটা অংশ, যা বর্তমানে খুব প্রচলিত। লং লাস্টিং ও স্মুথ বেইজ মেকআপের সিক্রেট কিন্তু এই মেকআপ বেকিং! ফ্ললেস ও ন্যাচারাল বেইজ মেকআপ পেতে খুব ভালোভাবে সেটা সেট করে নেওয়া উচিত। জেনে নেয়া যাক মেকআপ বেকিং কী, কেন করা হয় এবং কীভাবে করা হয়!  

মেকআপ বেকিং কেন করা হয়?  

অনেক সময় মেকআপ করার কিছুক্ষন পর দেখা যায়, চোখের নিচে যে কনসিলার ব্যবহার করেছি তা থেকে চোখের নিচে ছোট ছোট লাইন দেখা যাচ্ছে, স্মাইল লাইন (আমরা হাসি দিলে ঠোটে ও চোখের দু’পাশে যে লাইন দেখা যায় তেমন) এর মেকআপ ফেটে ফেটে যাচ্ছে, মুখের বিভিন্ন স্থানের মেকআপ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে অয়েলি স্কিন যাদের। আমাদের দেশের আবহাওয়াতে ঘাম বেশি হয়। অনেকক্ষেত্রে দেখা যায় যে মেকআপ লং লাস্টিং করছে না! অফিসে কিংবা আউটিংয়ে গেলে সিম্পল মেকআপ লুক অনেকেই প্রিফার করেন। মেকআপ ফেটে ফেটে গেলে মনটাই খারাপ হয়ে যায়, তাই না?  এসব সমস্যা সমাধান করে মেকআপ বেকিং।

কী লাগবে মেকআপ বেকিং করতে?

মেকআপ বেকিং এর জন্য গ্রুমি বিউটি ব্লেন্ডার

এবার আসা যাক, কী দিয়ে মেকআপ বেকিং করা হয় সে প্রসঙ্গে। মেকআপ বেকিং এর জন্য আপনার যেটা লাগবে, সেটি হল লুজ পাউডার, একটি মেকআপ স্পঞ্জ, একটি বড় পাউডার ব্রাশ। আপনি যেকোনো লুজ পাউডার ব্যবহার করতে পারবেন যদি তা ফেইস-এ ব্যবহারের জন্য উপযোগী হয়ে থাকে। বেকিং এর জন্য পাউডারগুলো লুজ ধরনের হয়ে থাকে।এগুলোর বেশীরভাগ ব্রান্ডের পাউডারগুলো কালারলেস হয়। যার ফলে আপনার স্কিন শেইড যা-ই হোক না কেন, আপনার স্কিনের সাথে মানিয়ে যাবে।  

কীভাবে বেকিং করবেন?

প্রথমে ফাউন্ডেশন, কনসিলার লাগিয়ে নিবেন। এবার একটি  বিউটি স্পঞ্জ পানি দিয়ে ভিজিয়ে নিয়ে পানি চিপে নিন। এবার অনেকখানি ট্রান্সলুসেন্ট লুজ পাউডার নিবেন, এবং পাউডারটি স্পঞ্জের সাহায্যে চেপে চেপে চোখের নিচে, স্মাইল লাইনে লাগাবেন। যাদের অয়েলি স্কিন, তারা অল্প একটু কপালে এবং নাকেও লাগিয়ে নিতে পারেন।

অনেক সময় কনট্যুরিং করার পর দেখা যায় কনট্যুরিং ছড়িয়ে গিয়েছে, শার্প হয় নি। এক্ষেত্রেও একইভাবে লুজ পাউডার নিয়ে কনট্যুরিং- এর নিচের দিকে লাগিয়ে নিবেন। এরপর ৫-১০ মিনিট অপেক্ষা করুন। এই সময়টাকেই বেকিং বলা হয়। ৫-১০ মিনিট পর একটি পাউডার ব্রাশের সাহায্যে অতিরিক্ত পাউডারগুলি ঝেড়ে ফেলে দিন। ব্যস, আপনার বেকিং হয়ে গেল! আর সেই সাথে পেয়ে যাবেন লং লাস্টিং ও ফ্ললেস বেইজ মেকআপ! 

টিপস

(১) মেকআপের আগে অবশ্যই আই এরিয়া এবং পুরো ফেইস ভালোভাবে ময়েশ্চারাইজ করে নিবেন।
(২) যাদের ড্রাই স্কিন, তারা বেকিংয়ের সময় ম্যাটিফাইং পাউডার এড়িয়ে চলবেন। তাহলে স্কিন আরো বেশী ড্রাই ফিল হবে। 

SHOP AT SHAJGOJ

    এই পদ্ধতি অনুসরণ করলে আপনার মেকআপ নষ্ট হবে না, সারাদিন মেকআপ ঠিক থাকবে। আর আপনি যদি অথেনটিক মেকআপ প্রোডাক্টস কিনতে চান, তাহলে সাজগোজ হতে পারে আপনার নির্ভরযোগ্য অপশন। সাজগোজের দু’টি ফিজিক্যাল শপ থেকে কিনতে পারেন আপনার প্রোডাক্ট। যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত স্কয়ারে অবস্থিত। অনলাইনেও কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে। আজ তাহলে এ পর্যন্তই! ভালো থাকুন, সুস্থ থাকুন!

    ছবি- সংগৃহীত: সাজগোজ, সাটারস্টক

    24 I like it
    4 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort