আজকাল খুব জনপ্রিয় এপ্লিক এর কাজ করা থ্রি-পিস, বেডকভার, কুশোন কাভার ইত্ত্যাদি। অনেকেই এপ্লিক করতে চান কিন্তু এর কাপড় কাটা ও সেলাই কীভাবে করতে হবে ঠিক বুঝে উঠেন না। তাদের জন্য আমার কিছু সহজ এপ্লিক এর টেকনিক ধাপে ধাপে সেলাইসহ দিলাম।
Sale • Sheet Mask
এমন গোলাকার কাপড় কেটে নিন।
এভাবে দাগ দিয়ে নিন।পাপড়ি নিজের ইচ্ছেমত কম বেশি করতে পারেন।
একটা করে কাপড় পছন্দসই কাপড়ের উপর বসিয়ে নিন।
উপরের প্রান্ত মুড়িয়ে পাপড়ির আকার দিন।
এটা অপর প্রান্ত। একটা পাপড়ি সেলাই হয়েছে।এভাবে বাকিগুলো সেলাই করে নিন।
এটা এপ্লিক এর উলটা পিঠ। পেছন থেকে সেলাই দেখতে এমন হবে।
ছবি এবং লিখেছেন – খুরশিদা রনী