কীভাবে নিজেই করবেন এপ্লিক? - Shajgoj

কীভাবে নিজেই করবেন এপ্লিক?

Collage cover

আজকাল খুব জনপ্রিয় এপ্লিক এর কাজ করা থ্রি-পিস, বেডকভার, কুশোন কাভার ইত্ত্যাদি। অনেকেই এপ্লিক করতে চান কিন্তু এর কাপড় কাটা ও সেলাই কীভাবে করতে হবে ঠিক বুঝে উঠেন না। তাদের জন্য আমার কিছু সহজ এপ্লিক এর টেকনিক ধাপে ধাপে সেলাইসহ দিলাম।

aplik 1

Sale • Sheet Mask

    এমন গোলাকার কাপড় কেটে নিন।

    aplik 2
    এভাবে দাগ দিয়ে নিন।পাপড়ি নিজের ইচ্ছেমত কম বেশি করতে পারেন।

    aplik 3
    দাগ দেয়া অংশ বরাবর কেটে নিন।

    aplik 4
    একটা করে কাপড় পছন্দসই কাপড়ের উপর বসিয়ে নিন।

    aplik 5
    উপরের প্রান্ত মুড়িয়ে পাপড়ির আকার দিন।

    aplik 6
    এটা অপর প্রান্ত। একটা পাপড়ি সেলাই হয়েছে।এভাবে বাকিগুলো সেলাই করে নিন।

    aplik9
    প্রায় ফুলের শেপ হয়ে এসেছে।

    aplik 10

    এটা এপ্লিক এর উলটা পিঠ। পেছন থেকে সেলাই দেখতে এমন হবে।

    ছবি এবং লিখেছেন – খুরশিদা রনী

    14 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort