বেশির ভাগ মানুষই অয়েলি হেয়ার ও স্ক্যাল্পের সমস্যায় জর্জরিত। বিশেষ করে ডালনেস, খুসকি সহ আরও অনেক সমস্যায় পড়ে। এছাড়াও শ্যাম্পু করার পরদিনই চুল কেমন যেন চিটচিটে হয়ে যায়। ফলশ্রুতিতে ধূলা-বালি খুব সহজে আটকে যায় আর শুরু হয় চুল পড়া সহ ড্যামেজ হওয়ার মত হাজার সমস্যা। অয়েলি স্ক্যাল্প তাদের হয় যাদের অয়েল গ্ল্যান্ড দিয়ে অনেক বেশি তেল নিঃসরণ হয়। আর এটির প্রধান কারণ হচ্ছে অস্বাস্থ্যকর খাবার আর অনিয়মিত জীবন যাপন। ভিটামিন ই , এ এবং বি এর অভাবে এমনটি হয়। সৌভাগ্যক্রমে কিছু ঘরোয়া উপাদানের মাধ্যমে আমরা অয়েলি হেয়ার জনিত সমস্যা থেকে মুক্তি পেতে পারি।
অয়েলি হেয়ার থেকে মুক্তি পাওয়ার কিছু উপায়
অয়েলি হেয়ার ও স্ক্যাল্প থেকে নিস্তার পেতে কিছু সমাধান জানাবো আজ আপনাদের। তবে আগেই বলে রাখি সবগুলো প্যাক ট্রাই করার দরকার নেই। আপনার পছন্দ ও উপকরণের প্রাপ্যতা অনুযায়ী যে কোন একটি বেছে নিন।
১. মুলতানি মাটির পেস্ট
শুরু করবো অয়েলি চুলের জন্য খুব সহজ একটি সমাধান। চুলের দৈর্ঘ্য ও ঘনত্ব অনুযায়ী মুলতানি মাটির সাথে পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এটি চুলে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২. গাজরের পিউরি
একটি গাজর খোসা ছাড়িয়ে এর পিউরি বানিয়ে নিন। এবার মাথার তালুতে লাগিয়ে অপেক্ষা করুন ১৫ মিনিট। তারপর শুধু পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২ বার ব্যবহার করবেন।
৩. চায়ের পাতা পানি
চায়ের পাতা ফুটিয়ে নিন। তারপর পানিটা ছেঁকে নিয়ে তাতে আরও একটু পানি মিশিয়ে চুলে লাগান যখন ইচ্ছে তখন। চায়ে আছে ট্যানিক এসিড (Tannic Acid), যা এক ধরনের এস্ট্রিঞ্জেন্ট (Astringent) । এটি চুলের তেল কাটিয়ে দেয়।
৪. লেবুর রস
একটি সম্পূর্ণ লেবুর রস নিন তার সাথে এক কাপ পানি মিশান। তারপর সম্পূর্ণ চুলে রিনস (rinse) করুন। তারপর উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৫. পাকা কলার হেয়ার প্যাক
চার টেবিল চামচ ম্যাসড পাকা কলা নিন এর সাথে এক চামচ মধু আর ১ চা চামচ জাম্বুরা বা লেবুর রস নিন। এবার খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে বানিয়ে নিন পাকা কলার হেয়ার প্যাক। এই প্যাকটি গোসলের ৩০ মিনিট আগে চুল সহ স্ক্যাল্পে ম্যাসেজ করুন। তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
৬. স্পেশাল শ্যাম্পুর রেসিপি
এখন অয়েলি চুলের জন্য একটি স্পেশাল শ্যাম্পুর রেসিপি বলবো। এই স্পেশাল শ্যাম্পুটি তৈরি করতে যা যা লাগছে তা নিম্নরূপ
- যেকোনো মাইল্ড শ্যাম্পু নিন ১ চা চামচ,
- ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল,
- মধু ১ টেবিল চামচ।
ব্যবহার বিধি
এই শ্যাম্পু আপনি ১ সপ্তাহ ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। প্রত্যেক বার শ্যাম্পু করার পর লেবুর রস, ভিনেগার আর চায়ের লিকারের মিশ্রণ দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই অ্যাসিডিক উপাদানগুলো চুলের অতিরিক্ত তেলের বিরুদ্ধে কাজ করে।
৭. ডিমের কুসুম ও লেবুর রস
২টি ডিমের কুসুমের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। তারপর ভেজা চুলে লাগিয়ে অপেক্ষা করুন ২-৩ মিনিট। এরপর আপনার চুলে স্যুট করে এমন কোন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
৮. টক দই ও লেবুর রসের পেস্ট
৫ টেবিল চামচ টক দই, সাথে ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। তারপর পরিষ্কার চুলে লাগিয়ে ৪০ মিনিট অপেক্ষা করুন। তারপর শুধু মাত্র পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। লেবুর রস মাথার তালুর রন্ধ্র বন্ধ করে, যার ফলে তেল উৎপাদন কম হয়। অন্যদিকে টক দই স্ক্যাল্পে ঘাম হওয়া কমিয়ে আনে।
৯. পুদিনা পাতা
পুদিনা পাতা যেমন মুখের ত্বকের জন্য উপকারী তেমনি উপকারী মাথার ত্বকের জন্য। কয়েকটি পুদিনা পাতা ৫০০ মি.লি পানিতে ২০ মিনিট ফুটিয়ে নিন। তারপর ঠান্ডা করে ছেঁকে নিন। শাম্পু করার সময় মাইল্ড শ্যাম্পু যেমন বেবি শ্যাম্পুর সাথে ২:১ অনুপাতে মিশিয়ে নিন। পুদিনা পাতার সল্যুশন নিবেন ২ ভাগ আর শ্যাম্পু নিবেন ১ ভাগ।
১০. মাইল্ড শ্যাম্পু ব্যবহার
যেহেতু তৈলাক্ত চুলের কারণে প্রায় শ্যাম্পু করার প্রয়োজন হয় তাই মাইল্ড শ্যাম্পু ব্যবহার করাই শ্রেয়।
উপরের প্যাকগুলো দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া, মানে বেশ কিছুদিন ব্যবহার করার পর উপকার পাবেন।
অয়েলি হেয়ার এর জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস
- তেল চুলে দিয়ে কখনও বাইরে যাবেন না এতে ময়লা বেশি জড়িয়ে যাবে চুলে।
- সারা রাত চুলে তেল দিয়ে রাখবেন না।
- সপ্তাহে ২ বারের বেশি চুলে তেল দিবেন না।
- যখনই শ্যাম্পু করবেন খেয়াল রাখবেন আপনার শ্যাম্পু যেন অয়েলি চুলের জন্য ফরম্যুলেটেড হয়।
- তেল ব্যবহার করার জন্য নন-গ্লেজি তেল বেছে নিন।
- মাথার তালু সবসময় পরিষ্কার আর ঘাম মুক্ত রাখবেন।
চটপট একটি সমাধান দিয়ে আমার আর্টিকেল শেষ করতে চাই। বাইরে যাচ্ছেন কিন্তু চুল তেল চটচটে নিষ্প্রাণ হয়ে আছে। হাতের কাছে সাদা পাউডারতো আমাদের সবারই আছে, তাই চটজলদি চুলের মাঝে কিছু পাউডার ছিটিয়ে দিন আর অপেক্ষা করুন ৫ মিনিট। তারপর চিরুনি দিয়ে আঁচড়ে নিন আপনার ঝরঝরে চুলগুলো।
শেষ করার আগে আপনার চুলের যত্ন নিতে সাজগোজ সবসময় আপনার পাশে আছে। আপনি ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করতে ঝামেলা মনে করতে রেগ্যুলার কেয়ার নিতে পারেন সাজগোজের সাজেস্ট করা প্রোডাক্ট। কোথায় পাবেন? হ্যাঁ, আপনি চুলের যত্নে প্রোডাক্টগুলো পাবেন সাজগোজের দু’টি ফিজিক্যাল শপে যা যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত। এছাড়াও আপনি অনলাইনে শপ.সাজগোজ.কম থেকেও কিনতে পারেন! ভালো থাকুন, আপনার চুল হোক মজবুত আর সুন্দর!
ছবি – সংগৃহীত: গেটি ইমেজ, সাটারস্টক