পিকটোরিয়াল মানে স্টেপ বাই স্টেপ কোন একটি কাজের বিবরণ ছবির মাধ্যমে দেয়া। আসছে ঈদকে সামনে রেখে সবারই অনেক অনেক প্রস্তুতি। তো ঈদের দিনের সাজটা যেন হয় একটু স্পেশাল সেটা নিশ্চয়ই আপনিও চান। চোখের মেক-আপের টিউটোরিয়াল করার অনুরোধ অনেকেই জানিয়েছেন। ভিডিও টিউটোরিয়াল করার ব্যাপারে কাজ চলছে। কিন্তু ঈদ যেহেতু চলে আসছে তাই আপনাদের অনুরোধে আজকে একটি চোখের মেকাপের বেসিক স্টেপগুলো ছবির মাধ্যমে দেখাবো।
আমি এই আই-মেক-আপে যেসব কালার ব্যবহার করেছি তাহলোঃ
১) সাদা-গোল্ডেন
২) ময়ুর নীল (পি-কক ব্লু)
৩) বেগুনি
৪) কালো
আমি ব্যবহার করেছি একটি ১২০ কালার প্যালেট, আপনারা যে যার মত ব্যবহার করতে পারবেন শ্যাডো চাইলে কালারো মনমত পরিবর্তন করে নিতে পারবেন।
আমি সাধারণত ব্রাশ ব্যবহার করি আই মেক-আপ করতে, ব্রাশ না থাকলে নরমাল আইশ্যাডো এপলিকেটর বা আঙ্গুল ব্যবহার করেও করা যাবে।
আমি প্রথমেই এক চোখে আই মেক-আপটি করে নিয়েছি, বাকি চোখে স্টেপ বাই স্টেপ করে দেখাবোঃ
১) প্রথমে চোখেন উপর আইশ্যাডো প্রাইমার দিয়ে নিতে হবে যদি থাকে। আমি এখানে আইশ্যাডো প্রাইমার ব্যবহার করি নি যারা এখনো এই উপকরণটি কিনে উঠতে পারেননি তাদের কথা মাথায় রেখে।
২) প্রাইমার বসে গেলে একটা হলদে সাদা বা গোল্ডেন সাদা কালারের শ্যাডো নিন, চোখের পাতার নাকের দিকের কোণায় ব্রাশ দিয়ে লাগিয়ে নিন নিচের ছবির প্রথম ছবির মত।
৩) এরপর নীল শ্যাডোটি নিয়ে পাতার মাঝ বরাবর জায়গা জুড়ে লাগিয়ে নিন দ্বিতীয় ছবির মত। লক্ষ রাখুন আই-ব্রোর ঠিক নিচের যেই এরিয়াটি এটি আমি খালি রাখছি।
৪) সাদা আর নীল শ্যাডোর জয়েন্টে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিন, বা আঙ্গুল ব্যবহার করতে পারেন। এমন ভাবে ব্লেন্ড করুন যাতে দুটি এরিয়া আলাদা মনে না হয়ে মিশে যায় আর চোখের কোণায় সাদার কারণে ব্রাইটনেস ভাব থাকে।
৫) এবার বেগুনি শ্যাডো নিয়ে নীলের ঠিক পাশে ছবির মত করে লাগিয়ে নিতে হবে। আবারো বেগুনি আর নীলের মাঝের এরিয়া মিল্যে দিতে হবে ব্লেন্ড করে।
৬) এবার চোখের বাইরের দিকের কোণে কালো শেড দিয়ে স্মোকি ভাব তৈরি করুন। স্মাজ ব্রাশ আর ব্লেন্ডিং ব্রাশ ব্যবহার করে অল্প অল্প করে কালো নিয়ে চোখের আকৃতি অনুযায়ি ছোট বা বড় করে কালো এরিয়া তৈরি করুন। নিচের ছবির শেষের স্টেপটি লক্ষ করুন।
৭) হাইলাইটার শেড আই-ব্রোর নিচে লাগিয়ে নিয়ে সম্পূর্ণ মেক-আপটি আরেকবার ব্লেন্ড করে নিন।
৮) চোখের নিচের পাতায় চিকন করে নীল শ্যাডো বা আই পেন্সিল লাগিয়ে নিন।
৯) কাজল , লাইনার টেনে লাগিয়ে নিন টেনে, মাসকারা ঘন করে লাগিয়ে নিন পাপড়িতে।
আমি কাজল ব্যবহার করেছি প্রেস্টিজ টোটাল ইনটেন্সিটি আইলাইনার পেন্সিল (আলমাসে পাওয়া যেবে ৩৫০টাকা দাম), মাসকারা বেনেফিটের “they’re real”.
লাইনার কাজল আর মাসকারা লাগানোর পরঃ
আশা করি এই আর্টিকেলটি আপনার ঈদ মেক-আপের জন্য হেল্পফুল হবে। শুভকামনা সবার জন্য।
লিখেছেনঃ তাসিয়া নাজিন
মডেলঃ তাসিয়া নাজিন