স্ট্রবেরি ফলের নাম আমরা সবাই কম বেশি শুনেছি। এই ফল খেতেও যেমন মজা তেমনি রূপচর্চায়ও এর জুড়ি নেই। এতদিন আমরা শুধু স্ট্রবেরি ফল হিসেবে খেয়েছি। কিন্তু আপনি জানেন কী স্ট্রবেরি দিয়ে আপনি খুব সহজেই আর খুব কম সময়েই করে নিতে পারেন ফেসিয়াল। চলুন তবে জেনে নেওয়া যাক স্ট্রবেরি ফেসিয়াল মাস্ক তৈরির পদ্ধতি।
স্ট্রবেরি ফেসিয়াল মাস্ক
উপকরণ
• ক্লিঞ্জার
• স্ক্রাব
• টোনার
• স্ট্রবেরি- ৩/৪ টি
• মধু- ১ টেবিল চামচ
• টক দই- ১ টেবিল চামচ
• অলিভ অয়েল- কয়েক ফোটা
স্ট্রবেরী ফেসিয়াল করার ধাপ
১. ক্লিঞ্জিং
ফেসিয়ালের প্রথম ধাপ হল ক্লিঞ্জিং। একটি ভালো মানের ক্লিঞ্জার দিয়ে মুখ ধোয়ার পূর্বে প্রথমে গরম ভাপ নিয়ে নিন। এটি আপনার মুখের রন্ধ্র খুলে দিতে সাহায্য করবে। ভাপ নেয়া হলে ক্লিঞ্জার দিয়ে মুখ পরিষ্কার করুন।
২. স্ক্রাবিং
এবার স্ক্রাব দিয়ে মুখ আলতো ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষুন। তারপর উষ্ণ তোয়ালে দিয়ে মুখ মুছে ফেলুন। মুখে কোন তেল থেকে থাকলে তোয়ালে দিয়ে মুছে ফেলুন। যদি আপনি ভারী মেকআপ নিতে চান আপনি চাইলে আবার মুখ ক্লিঞ্জিং করে নিতে পারেন।
৩. টোনিং
এই পর্যায়ে টোনিং করে নিতে হবে। টোনিং খুব গুরত্বপূর্ণ ধাপ ফেসিয়ালের। তুলা দিয়ে টোনার মুখে লাগান কিন্তু ভুলেও ঘষবেন না এবং চোখের কাছে লাগাবেন না।
৪. মাস্ক
এই পর্যায়ে ফেসিয়াল মাস্ক প্রস্তুত করুন। স্ট্রবেরি মাস্ক প্রস্তুত করার প্রণালী তবে চলুন জেনে নেওয়া যাক।
- প্রথমে ৩-৪ টি স্ট্রবেরি নিন এবং স্ট্রবেরীগুলো চটকে নিন। হাত দিয়ে অথবা কাঁটা চামচ দিয়ে চটকে নিতে পারেন।
- এক টেবিল চামচ মধু মিশান। মধু ত্বক পরিষ্কার করে।
- এক টেবিল চামচ টক দই মিশান। টক দই আপনার ত্বক ময়েশ্চারাইজ ও হাইড্রেটেড (Hydrated) করে তুলবে।
- কয়েক ফোটা অলিভ অয়েল মিশান। এটিও এক ধরণের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে।
- সব কিছু একসাথে একটি কাঁটা চামচ দিয়ে মিশিয়ে পেস্ট প্রস্তুত করুন। ব্যস, হয়ে গেল আপনার স্ট্রবেরি মাস্ক।
- এ পর্যায়ে প্রস্তুতকৃত মাস্ক মুখে লাগিয়ে নিন। ২০-৩০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। যত দীর্ঘক্ষণ রাখবেন মাস্ক মুখে, ততই কার্যকর হবে।
- এবার মাস্কটি শুকিয়ে আসলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তবে পানি দিয়ে ধুয়ে ফেলার পূর্বে একটু আলতো ভাবে ঘষে নিন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
জেনে নিলেন কম সময়ে স্ট্রবেরি ফেসিয়াল মাস্ক তৈরির পদ্ধতি।
ছবি – সংগৃহীত: পিনটারেস্ট.কম, সিম্পলস্কিনকেয়ার.কম, শপ.সাজগোজ.কম, টুইটার.কম